#পুষ্টি
Explore tagged Tumblr posts
thesharktune · 10 months ago
Text
0 notes
dailybuuzzz · 11 months ago
Text
প্রাচীন মসলা তেজপাতার মধ্যে লুকিয়ে আছে গুপ্ত চিকিৎসা: জেনেনিন তেজপাতার উপকারিতা
ভারতীয় রান্নার গোপন মসলার খাজানায় তেজপাতা থাকবেনা, তা হয় না। সব্জির তরকারি হোক কিংবা বিরিয়ানি ভারতীয় রান্না চলেনা তেজপাতা ছাড়া। তেজপাতাকে মসলার উপকরন হিসাবে ব্যবহার করা হয়।
Tumblr media
তেজপাতার বিজ্ঞান সম্মত নাম হল ‘সিন্নামমুম তামালা’ যেটি এক সুগন্ধি গুল্মজাতীয় উদ্ভিদ থেকে সঞ্চয় করা হয়। তেজপাতা শুধু মাত্র খাদ্যর স্বাদ ও গন্ধ বৃদ্ধি করা ছাড়াও এর মধ্যে থাকে অনেক অ্যান্টিঅক্সিডেন্ট ও নানান ভিটামিন, আয়রন ইত্যাদি, যা শরীরে অনেক উপকার করে। তেজপাতার উপকারিতা -র জন্য তরকারি বা অন্যান্য খাবার ছাড়াও অনেকে চা এর মধ্যেও তেজপাতা দিয়ে পান করে। 
Also, do watch this related video down below
youtube
কি অবাক হলেন? যে একটা গাছের পাতা যেটিকে খাবার খাওয়ার সময় তুলে ফেলে দেওয়া হয় তার মধ্যে আছে এত উপকারিতা? যদি জানতে হয় তেজপাতা কি কি উপকার করে এবং কিভাবে পাবেন তেজপাতার পুষ্টি তাহলে এখুনি ক্লিক করুন benefits of bay leaf
0 notes
alienbabu25 · 2 years ago
Text
0 notes
suoxi-hospital · 1 year ago
Text
Tumblr media
Anti-Aging এবং শরীরকে Detox করতে নিয়মিত পান করুন মরিঙ্গা চা
মরিঙ্গা কি?
আপনি কী জানেন সজনে গাছের বৈজ্ঞানিক নাম মরিঙ্গা ওলেইফে, যা ৩০০ ধরনের রোগের সমাধানে একাই একশো? অসম্ভব ঔষধি গুণে ভরপুর থাকার কারণে মরিঙ্গাকে মিরাকেল ট্রি বলা হয়ে থাকে। পুষ্টি বিজ্ঞানীরা মরিঙ্গাকে পুষ্টির ডিনামাইট তথা ন্যাচারাল মাল্টি-ভিটামিন হিসেবে আখ্যায়িত করেছেন। এই গাছের পাতাকে বলা হয় ‘সুপার ফুড অব নিউট্রিশন’। এটি প্রায় ৩০০ ধরণের রোগের ক্ষেত্রে কার্যকর।
মরিঙ্গা পাতার গুঁড়োর রয়েছে বিশেষ গুণাগুণ। জেনে অবাক হবেন যে, মরিঙ্গার পাতায় রয়েছে কমলার চেয়ে ৭ গুণ বেশি ভিটামিন সি এবং কলার থেকে ১৫ গুণ বেশি পটাসিয়াম রয়েছে, দুধের চেয়েও বেশি ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাসিয়াম ও জিংক রয়েছে। এই মরিঙ্গা পাতাকে শাক হিসেবে খাওয়া হয়। এতে শরীরের শ্রমজনিত ক্লান্তি এবং শরীরের ব্যথা থাকলে তা সহজেই দূর হয়।
মরিঙ্গা (সজিনা) গাছ কি?
সজিনা একটি অতি পরিচিত দামি এবং সুস্বাদু সবজি। সজিনার ইংরেজি নাম Drumstick এবং বৈজ্ঞানিক নাম Moringa Oleifera উৎপত্তিস্থল পাক-ভারত উপমহাদেশ হলেও এ গাছ শীত প্রধান দেশ ব্যতীত সারা পৃথিবীতেই জন্মে।
বারোমাসি সজিনার জাত প্রায় সারা বছরই বার বার ফলন দেয়। গাছে সব সময় ফুল, কচি পড দেখা যায়। আমাদের দেশে ২-৩ প্রকার সজিনা পাওয়া যায়। বসতবাড়ির জন্য সজিনা ��কটি আদর্শ সবজি গাছ।
মরিঙ্গা গাছের বৈশিষ্ট্য
এটি মূলত দ্রুত বর্ধনশীল গাছ এশিয়ান, যদিও আমরা এটি ক্রান্তীয় অঞ্চলে জুড়ে পাই। ইতিহাস সহ এমন একটি গাছ যা এশিয়ান medicineষধে বহু শতাব্দী ধরে ব্যবহৃত হয়ে আসছে। এটি নির্জন অঞ্চলগুলিকে পুনর্নির্মাণের জন্যও ব্যবহৃত হয়, পরিবেশের সাথে এর উচ্চ অভিযোজন এবং তার দ্রুত বৃদ্ধি দেওয়া
পাতাগুলি এবং বীজ উভয়ই উপকারী, এগুলি আমাদের দেহের উন্নতিতে ব্যবহার করা হয়, কারণ বীজগুলি প্রাকৃতিকভাবে জলকে শুদ্ধ করে যে সিনথেটিক পণ্য ব্যবহারের প্রয়োজন নেই যা আমরা বর্তমানে বাজারে পাই।
এর পাতা ছোট এবং গোলাকার হয়। তারা গঠিত হয় প্রোটিন, ক্যালসিয়াম, বিটা ক্যারোটিন, পটাসিয়াম, আয়রন, ভিটামিন সি ইত্যাদি
মরিঙ্গা পাতার গুণাগুণ
বিজ্ঞানীরা মনে করেন সজিনার পাতা পুষ্টিগুণের আঁধার। নিরামিষভোগীরা সজিনার পাতা থেকে সবচেয়ে বেশি উপকৃত হতে পারেন। পরিমাণের ভিত্তিতে তুলনা করলে একই ওজনের সজিনা পাতায় কমলা লেবুর ৭ গুণ ভিটামিন-সি, দুধের ৪ গুণ ক্যালসিয়াম এবং দুই গুণ আমিষ, গাজরের ৪ গুণ ভিটামিন-এ, কলার ৩ গুণ পটাশিয়াম বিদ্যমান।
বিজ্ঞানীরা আরও বলেন, সজিনা পাতায় ৪২% আমিষ, ১২৫% ক্যালসিয়াম, ৬১% ম্যাগনোসিয়াম, ৪১% পটাশিয়াম, ৭১% লৌহ, ২৭২% ভিটামিন-এ এবং ২২% ভিটামিন-সি সহ দেহের আবশ্যকীয় বহু পুষ্টি উপাদান থাকে। এক টেবিল চামচ শুকনা সজিনা পাতার গুঁড়া থেকে ১-২ বছর বয়সী শিশুদের অত্যবশ্যকীয় ১৪% আমিষ, ৪০% ক্যালসিয়াম ও ২৩% লৌহ  ও ভিটামিন-এ সরবরাহ হয়ে থাকে।
দৈনিক ৬ চামচ সজনে পাতার গুঁড়া একটি গর্ভবর্তী বা স্তন্যদাত্রী মায়ের চাহিদার সবটুকু ক্যালসিয়াম ও আয়রন সরবরাহ করতে সক্ষম।
সজনে-চায়ের উপকারিতাঃ
● সজনে পাতায় দুধের চেয়ে প্রায় চার গুণ বেশি ক্যালসিয়াম পাওয়া যায়। তাই এটি হাড় ও দাঁতের সুস্থতার জন্য উপকারী।
● প্রতি ১০��� গ্রাম সজনে পাতায় একটি কমলার চেয়ে প্রায় সাত গুণ বেশি ভিটামিন সি থাকে। তাই এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ইনফেকশন কমাতে সাহায্য করে।
● সজনে পাতার অ্যান্টিব্যাকটেরিয়াল কার্যকারিতা থাকায় এটি লিভার ও কিডনি সুস্থ রাখতে সাহায্য করে।
● এ পাতায় প্রচুর পরিমাণে আয়রন থাকে। তাই সজনে-চা পান করা হলে তা রক্তশূন্যতা দূর করতে সাহায্য করে।
● মানুষের শরীরে খাদ্যের মাধ্যমে যে অ্যামিনো অ্যাসিডগুলো সরবরাহ করতে হয়, তার প্রায় সব কটিই আছে সজনে পাতায়।
● সজনেপাতা অ্যান্টি–অক্সিডেন্টে ভরপুর। তাই এটি পুরুষের যৌনক্ষমতা বাড়াতে সাহায্য করে।
