#প্রদীপসিং
Explore tagged Tumblr posts
24x7newsbengal · 2 years ago
Text
Partha Chatterjee: প্রাক্তন মন্ত্রীর শারীরিক অবস্থার কথা জানিয়ে জামিনের আবেদন পার্থর আইনজীবীর, আটকাতে মরিয়া সিবিআই
Tumblr media
সোমবার ফের আলিপুরের বিশেষ সিবিআই (CBI) আদালতে হাজিরা পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee)। সশরীরে হাজিরা এস পি সিনহা, সুবীরেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, অশোক সাহা, প্রদীপ সিং ও প্রসন্ন রায়েরও। এসএসসি-র গ্রুপ সি মামলা ও নবম-দশম শিক্ষক দুর্নীতি মামলায় জেল হেফাজত শেষে আজ হাজিরা। ইতিমধ্যেই পার্থকে নিয়ে রওনা দিয়েছে পুলিশ। আজ সকাল সাড়ে দশটা নাগাদ আলিপুর আদালতে হাজিরা দেন পার্থ চট্টোপাধ্যায়। পাশিপাশি বাকি ছয় জনও (এস পি সিনহা, সুবীরেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, অশোক সাহা, প্রদীপ সিং ও প্রসন্ন রায়) আদালতে উদ্দেশে রওনা দেন। পুলিশের সাদা সুমো গাড়িতে করে এ দিন আদালতে নিয়ে আসা হয় প্রাক্তন মন্ত্রীকে। গোটা আদালত চত্বরে জোরদার রয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এর আগে হাজিরা দিন মেজাজ হারাতে দেখা গিয়েছিল প্রাক্তন এই মন্ত্রীকে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তাঁদের চুপ থাকার কথাও বলেছিলেন তিনি। তবে আজ পুলিশের গাড়ি থেকে নামার সময় তাঁর চেহারায় স্পষ্ট বোঝা যাচ্ছে যে তিনি বিধ্বস্ত রয়েছেন। অন্যান্য দিন তিনি কিছু বলার চেষ্টা করে থাকেন সংবাদ মাধ্যমের সামনে। কিন্তু আজ কার্যত নীরব ছিলেন। বিগত দিনে অর্থাৎ সওয়াল-জবাব পর্ব চলাকালীন দেখা গিয়েছিল পার্থর শারীরিক অবস্থার কথা তুলে ধরেছিলেন আইনজীবীরা। এমনকী তিনি স্বয়ং হাতজোড় করে বিচারককে বলেছিলেন তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ। সর্বপোরি তিনি বলতে চেয়েছিলেন তাঁকে জামিন দেওয়া হোক। পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী সূত্রে খবর, আজকে যখন তাঁর শুনানির সময় ধার্য হবে তখন তাঁর আইনজীবীরা বিচারকের কাছে প্রাক্তন মন্ত্রীর শারীরিক অবস্থার কথা জানিয়ে জামিনের আবেদন করতে পারেন। অপরদিকে, কোমর বেঁধে নেমেছে সিবিআইও। কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রে খবর, ইতিমধ্যে বেশ কিছু নখি তাদের হাতে এসেছে। সেইগুলি দেখিয়ে জামিন আটকানোর চেষ্টা করবেন তাঁরা। এখন দেখার সওয়াল-জবাব পর্বের শেষে কী হয়।               Source link Read the full article
0 notes
shachisharma90 · 5 years ago
Text
গুজরাট দাঙ্গায় মোদীকে নানাবতী কমিশনের ক্লিনচিট - S Newz
২০০২ গুজরাট দাঙ্গায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ক্লিনচিট দিল নানাবতী কমিশন। গুজরাট দাঙ্গায় তোলপাড় হয়েছিল দেশজুড়ে। কিন্তু নানাবতী কমিশনের রিপোর্ট নিঃসন্দেহে স্বস্তি দেবে প্রধানমন্ত্রীকে। বুধবার গুজরাটের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী প্রদীপসিং জাদেজা বিধ…
from Snewzin's Favorite Links from Diigo https://snewz.in/2002-gujarat-riots-nanavati-panel-gives-clean-chit-to-modi/23366/
0 notes