#বৃশ্চিক রাশির শুভ রং
Explore tagged Tumblr posts
Text
আজকের রাশিফল শুক্রবার ১০ এপ্রিল ২০২০
জেনে নিন আজকের রাশিফল শুক্রবার ১০ এপ্রিল ২০২০ Ajker Rashifol আজকের রাশিফল : রাশিফল এমন একটি জিনিস প্রতিদিন আমাদের ভালো খারাপকে নিয়ন্ত্রণ করে। রাশিফলের মাধ্যমেই আমাদের যা কিছু ভালো এবং যা কিছু খারাপ তাই প্রকাশিত হয় । বিশদে সকল রাশির আজকের রাশিফল শুক্রবার ১০ এপ্রিল ২০২০ মেষ রাশি –প্রিয় জনের বাজে কাজের জন্য বাড়িতে বিবাদ। ব্যবসায় ক্ষতি হতে পারে। বাড়তি খরচের জন্য সংসারে বিবাদ। দাঁতের সমস্যা বাড়তে পারে। আজ নিজের সুবিধার জন্য কোনও কাজ করতে হবে। লাল রঙ শুভ। ৭ শুভ সংখ্যা। বৃষ রাশি –কোনও কারণে লক্ষ্য থেকে দূরে সরে যেতে পারেন। আজ কোনও কাজের জন্য অর্থ নষ্ট হবে। একাধিক পথে আয় বাড়তে পারে। দূরে কোথাও বেড়াতে যাওয়া নিয়ে আলোচনা কালো রং শ্রেয়। ১ শুভ সংখ্যা। মিথুন রাশি – সকালের দিকে ��রীর খুব একটা ভাল থাকবে না। আজ সারা দিনে যে কোনও সময় নিজের ��াজের জন্য সুনাম অর্জন করতে পারেন। হলুদ রঙ শুভ। শুভ সংখ্যা ১
বাংলায় আজকের রাশিফল
কর্কট রাশি –সকাল থেকে দুপুরের দিকে ব্যবসা ভাল হবে। আজ মনের ইচ্ছা পূরণ হওয়ার দিন। সন্তানের জন্য খরচ বাড়তে পারে হলুদ রং শুভ। ৭ শুভ সংখ্যা। সিংহ রাশি – ব্যবসায় অশান্তি থেকে সাবধান থাকুন। খরচ বাড়তে পারে। প্রেমের জন্য বাড়িতে অশান্তি বাড়বে। অফিসে কাজের চাপ বাড়বে। রক্তপাত থেকে সাবধান থাকা দরকার। লাল রঙ শুভ। ২ শুভ সংখ্যা কন্যা রাশি - আজ দিনটি ভাল কিন্তু মানসিক দিক দিয়ে চাপ থাকবে। যুক্তিপূর্ণ কথা সুনাম বাড়াতে পারে। সঙ্গীতে সাফল্য আসতে পারে। নীল রঙ শ্রেয়। ৬ শুভ সংখ্যা দৈনিক রাশিফল ফ্রি তুলা রাশি – আর্থিক চাপ বাড়তে পারে। সংসারের জন্য অনেক করেও বদনাম। মাথার যন্ত্রণা থাকবে। স্বামী-স্ত্রী বিবাদ মিটে যেতে পারে। সন্তানের জন্য চিন্তা বাড়তে পারে। লাল রঙ শুভ। শুভ সংখ্যা ৪৩ বৃশ্চিক রাশি – প্রেমে বিবাদ মিটে যাবে। কোমরের নীচে যন্ত্রণার আশঙ্কা। কাজের চাপে সংসারে সময় না দেওয়ার জন্য বিবাদ। স্ত্রী সন্দেহবাতিক হওয়ার জন্য বাড়িতে অশান্তি বাড়তে পারে। কালো রং শুভ। ৫ শুভ সংখ্যা। ধনু রাশি – সন্তানের ভাল কাজের জন্য গর্ববোধ। ব্যবসায় সমস্যার পরিমাণ বাড়তে পারে। বন্ধুদের থেকে খারাপ কিছু ঘটতে পারে। কালো রং শুভ। ২ শুভ সংখ্যা। ফ্রি বাংলা রাশিফল মকর রাশি –প্রেমে আনন্দ বাড়বে। বাইরের কোনও অশান্তি বাড়িতে আসতে পারে। ব্যবসায় ঝুঁকি থেকে লাভ হবে। ব্যবসায় ভাল খবর পেতে পারেন। রক্তচাপ নিয়ে চিন্তা থাকবে ধূসর রং শুভ। শুভ সংখ্যা ২। কুম্ভ রাশি –পড়াশোনার জন্য সুনাম বাড়তে পারে। প্রতিবেশীর সঙ্গে বিবাদে না যাওয়াই ভাল হবে। সন্তানের জন্য বাড়তি কোনও খরচ হতে পারে লাল রঙ শুভ। শুভ সংখ্যা ৮ মীন রাশি –গাড়িচালকদের জন্য দিনটি ভাল। আজ শারীরিক অবস্থা একটু খারাপ থাকায় কর্মে ক্ষতির আশঙ্কা। নিজের সহিষ্ণু স্বভাবের জন্য সংসারে শান্তি রক্ষা। সামাজিক সম্মান বাড়বে। লাল রং শুভ। ২১ শুভ সংখ্যা। সকল রাশির রাশিফল একত্রে আমাদের আজকের প্রতিবেদনঃ আজকের রাশিফল শুক্রবার ১০ এপ্রিল ২০২০ আপনার কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দৈনিক রাশিফল আপডেট পেতে হলে চোখ রাখতে হবে আমাদের পেজে। এছাড়া রাশিফল বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে আমাদের কন্টাক্ট করতে ভুলবেন না। দৈনিক রাশিফলের আপডেট পেতে হলে চোখ রাখতে হবে #kolkata_Hunt ওয়েবসাইটে অথবা আমাদের ফেসবুক পেজে । Read the full article