● সজনে পাতায় প্রচুর ফাইবার থাকে এবং এতে ক্লোরোজেনিক অ্যাসিড থাকে, যা স্বা��াবিকভাবে ওজন কমাতে ও শরীরে জমে থাকা চর্বি কমাতে সাহায্য করে। তাই ওজন কমানোর জন্য সজনে-চা খুব উপকারী ভূমিকা পালন করে।
● সজনে পাতায় আইসো থায়োসায়ানেট থাকে। ফলে নিয়মিত সজনে পাতা খাওয়া হলে তা রক্তে গ্লুকোজের মাত্রা কমায় এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। তাই ডায়াবেটিস রোগীদের জন্য সজনেপাতার চা বেশ উপকারী।
● গর্ভবতী ও প্রসূতিদের জন্য সজনেপাতা খুবই উপকারী। এটি গর্ভকালীন অসুস্থতা, যেমন মাথা ঘোরানো ,বমি বমি ভাব ,খাবারে অরুচি প্রভৃতি সমস্যা কমাতে সাহায্য করে। এ ছাড়া নিয়মিত সজনে–চা খাওয়া হলে তা মায়ের দুধ উৎপাদন বাড়াতে সাহায্য করে।
● সজনে পাতায় বায়োটিন, ভিটামিন বি সিক্স, ফলিক অ্যাসিড, ভিটামিন ই ও ভিটামিন এ থাকে, যা চুল পড়া বন্ধ করে। এ ছাড়া এটি চুলের গোড়া মজবুত করে এবং চুলকে প্রাণবন্ত ও স্বাস্থ্যোজ্জ্বল হতে সাহায্য করে।
● সজনে পাতায় ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, ভিটামিন ই ইত্যাদি থাকে, যা উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। ফলে হৃদ্রোগ, স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে। এ ছাড়া এতে ভিটামিন সি থাকে, যা নাইট্রিক অক্সাইড উৎপাদনে সাহায্য করে। এই নাইট্রিক অক্সাইড রক্তনালির কার্যক্ষমতা সঠিক রাখে। ফলে রক্তচাপ স্বাভাবিক থাকে।
সজনে | সাজনা | সজিনা | মরিঙ্গা পাতার উপকারিতা, গুনাগুণ ও ব্যবহার বলে শেষ করা যাবেনা। উপরোক্ত আর্টিকেল এ সাজনা পাতার উপকারিতা, গুনাগুণ ও ব্যবহার বিশদ আলোচিত হলো। তাছাড়া সাজনা পাতার পাঊডার, গুড়া খাওয়ার নিয়ম, ত্বকে সাজনা পাতার ব্যবহার ও উপকারিতা, সাজনা পাতার চা ও এর উপকারিতা বর্ণনা করা হলো। স্থান কাল পাত্র ভেদে সামগ্রিক বিবেচনায় – সাজনা গাছের পাতা, ফুল, ফল, ছাল ইত্যাদির যথাযথ ও পরিমিত ব্যবহার মানুষের জীবনে বহুবিধ কল্যাণ বয়ে আনতে পারে।
5 notes · View notes
bdprimetv · 16 days ago
Video
youtube
দুধ খাওয়ার উপকারিতা | benefits of drinking milk
দুধের উপকারিতা কি আপনি জানেন? 💡 এই ভিডিওটি দেখুন এবং দুধের পুষ্টিগুণ, হাড় শক্তিশালী করার ক্ষমতা, ওজন নিয়ন্ত্রণে ভূমিকা, এবং কোন কোন ব্যক্তির জন্য দুধ ক্ষতিকর হতে পারে তা জানতে পারবেন। 🥛
আমরা আলোচনা করেছি: ✅ দুধে কী কী পুষ্টি উপাদান থাকে এবং সেগুলো আমাদের শরীরে কীভাবে কাজ করে। ✅ দুধ কি প্রতিদিন পান করা উচিত? এবং কতটুকু পরিমাণ সঠিক। ✅ দুধ কি হাড় শক্তিশালী করতে সাহায্য করে? ✅ দুধ কি ওজন নিয়ন্ত্রণে সহায়ক? ✅ কোন কোন ব্যক্তির দুধ পান না করাই ভালো।
দুধ কেন আপনার জীবনে গুরুত্বপূর্ণ? এটি কেবল একটি পানীয় নয়, এটি আমাদের শরীরের সুস্থতা বজায় রাখার অন্যতম প্রধান খাদ্য। এই ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন কিভাবে দুধ প্রতিদিন আপনার জীবনের অংশ হতে পারে এবং সুস্বাস্থ্য নিশ্চিত করতে সাহায্য করে।
