#প্রেমেরকবিতা
Explore tagged Tumblr posts
Text
কেমন আছো?
তোমার জানালা
দেখা যায়
গাছের পাতার ভিড়ে
তোমাকে দেখা যায় না
তোমার শ্বশুরবাড়িতে কি
এমন সবুজে ঘেরা জানালা আছে
তুমি কেমন আছো?
View On WordPress
1 note
·
View note
Photo
মন কেমনের দিনে - A beautiful self written Bengali Love Poetry from the core of the heart by @maanmanjari (মঞ্জরী পুরকায়স্থ). https://youtu.be/a-R_-K5ZvqA Please enjoy the Poetry and Like Share Comment & Subscribe to our YouTube channel for more creative videos. #বাংলাকবিতা #BengaliPoetry #প্রেমেরকবিতা #LovePoetry #স্বরচিতকবিতা #SelfrittenPoetry #বাংলাকবিতাআবৃত্তি #BengaliPoetryRecitation #WebLettor (at Kolkata - The City of Love) https://www.instagram.com/p/CCgej1QJjwR/?igshid=1gssfz2uq4q20
0 notes
Photo
যদি নির্বাসন দাও - সুনীল গঙ্গোপাধ্যায় যদি নির্বাসন দাও, আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো আমি বিষপান করে মরে যাবো! বিষন্ন আলোয় এই বাংলাদেশ নদীর শিয়রে ঝুঁকে পড়া মেঘ প্রান্তরে দিগন্ত নিনির্মেষ- এ আমারই সাড়ে তিন হাত ভূমি যদি নির্বাসন দাও, আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো আমি বিষপান করে মরে যাবো। ধানক্ষেতে চাপ চাপ রক্ত এইখানে ঝরেছিল মানুষের ঘাম এখনো স্নানের আগে কেউ কেউ করে থাকে নদীকে প্রণাম এখনো নদীর বুকে মোচার খোলায় ঘোরে লুঠেরা, ফেরারী! শহরে বন্দরে এত অগ্নি বৃষ্টি বৃষ্টিতে চিক্কণ তবু এক একটি অপরূপ ভোর বাজারে ক্রুরতা, গ্রামে রণহিংসা বাতাবি লেবুর গাছে জোনাকির ঝিকমিক খেলা বিশাল প্রাসাদে বসে কাপুরুষতার মেলা বুলেট ও বিস্ফোরণ শঠ তঞ্চকের এত ছদ্মবেশ রাত্রির শিশিরে কাঁপে ঘাস ফুল- এ আমারই সাড়ে তিন হাত ভূমি যদি নির্বাসন দাও আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো আমি বিষপান করে মরে যাবো। কুয়াশার মধ্যে এক শিশু যায় ভোরের ইস্কুলে নিথর দিঘির পাড়ে বসে আছে বক আমি কি ভুলেছি সব স্মৃতি, তুমি এত প্রতারক? আমি কি দেখিনি কোনো মন্থর বিকেলে শিমুল তুলোর ওড়াউড়ি? মোষের ঘাড়ের মত পরিশ্রমী মানুষের পাশে শিউলি ফুলের মত বালিকার হাসি নিইনি কি খেজুর রসের ঘ্রাণ শুনিনি কি দুপুরে চিলের তীক্ষ স্বর? বিষন্ন আলোয় এই বাংলাদেশ… এ আমারই সাড়ে তিন হাত ভূমি যদি নির্বাসন দাও আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো আমি বিষপান করে মরে যাবো। #যদি_নির্বাসন_দাও #সুনীলগঙ্গোপাধ্যায় #banglakobitagram #কবিতা #প্রেমেরকবিতা https://www.instagram.com/p/CArg7NlJbhy/?igshid=rjfw73aeklt3
0 notes
Photo
যে-কথা বলিতে চাই - রবীন্দ্রনাথ ঠাকুর যে-কথা বলিতে চাই, বলা হয় নাই, সে কেবল এই-- চিরদিবসের বিশ্ব আঁখিসম্মুখেই দেখিনু সহস্রবার দুয়ারে আমার। অপরিচিতের এই ��ির পরিচয় এতই সহজে নিত্য ভরিয়াছে গভীর হৃদয় সে-কথা বলিতে পারি এমন সরল বাণী আমি নাহি জানি। শূন্য প্রান্তরের গান বাজে ওই একা ছায়াবটে; নদীর এপারে ঢালু তটে চাষি করিতেছে চাষ; উড়ে চলিয়াছে হাঁস ওপারের জনশূন্য তৃণশূন্য বালুতীরতলে। চলে কি না চলে ক্লান্তস্রোত শীর্ণ নদী, নিমেষ-নিহত আধো-জাগা নয়নের মতো। পথখানি বাঁকা বহুশত বরষের পদচিহ্ন-আঁকা চলেছে মাঠের ধারে, ফসল-খেতের যেন মিতা, নদীসাথে কুটিরের বহে কুটুম্বিতা। ফাল্গুনের এ-আলোয় এই গ্রাম, ওই শূন্য মাঠ, ওই খেয়াঘাট, ওই নীল নদীরেখা, ওই দূর বালুকার কোলে নিভৃত জলের ধারে চখাচখি কাকলি-কল্লোলে যেখানে বসায় মেলা-- এই সব ছবি কতদিন দেখিয়াছে কবি। শুধু এই চেয়ে দেখা, এই পথ বেয়ে চলে যাওয়া, এই আলো, এই হাওয়া, এইমতো অস্ফুটধ্বনির গুঞ্জরণ, ভেসে-যাওয়া মেঘ হতে অকস্মাৎ নদীস্রোতে ছায়ার নিঃশব্দ সঞ্চরণ, যে আনন্দ-বেদনায় এ জীবন বারেবারে করেছে উদাস হৃদয় খুঁজিছে আজি তাহারি প্রকাশ। #প্রেমেরকবিতা #রবীন্দ্রনাথঠাকুর #বাংলাকবিতাগ্রাম https://www.instagram.com/p/B_giGaFhAsn/?igshid=1ciyenipbff71
0 notes