#AjkerRashifal#AjkerRashifol#anandabazarpatrikarashifol#AstrologyinBengali#DailyBanglaRashifal#FreeToday’sBanglaRashifal#rashifal#আজকেররাশিফলশুক্রবার১০এপ্রিল২০২০
0 notes
Photo
রাশিফলে জেনে নিন কেমন যাবে আজকের দিন (বৃহস্পতিবার ২১ জুন) শিক্ষা ও শিল্পে যুক্ত জাতকদের জন্য দিনটি শুভ। ছাত্র-ছাত্রীদের জন্য দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জনহিতকর কাজ-কর্মে সাফল্য আসবে। ব্যবসায় উন্নতির যোগ আছে। প্রেমযোগ শুভ। জাতিকাদের জন্য দিনটি মধ্যম। পারিবারিক সমস্যার মুখোমুখি হওয়ার যোগ আছে। জাতিকাদের ক্ষেত্রে ভ্রমণের সুযোগ আসতে পারে। আজ আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৬। শুভ রং বেগুনি। আজকে সবকিছু ভালোর জন্য সদর দরজার ঠিক নীচে উত্তর দিকে মুখ করে তেল ও সিঁদুর দিয়ে একটি মাছের ছবি এঁকে রাখুন। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস: মেষ (মার্চ ২১-এপ্রিল ১৯): মনস্তত্ত্বের নিয়মকানুন মনে চলুন। কাউকে বশ করতে চাইলে প্রথমে তার হৃদয় জয় করুন। পরে সে আপনাতেই আপনার কথা মান্য করে চলতে শুরু করবে। প্রেম পারিজাত, যাকে বলে বেহেশতী প্রেম। স্বর্গীয় ব্যাপার স্যাপার নিয়ে পৃথিবীর মানুষের বেশি একটা মাথা ঘামানো উচিৎ নয়। কর্মযোগ উত্তম। অর্থযোগ অতিশয় দারিদ্রমুখর। বৃষ (এপ্রিল ২০- মে ২০): বৃষ রাশির জাতকের ওপর গ্রহ আর বেজায় ক্ষ্যাপা। যে কারণে আজ অফিসে কাজের সফলতা আসলেও তা বেশ কষ্ট দেবে। আপনি কাকে বিশ্বাস করছেন? সত্যিই বিশ্বাস করছেন তো! পরিচিত যারা আছেন তারা আপনাকে একটা বিষয়ে কয়েকদিন যাবৎ বুঝাচ্ছে, আপনি বুঝছেন না। সুজনের সঙ্গে দীর্ঘদিন না থাকার কারণে আপনার মনের ভেতর যে সন্দেহ বৃদ্ধি পেয়েছে তা আজ ধুয়ে মুছে নিন। মিথুন (মে ২১- জুন ২০): রুজি রোজগারের একটা ব্যবস্থা হয়ে যাচ্ছে অচিরেই, মিষ্টি বিলানো শুরু করতে পারেন! প্রথমত আজকে আপনার দৃষ্টি আকর্ষণ করছে এক জোড়া শালিক। শালিক দুটো হুট করে উড়ে গেলে তা মন খারাপের কারণ হতে পারে। বিকেলের দিকে একবার দেখা করে আসুন তার সঙ্গে। মন ভালো হয়ে যাবে সন্ধ্যার পর। কর্কট (জুন ২১- জুলাই ২২): পরিবারের কারও স্বাস্থ্যহানিতে মানসিক অবস্থা ভালো নাও থাকতে পারে। শারীরিকভাবে ভালো থাকলে যেকোনো কাজেই ভালো করা যায়। আর্থিকভাবে সচ্ছল থাকবেন। মানসিকভাবে ভয়ঙ্কর প্রশান্তি। কথাতে মাধুর্য, স্বভাবে বিনয়, কাজে কর্মে আজ ঝরে ঝরে পড়বে সাফল্য। অহেতুক দুশ্চিন্তা থেকে দূরে থাকুন, বেশ কিছুদিন আনন্দ ও চটুলতায় কাটবে মুহূর্ত। পারলে একবার ভ্রমণেই বের হয়ে দেখুন না। সিংহ (জুলাই ২৩- আগস্ট ২২): অর্থ উপার্জনের নতুন ক্ষেত্র পেয়ে যাবেন আজ। সন্তানদের কৃতিত্বে গর্ব অনুভব করবেন। পারিবারিক শান্তি বজায় থাকবে, কিন্তু দুপুর নাগাদ আত্মীয় স্বজনদের আগমনে ঝামেলা বাড়তে পারে। ব্যবসায়িদের মধ্যে কেউ কেউ বিদেশে যেতে পারেন তবে কোনো চুক্তি করার আগে শেয়ারবাজার ও স্থানীয় বাজার দেখে নেবেন। কন্যা রাশির জাতক শিক্ষার্থীরা স্বভাবগতভাবেই অংকে দুর্বল। সেই দুর্বলতা কাটাতে শিক্ষকের শরণাপন্ন হতেই পারেন। কন্যা (আগস্ট ২৩- সেপ্টেম্বর ২২): চাকরিতে পদোন্নতির সম্ভাবনা থাকলেও বসের সঙ্গে হুদাই বাহাসের কারণে প্রমোশন হাত থেকে ফসকে যেতে পারে। শারীরিক অবস্থার কিঞ্চিৎ অবনতি হতে পারে প্রচণ্ড তাপদাহের কারণে। তবে প্রচুর পানি আর ডাব খেলে শারীরিক সমস্যার সমাধান হবে। ব্যবসায়িরা নতুন ব্যবসার সন্ধান পাবেন। পারিবারিক কোনো দীর্ঘস্থায়ী সমস্যার সমাধান হবে আজ। প্রেমিকার পরিবারে আপনার যোগ্যতা যাচাই হতে পারে। তুলা (সেপ্টেম্বর ২৩- অক্টোবর ২২): কারও সঙ্গে অহেতুক তর্কে জড়াবেন না আজ। কারণ আপনি মানুষ ভালো হলেও তর্ক করতে পারেন না। তাই চুপচাপ থাকুন এবং ভালো থাকুন। এখান থেকে ভয়াবহ কলহের সূত্রপাত হতে পারে যার জন্যে অনেকদিন ভুগতে হবে। তবে নতুন সম্পর্কে জড়ানোর জন্যে দিনটা শুভ। ধনু যখন অন্যের ভাবভঙ্গি নকল করেন তখন ধীরে ধীরে দ্বিতীয় শ্রেণীর মানুষে পরিণত হন। কর্মক্ষেত্রে আপনার এ সমস্যাটা প্রকট আকারে দেখা দিতে পারে। বৃশ্চিক (অক্টোবর ২৩- নভেম্বর ২১): জোর করে কিছু আদায় করা যায়, এটা ভেবে থাকলে ঠিকই ভেবেছেন, অন্তত আজকের জন্য। বোকা মানুষের সঙ্গে দু’কথা বলতে গেলে চার কথা বেরিয়ে পড়ে। আর তাতে আরও ষোলো কথা বেরোনোর পথ পরিষ্কার হতে থাকে। সুতরাং বোকাসঙ্গ এড়ান। বেকারদের চাকরির যোগ আছে। অর্থকড়ি হাতে আসতে পারে, তবে খসেও যাবে। ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১): আমার আমার করে জীবন কাটিয়ে দিলে জীবনের সত্যিকার রস আপনার কাছে ধরা দেবে না। প্রেমের ক্ষেত্রে মনের চেয়ে শরীরের দিকে মনোযোগ বেশি দিলে ঠকবেন। কেননা, শরীর বুড়িয়ে যাবে, কিন্তু মন চিরকালীন আনন্দের উৎস হতে পারে। নতুন কাজের ক্ষেত্রে অকস্মাৎ উদ্যম হারানোর ভয় আছে। অর্ধকরীতে বাঁধ দিন। মকর (ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯): তৃতীয় পক্ষকে সুবিধা নিতে দেবেন না। কেননা, তারা পক্ষসংখ্যা বাড়াতেই থাকে। আর অতিরিক্ত মধ্যস্বত্বভোগীদের নিয়ে যা একটা ঝামেলায় পড়বেন তা আর বলার নয়। প্রেমযোগ উত্তম। তবে চোখ বন্ধ রাখলে চলবে না। কর্মযোগী হোন, সৃজনশীল পথে হলে অধিক উত্তম। অর্থযোগ শোচনীয়। কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮): কোথাও বেড়াতে গিয়ে চিনতে পারবেন নতুন বন্ধু বা জীবনসঙ্গী/সঙ্গিনীর সত্যিকার মনমানসিকতা। আলো জ্বলবে মাথার ওপর একাধিকবার, সে আলোয় পথ চলুন, কারও ওপর বেশি ভরসা করতে যাবেন না। আত্মীয় পরিজনের ভেতর প্রেমপ্রেম ভাব এলেও কুছ পরোয়া নেই। ��ারণ প্রেম মানে না কোনো বেড়ি-শেকল। যদিও আপনাকে নিরুৎসাহিত করতে উৎসাহিত হয়ে আছে অনেকেই। মীন (ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০): সাবধানতা অবলম্বন করুন প্রতিটি ক্ষেত্রে। সতর্ক না হলেই পা পিছলে সোজা চলে যাবেন পেছনের ফেলে আসা ঘটনা প্রবাহের কাছে। আর যেহেতু অতীত নিয়ে আপনার অ্যালার্জি আছে তাই অতীত থেকে দূরে থাকাই ভালো। গুরুত্বপূর্ণ কাজ তো ভুল হবেই, সচারচর যা করছেন সেটাও ভুল হয়ে হাস্যকর পরিস্থিতির সৃষ্টি হবে। যে বিষয়টির কোনো প্রয়োজন নেই সেটা করতেই যদি আপনার এত আগ্রহ তো করতেই থাকুন। তবে সন্ধ্যে বেলা বাসায় মিষ্টি কিনে নিতে ভুলবেন না। আপনার আজকের দিনটি শুভ হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন।