👉 ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 🔔 💬 আপনার মতামত জানাতে ভিডিওর নিচে কমেন্ট করুন। 🔗 বন্ধুরা, ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যরাও এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে পারে। 📢 সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন নতুন স্বাস্থ্য সচেতন ভিডিওর জন্য।
দুধ খাওয়ার উপকারিতা দুধের পুষ্টিগুণ Milk Benefits in Bangla দুধ কেন খা��ো দুধ ওজন কমায় দুধ হাড় শক্তিশালী করে দুধের উপকারিতা এবং অপকারিতা দুধ পানের নিয়ম Lactose Intolerance in Bangla
#দুধ #MilkBenefits #দুধেরপুষ্টিগুণ #HealthBenefitsOfMilk #দুধখাওয়ারউপকারিতা #DairyBenefits #দুধওজনকমায় #MilkForStrongBones #LactoseIntolerance #MilkNutrition #BanglaHealthTips #HealthyLifestyle #DairyProducts #MilkForHealth #WeightLossTips #দুধওজননিয়ন্ত্রণ #BDPrimeTV #HealthTipsInBangla #BanglaHealthVideo #দুধখাওয়ারনিয়ম #MilkInBangla
দুধ খাওয়ার উপকারিতা, Milk Benefits, দুধের পুষ্টিগুণ, Health Benefits of Milk, দুধের উপকারিতা এবং অপকারিতা, Dairy Benefits, দুধ ওজন কমায়, দুধের পুষ্টি উপাদান, দুধ খাওয়ার নিয়ম, দুধ ওজন নিয়ন্ত্রণ,  Milk for Health, Milk for Weight Loss, Health Tips in Bangla, Dairy Products, Benefits of Drinking Milk, Dairy Nutrition, দুধের পুষ্টি, Prime News Lines, Milk in Bangla, দুধ ও শরীর, Milk Daily Consumption,Healthy Lifestyle, Bangla Health Tips
0 notes
startfirstbd · 1 month ago
Text
আমাদের সবার পচ্ছন্দের তালিকার মধ্যে পেয়ারা একটি অন্যতম ফল।পেয়ারার পুষ্টি গুনও অনেক।পেয়ারা মধ্যে কয়েক ধরনের জাত রয়েছে। তার মধ্যে অন্যতম গোলাপি পেয়ারা। গোলাপি পেয়ারা উজ্জ্বল হলুদ ত্বক এবং গোলাপি মাংস দ্বারা চিহ্নিত করা হয়। সাধারণত লাল বা গোলাপি পেয়ারা বাছাই করা হয় যখন খোসা হালকা সবুজ থেকে হলুদ হয়ে যায়।পেয়ারা পাকার সাথে সাথে রঙ পরিবর্তন করে,উজ্জ্বল সবুজ থেকে হালকা,হলুদ - সবুজ রঙে কখনও কখনও গোলাপি রঙের ইঙ্গিত দেয়।সাদা পেয়ারায় চিনি, স্টার্চ,ভিটামিন সি এবং বেশি বীজ রয়েছে। গোলাপি পেয়ারায় পানির পরিমান বেশি,চিনি কম,স্টার্চের পরিমান কম,বীজ কম।ফল প্রথম ফুল ফোটায় ৯০ থেকে ১৫০ দিন পরে,সাধারণত গ্রীষ্মের শেষের দিকে বা শরৎের শুরুতে ক্রমবর্ধমান অঞ্চলের উপর নির্ভর করে। বীজ থেকে জন্মালে পেয়ারা গাছে দুই বছরে ফল ধরতে পারে এবং চল্লিশ বছর ধরে তা চালিয়ে যেতে পারে।গোলাপি পেয়ারার পাল্প উপাদানে সমৃদ্ধ যা ভিটামিন সি এর স্বাস্থ্যগত সুবিধার পাশাপাশি এটিকে অনন্য রং এবং গন্ধ দেয়।স্ব- পরাগায়ন সম্ভব কিন্তু পোকামাকড় দ্বারা ক্রস- পরাগায়নের ফলে উচ্চ ফলন হয়।ফলগুলি গোলাকার থেকে ডিম্বাকার আকৃতি, মসৃণ, গোলাপি আভাযুক্ত ত্বক যা নরম,রসালো মাংসকে ছোট বীজ দ্বারা বিভক্ত করে।
Tumblr media
0 notes
onnodristy · 2 months ago
Text
চালু হচ্ছে স্কুল ফিডিং প্রকল্প?