0 notes
Text
আজকের রাশিফল বুধাবার ৮ এপ্রিল ২০২০
জেনে নিন আজকের রাশিফল বুধাবার ৮ এপ্রিল ২০২০ Ajker Rashifol আজকের রাশিফল : রাশিফল এমন একটি জিনিস প্রতিদিন আমাদের ভালো খারাপকে নিয়ন্ত্রণ করে। রাশিফলের মাধ্যমেই আমাদের যা কিছু ভালো এবং যা কিছু খারাপ তাই প্রকাশিত হয় ।
বিশদে সকল রাশির আজকের রাশিফল বুধাবার ৮ এপ্রিল ২০২০
মেষ রাশি – মধুর কথা বলবার জন্য সুনাম বাড়তে পারে। উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে দেখা হওয়ায় উপকার পাবেন। যানবাহনে ওঠা নামায় বিপদের আশঙ্কা। কাজে অন্যমনস্কতা বাড়তে পারে। বিচক্ষণতার জন্য সকলের মন জয় করতে পারবেন। লাল রঙ শুভ। ১৭ শুভ সংখ্যা। বৃষ রাশি –আজ কারও অতিরিক্ত স্নেহে মানসিক শান্তি বৃদ্ধি পেতে পারে। স্ত্রীর উদ্যোগে ব্যবসায়িক সাফল্য পেতে পারেন। ছোটো ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ। কালো রং শ্রেয়। ৩ শুভ সংখ্যা। মিথুন রাশি – সকাল থেকে শরীরে সমস্যা বাড়তে পারে। ব্যবসায় সাফল্য থাকলেও ব্যয়ও হবে প্রচুর। উচ্চবিদ্যায় অনেক দূর এগোতে পারবেন। সবুজ রঙ শুভ। শুভ সংখ্যা ১ Free Bangla HoroScope কর্কট রাশি –ব্যবসায় শত্রুর জন্য ক্ষতি হতে পারে। আজ কোনও বিষয়ে আপনাকে ছোটদের করুণার পাত্র হতে হবে। অহেতুক ক্রোধ অশান্তি ডেকে আনতে পারে। কুটিল মনোভাবের জন্য অশান্তি। ব্যবসায় ভাল সুযোগ থাকবে আজ। আর্থিক ব্যাপারে সাহায্য মেলার সম্ভাবনা। হলুদ রং শুভ। ৬ শুভ সংখ্যা। সিংহ রাশি –অপরের কোনও কথা মানসিক কষ্ট বাড়াতে পারে। আজ এমন কিছু সমস্যা দেখা দেবে, যেটা সমাধান করতে গিয়ে নাজেহাল হতে হবে লাল রঙ শুভ। ৯ শুভ সংখ্যা কন্যা রাশি -সামাজিক যোগাযোগ অব্যাহত রাখুন। সে ক্ষেত্রে সাফল্য পেতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। জীবনকে অর্থবহ করার চেষ্টা করুন। তীর্থযাত্রা শুভ। নীল রঙ শ্রেয়। ৬ শুভ সংখ্যা Todays Horoscope in Bengali তুলা রাশি – সকালের দিকে বাড়তি কিছু খরচ হতে পারে। আজ ব্যবসায় এমন কিছু ঘটবে যা আপনার মনে সংশয়ের সৃষ্টি করবে। লাল রঙ শুভ। শুভ সংখ্যা ৪। ��ৃশ্চিক রাশি –কোমরের নীচের অংশে যন্ত্রণা বাড়তে পারে। আজ আপনি কোনও মিথ্যে অপবাদে ফাঁসতে পারেন। পরিবারের মানুষ আজ আপনাকে ভুল বুঝতে পারেন। কালো রং শুভ। ৫ শুভ সংখ্যা। ধনু রাশি –কোনও কাজের জন্য আজ সুনাম বৃদ্ধি পাবে। আজ যে কোনও কারণে অতিরিক্ত অর্থ ব্যয় হতে পারে। কাজে ভুলের খেসারত দিতে হতে পারে। ধূসর রং শুভ। ২ শুভ সংখ্যা। Aaj Ka Rashifal মকর রাশি –আজ ব্যবসায় একটু সাবধান থাকা দরকার। আজ নিজের বুদ্ধির জোরে শত্রু পক্ষকে হারাতে পারবেন। জমি কেনাবেচার জন্য সময়টা খুব ভাল। ধূসর রং শুভ। শুভ সংখ্যা ২। কুম্ভ রাশি – স্ত্রীর জন্য অবসাদ বাড়তে পারে। হস্তশিল্পের জন্য নতুন কোনও প্রচেষ্টা। কর্মচারীদের সঙ্গে ভাল ব্যবহারে সম্মান প্রাপ্তি। উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা আসতে পারে। বাদামি রঙ শুভ। শুভ সংখ্যা ৮ মীন রাশি –ভ্রমণের জন্য অতিরিক্ত খরচ হতে পারে। বুদ্ধির ভুলে ব্যবসায় ক্ষতি হতে পারে। লাল রং শুভ। ২ শুভ সংখ্যা। আজকের বাংলা রাশিফল আমাদের আজকের প্রতিবেদনঃ আজকের রাশিফল বুধাবার ৮ এপ্রিল ২০২০ আপনার কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দৈনিক রাশিফল আপডেট পেতে হলে চোখ রাখতে হবে আমাদের পেজে। এছাড়া রাশিফল বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে আমাদের কন্টাক্ট করতে ভুলবেন না। দৈনিক রাশিফলের আপডেট পেতে হলে চোখ রাখতে হবে #kolkata_Hunt ওয়েবসাইটে অথবা আমাদের ফেসবুক পেজে । Read the full article
#AjkerRashifal#AjkerRashifol#anandabazarpatrikarashifol#DailyBanglaRashifal#আজকেররাশিফল#দৈনিকরাশিফল#শিরোনাম
0 notes
Text
আজকের রাশিফল মঙ্গলবার ৭ এপ্রিল ২০২০
জেনে নিন আজকের রাশিফল মঙ্গলবার ৭ এপ্রিল ২০২০ Ajker Rashifol : রাশিফল এমন একটি জিনিস প্রতিদিন আমাদের ভালো খারাপকে নিয়ন্ত্রণ করে। রাশিফলের মাধ্যমেই আমাদের যা কিছু ভালো এবং যা কিছু খারাপ তাই প্রকাশিত হয় ।
বিশদে দেখুন আজকের রাশিফল মঙ্গলবার ৭ এপ্রিল ২০২০
Mesh Rashi Ajker rashifal Tuesday 7 march 2020Aries horoscope today bangla rashifal daily মেষ রাশি – অর্থোপার্জন অনেক হবে। ব্যয়ও হবে বেশি, সুতরাং সঞ্চয় হবে অল্প। নিজের বা পরিবারের সদস্যগণের চিকিৎসার জন্য বহু অর্থ ব্যয় করতে হতে পারে। তবে দারিদ্রের লক্ষণ নেই। কর্মে ��দোন্নতি ও বিদেশগমন যোগ দেখা যাচ্ছে। লাল রঙ শুভ। ১৭ শুভ সংখ্যা।
Bris Rashi Ajker rashifal Tuesday 7 march 2020 Taurus horoscope today bangla rashifal daily বৃষ রাশি –এ বৎসর একাধিক স্থাবর সম্পত্তিলাভ হবে। লটারি প্রভৃতিতে প্রাপ্তির আশা অমূলক নয়। কর্মের জন্য দেশ-বিদেশ গমন সম্ভব। পদমর্যাদা বৃদ্ধিরও যোগ রয়েছে। নব গৃহনির্মাণ ও পুরাতন গৃহ সংস্কারে অনেক অর্থব্যয় হতে পারে কালো রং শ্রেয়। ৩ শুভ সংখ্যা।
Mithun Rashi Ajker rashifal Tuesday 7 march 2020 Gemini horoscope today bangla rashifal daily মিথুন রাশি – দাম্পত্য জীবনে শান্তিভঙ্গের আশঙ্কা থাকলেও বিচ্ছেদের আশঙ্কা নেই। বৎসরের প্রথম ভাগে অবিবাহিতের বিবাহযোগ লক্ষিত হয়। নতুন বন্ধুলাভের যোগ যেমন রয়েছে তেমনি একাধিক পুরাতন বন্ধুর সঙ্গে তিক্ততা সৃষ্টি ও যোগাযোগ ছিন্নের আশঙ্কা রয়েছে। ঘনিষ্ঠ কোনও বন্ধুর দ্বারা অনিষ্টের আশঙ্কা প্রবল সবুজ রঙ শুভ। শুভ সংখ্যা ১ দৈনিক রাশিফল, ফ্রি বাংলা হরোস্কপ
Karkat RashiAjker rashifal Tuesday 7 march 2020 Cancer horoscope today bangla rashifal daily কর্কট রাশি –দাম্পত্যেও থাকবে শান্তির বার্তা। মে মাসের মাঝামাঝি সময় থেকে এই রাশির জাতক জাতিকারা যাঁরা 'সিঙ্গল' পেয়ে যেতে পারেন নিজের প্রেমিকা কিংবা প্রেমিককে। ফলে আগামী বছরে থাকতে পারে বহু আশার বার্তা। হলুদ রং শুভ। ৬ শুভ সংখ্যা।
Singha Rashi Ajker rashifal Tuesday 7 march 2020 Leo horoscope today bangla rashifal daily সিংহ রাশি –শরীর-স্বাস্থ্য ছাড়া অন্য সব দিকেই বছরটি শুভ। অনিয়মিত জীবনযাপন শরীরকে ব্যস্ত করে তুলতে পারে। তবে বিদ্যা, অর্থ ও কর্মক্ষেত্রে বেশি শুভ। উপার্জন খুবই ভাল হবে। ব্যবসায় অগ্রগতি যোগ। তৈরি খাদ্য দ্রব্য, ইমারতি দ্রব্য, পশুপালন, ওষুধের ব্যবসায়ীদের অর্থোপার্জন হবে প্রচুর। লাল রঙ শুভ। ৯ শুভ সংখ্যা
Kanya Rashi Ajker rashifal Tuesday 7 march 2020 Virgo horoscope today bangla rashifal daily কন্যা রাশি -সারাটা বছর কন্যা রাশির হাতে অর্থ থাকলেও খরচ করতে হবে হিসেব করে। কর্মক্ষেত্রে অত্যধিক পরিশ্রমের জন্য মানসিক চাপ তৈরি হতে পারে। পারিবারিক ক্ষেত্রে ��া, বাবার শারীরিক অসুস্থতার লক্ষণ রয়েছে। নীল রঙ শ্রেয়। ৬ শুভ সংখ্যা দৈনিক রাশিফল, আজকের বাংলা রাশিফল
Tula Rashi Ajker rashifal Tuesday 7 march 2020 Libra horoscope today bangla rashifal daily তুলা রাশি – এই বছরটি শুভাশুভ মিশিয়ে কাটবে। ছোটখাটো বাধাবিঘ্নর মধ্য দিয়ে চলতে হবে সারাটা বছর। কর্মক্ষেত্রে সারা বছরই চাপ থাকবে। অর্থভাগ্য মধ্যম। তবে বছরের মাঝামাঝি সময়ে কিছু ভাল সুযোগ সুবিধা আসবে লাল রঙ শুভ। শুভ সংখ্যা ৪।
আজকের রাশিফল মঙ্গলবার ৭ এপ্রিল ২০২০ বৃশ্চিক রাশি –চাকরিজীবীদের সম্মান ও সাম্মানিক দুইই বাড়ার যোগ রয়েছে। পারিবারিক ক্ষেত্রে স্বামী-স্ত্রীর মধ্যে প্রেম ও প্রীতির লক্ষণ দেখা যায়। বিদ্যার্থীদের সময় শুভ। পরীক্ষার্থীদের পরীক্ষায় ভাল ফল আশা করা যায়। নতুন চাকরির যোগ আছে কালো রং শুভ। ৫ শুভ সংখ্যা।
Dhanu Rashi Ajker rashifal Tuesday 7 march 2020 Sagittarius horoscope today bangla rashifal daily ধনু রাশি –কর্মক্ষেত্রে অত্যধিক পরিশ্রমের জন্য মানসিক চাপ তৈরি হতে পারে। পারিবারিক ক্ষেত্রে মা, বাবার শারীরিক অসুস্থতার লক্ষণ রয়েছে। ধূসর রং শুভ। ২ শুভ সংখ্যা। আজকের জাতক দেখে নিন
Makar Rashi Ajker rashifal Tuesday 7 march 2020 Capricorn horoscope today bangla rashifal daily মকর রাশি –লেখক, কবি, আইনবিদ, চিকিৎসকদের যশ বাড়বে। অনেকের ভাগ্যে রাজ্য বা জাতীয় স্তরের পুরস্কার মিলতে পারে। অভিনেতা, শিল্পীদের পক্ষেও সময়টা ভাল। ধূসর রং শুভ। শুভ সংখ্যা ২।
Kumbha Rashi Ajker rashifal Tuesday 7 march 2020 Aquarius horoscope today bangla rashifal daily কুম্ভ রাশি – উত্তরাধিকার সূত্রে সম্পত্তি মিলতে পারে। পরের দখলে থাকা সম্পত্তি উদ্ধারের সম্ভাবনাও প্রবল। তবে এসব ক্ষেত্রে অনেক আইনি জটিলতার মধ্য দিয়ে যেতে হবে বাদামি রঙ শুভ। শুভ সংখ্যা ৮
Meen Rashi Ajker rashifal Tuesday 7 march 2020 Pisces horoscope today bangla rashifal daily মীন রাশি –কর্মক্ষেত্রে অত্যধিক পরিশ্রমের জন্য মানসিক চাপ তৈরি হতে পারে। পারিবারিক ক্ষেত্রে মা, বাবার শারীরিক অসুস্থতার লক্ষণ রয়েছে। লটারিতে আয়ের যোগ রয়েছে। কর্মহীনদের কাজ মিলবে। আয়ের থেকে ব্যয় কম হওয়ায় আর্থিক সঞ্চয় বাড়বে। লাল রং শুভ। ২ শুভ সংখ্যা। আরও পড়ুনঃ এ কোন ভয়ঙ্কর রূপে দেখা দিলেন রাখি সাওয়ান্ত আমাদের আজকের প্রতিবেদনঃ আজকের রাশিফল মঙ্গলবার ৭ এপ্রিল ২০২০ আপনার কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দৈনিক রাশিফল আপডেট পেতে হলে চোখ রাখতে হবে আমাদের পেজে। এছাড়া রাশিফল বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে আমাদের কন্টাক্ট করতে ভুলবেন না। দৈনিক রাশিফলের আপডেট পেতে হলে চোখ রাখতে হবে #kolkata_Hunt ওয়েবসাইটে অথবা আমাদের ফেসবুক পেজে । Read the full article
#anandabazarpatrikarashifol#banglahoroscope#horoscope#আজকেররাশিফল#আজকেররাশিফলমঙ্গলবার৭এপ্রিল২০২০#রাশিফল
0 notes
Photo
রাশিফলে জেনে নিন কেমন যাবে আজকের দিন (বুধবার ১৩ জুন) আবেগের বশে বিনা ভাবনা চিন্তা করে অন্য কারো মতামত গ্রহণ করবেন না। আবেগ নিয়ন্ত্রণ করলে সফলতা আসবে। আজকের শুভ রং হলুদ, শুভ সংখ্যা ৬। দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝির যোগ আছে। জাতিকাদের পরিবারে প্রতিকূল পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলতে হবে। পাওনা লাভের যোগ দেখা যাচ্ছে। আজকে সবকিছু ভালোর জন্য কলা পাতায় কিছুটা ভেজানো চালকে পাঁচটি ভাগে ভাগ করে, পাঁচটি সুপারি, পাঁচটি পান, পাঁচটি বাতাসা সহকারে জলাশয়ের ধারে রেখে দিন। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস: মেষ (মার্চ ২১-এপ্রিল ১৯): মেষ সব সময়ই আপনি একজন যুক্তিবাদী মানুষ। যেখানেই কোনো নতুন বিষয়ের আবির্ভাব ঘটে সেখানেই আপনার মনে খটকা উদয় হয়। কিন্তু কাউকে অস্বস্তি ফেলার মতো কাজ করে বসেন না। আজ এমনই একটি বিষয় দেখে মনের মধ্যে অস্বস্তি বাসা বাধতে পারে। তীব্র অনুভূতি আজ ভালোবাসার রঙিন পথ দেখাবে। অর্থভাগ্য আজ দারুণ শুভ। কিন্তু ভুলেও দূরযাত্রায় যাবেন না। বৃষ (এপ্রিল ২০- মে ২০): প্রিয়জনের সঙ্গে কিঞ্চিৎ মনোমালিন্য নিয়ে দিনটি শুরু হবে। সন্দেহ জাগতে পারে বন্ধুর আচরণেও। অংশীদারী ব্যবসায় আজ বিশেষ সচেতনতা অবলম্বন করতে হবে বৃষ। নিকট আত্মীয়ের কাছে অর্থ ধার পাবেন অথবা কোনো বড় ধরনের উপহার পেতে পারেন। অর্থভাগ্য কিছুটা মন্দ যাওয়ার আশঙ্কা আছে। নতুন কোনো বন্ধুর পাল্লায় পড়ে না করা কাজটি আজ সমাধা হতে পারে। বেকারদের কারো অর্থপ্রাপ্তি ঘটবে। মিথুন (মে ২১- জুন ২০): প্রেমময় দিনের শুরুতে সামান্য জটিলতা দেখা দেবে। অপ্রত্যাশিতভাবে প্রিয় মানুষের বেশি যত্ন-আত্তি বিবাদের কারণ হতে পারে। কর্মক্ষেত্রে কোনোভাবেই উন্নতি করতে পারছেন না। তবে এখনো টিকে আছে সম্মান। তাই কর্মক্ষেত্রে মনোযোগ আশা করছে। দূরযাত্রায় পানিপথ নিরাপদ। বিদেশ গমনেচ্ছুদের জন্য দিনটি শুভবার্তা বয়ে আনতে পারে। কর্কট (জুন ২১- জুলাই ২২): পড়তে হয় নইলে পড়ে যেতে হয়, কথাটি নিশ্চয় অজানা নয় আপনার? নিজেকে এগিয়ে নিতে যথেষ্ট লেখাপড়া করতে হবে আপনাকে। বেকারদের কারো শুভপরিণয় ক্যারিয়ার গঠনের বাধা হয়ে দাঁড়াতে পারে। বিকেল নাগাদ বড় কোনো কাজের দায়িত্ব এসে জুটতে পারে আপনার কাঁধে। সিংহ (জুলাই ২৩- আগস্ট ২২): আকাশ ঠিক যেমন বিষণ্ণ, তেমন বিষণ্ণতা ভর করবে আপনার মনে। কাজে কর্মে মন না বসার কারণে কর্মক্ষেত্রে বসের কড়াকথা শুনতে হতে পারে। কিন্তু তাতে কী আর আসে যায়? অর্থপ্রাপ্তির মতো জটিল ব্যাপার স্যাপার এই সরল মানবজীবনে খুব ��কটা ঘটে না মনে রাখবেন। পুরুষরা আস্থা রাখুন প্রেমিকার ওপর, আর নারীরা প্রেমিকের ওপর। সফল হবেন। কন্যা (আগস্ট ২৩- সেপ্টেম্বর ২২): জগতের আনন্দযজ্ঞে সবার নিমন্ত্রণ’। সুতরাং ভালোবাসার মানুষটিকে একা একা ভিজতে না দিয়ে তার সঙ্গ নিন। আকাশের কালো মেঘের মতো সৃজনবান্ধব দ্বিতীয় কিছু নাই। সুতরাং কালো মেঘের কাছ থেকে প্রেরণা নিন। ভালো কাজ দাঁড়িয়ে যাবে। কষ্ট পুষে রাখবেন না, কারও গায়ে উগড়ে দিন! তুলা (সেপ্টেম্বর ২৩- অক্টোবর ২২): যন্ত্রের কাছে পরাজিত হতে পারেন। কথাটা একাধিক ক্ষেত্রে সাবধানতা অবলম্বনের কাজে আসবে। প্রেমে সফল হতে হলে পদার্থবিজ্ঞানের সূত্র কাজে লাগান। কর্মক্ষেত্রে প্রশংসিত হতে পারেন বিনা কারণে। অর্থভাগ্য মন্দ নয়, তবে বাজিয়ে দেখতে হবে। আর পারিবারিক সংঘাত এড়িয়ে চলুন, কারণ দিন শেষে পরিবারের কাছেই ফিরে যেতে হবে। বৃশ্চিক (অক্টোবর ২৩- নভেম্বর ২১): কন্যা রাশির গ্রহের মতে, অফিসে কাজের চাপ বাড়বে সঙ্গে বাড়বে পদমর্যাদা। সৃজনক্ষমতা আরও বৃদ্ধি পাবে। বাড়িতে বিয়ের জন্য কথাবার্তা শুরু হবে। শিক্ষার্থীদের কারও হঠাৎ আসা দুর্যোগে পড়ালেখা বন্ধ হয়ে যেতে পারে। তবে সদিচ্ছা আর পরিশ্রম দুঃসময় কাটিয়ে উঠতে সাহায্য করবে। ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১): মানসিক অস্থিরতা রোধে পরিবারের সাহায্য নিতে পারেন। মনে করবেন না সব সমস্যা আপনিই সমাধান করতে পারেন। প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে সফলতার জন্য কিঞ্চিৎ পরিশ্রম বাড়াতে সফলতা পাবেন। কর্মক্ষেত্রে সহকর্মীদের কারও সাহায্য পেতে পারেন। ব্যবসায়িরা অর্থকষ্টে বিনিয়োগের সুযোগ হারাবেন। ধনু রাশির জাতক খুব দ্রুত লোকসান কাটিয়ে উঠতে পারে। মকর (ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯): কেমন যাবে দিনকাল অদ্ভুত অদ্ভুত। অহমিকা ভুলে দেখা হবে উঁচুদরের কারো সঙ্গে। বিষণ্ণ মনের সঙ্গে আজ মিশে যাবে ভালোলাগার আরও কিছু রঙ। দিনের শেষ যে রঙ ফুটে উঠবে কুসুমের মতো তার কিছু আভা আগে থেকেই পরিচিত থাকবে। ধুরন্ধর কারো পাল্লায় পড়ে গেলে তাকে এড়িয়ে যাওয়ার সুযোগ এনে দিবে বন্ধুদের মধ্যে থেকে কেউ একজন। ভ্রমণ শুভ। কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮): আসুন আজকে একটি ভালো কাজ করি। যে জানে এই ভালো কাজটি যে আপনার নিজের জন্যেই করছেন না! নতুন করে ভাবুন বর্তমান ভাবনাটি। কোথাও না কোথাও ভুল রয়েই গেছে নইলে হওয়া কাজ ঠিক মতো হচ্ছে না কেন। আপনাকে বুদ্ধি দিতে এলে আজ একদম শুনবেন না। দিনটি নিজের বুদ্ধিতে কাজ করার। বন্ধুত্বের দায় থেকে একটি ভুল কাজ করে ফেলা হতে পারে। মীন (ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০): কিছু আজ ভুল হবে না। যা ভাববেন তাকেই ছুঁতে পারবেন বলে দিচ্ছি। সাংসারিক যতসব কষ্ট তা বৃষ্টিতে ভিজে মুছে যাবে। পরিবর্তন আসবে ভাবনা���। কাজে কর্মে মন বসবে না এমনটি আগে থেকে ভেবে রাখবেন না। ভ্রমণে যেতে পারলে আজ ভালোই হবে আপনার। আর্থিক কষ্ট মুছে যাবে। পাওনাদারও আপনাকে আর জ্বালাবে না। শান্ত থাকুন। আপনার আজকের দিনটি শুভ হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন।
0 notes