চালু হচ্ছে স্কুল ফিডিং প্রকল্প? প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি) আওতায় স্কুল ফিডিং প্রকল্প বাস্তবায়ন করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। শিশুদের পুষ্টি নিশ্চিত ও প্রাথমিক থেকে ঝরে পড়া রোধে ২০০১ সালে প্রাথমিকের শিক্ষার্থীদের বিস্কুট দিয়ে শুরু হয় এই প্রকল্প।
প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি) আওতায় স্কুল ফিডিং প্রকল্প বাস্তবায়ন করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। শিশুদের পুষ্টি নিশ্চিত ও প্রাথমিক থেকে ঝরে পড়া রোধে ২০০১ সালে প্রাথমিকের শিক্ষার্থীদের বিস্কুট দিয়ে শুরু হয় এই প্রকল্প। তবে ২০২২ সালের জুন মাস পর্যন্ত বিভিন্ন ম��য়াদে চালানো হলেও মেয়াদ শেষ হওয়ায় বর্তমানে এই কর্মসূচি স্থগিত আছে। নতুন করে কবে সেটি পুনরায় চালু হবে, বিষয়টি নিয়ে দেখা দিয়েছে…
0 notes
rumonscampus · 2 months ago
Video
youtube
প্রি-স্কুল বয়সে শিশুদের খাদ্য ও পুষ্টি: সঠিক স্বাস্থ্যকর খাবার ও খাদ্যা...
0 notes
bekarit · 3 months ago
Text
পুষ্টি কাকে বলে
পুষ্টি কত প্রকার ও কি কি স্বাস্থ্য সচেতনদের জন্যে খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য। জীব তার জীবন ধারণের জন্য প্রতিনিয়ত যে সকল খাদ্য গ্রহণ করে। এবং সেই সকল খাদ্যগুলোর মধ্যে যে সকল উপাদান থাকে সে প্রত্যেকটি উপাদানকেই পুষ্টি বলা হয়।
Tumblr media
আর যে সকল খাদ্য আমরা গ্রহণ করি তার প্রত্যেকটিতেই বিভিন্ন ধরণের পুষ্টি উপাদান থাকে। যা আমাদের বা জীবদের শরীরের জন্য খুবই উপকারী। শরীরকে স্বাস্থ্যবান করে গড়ে তুলতে প্রতিনিয়তই আমরা পুষ্টিকর খাদ্য গ্রহণ করার চেষ্টা করে থাকি।
পুষ্টি হল এমন একটি উপাদান যার মাধ্যমে শরীরের সকল ক্ষয় পূরণ এবং বৃদ্ধি সাধন হয়ে থাকে। প্রত্যেকটি জীব এবং উদ্ভিদের ক্ষেত্রে জীবনের সংগ্রাম করে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় পুষ্টির উপাদান দরকার হয়ে থাকে।
0 notes
dainik-patrapatrika · 3 months ago
Text
"ভিটামিন ই ক্যাপসুল: আপনার চুলের জন্য অপরিহার্য। এই পোস্টে জানুন কীভাবে এটি আপনার চুলের স্বাস্থ্যকে উন্নত করতে পারে।
0 notes
ultimatebdpost · 3 months ago
Text
কি খেলে তাড়াতাড়ি মোটা হওয়া যায়? ১০০% কার্যকরী উপায়
আপনারা অনেকেই জানতে চেয়েছেন কি খেলে তাড়াতাড়ি মোটা হওয়া যায়? বা কি খেলে খুব তাড়াতাড়ি মোটা হওয়া যায়। আমাদের আজকের আর্টিকেলের মাধ্যমে জানতে পারবেন কি খেলে তাড়াতাড়ি মোটা হওয়া যায়। ওজন বাড়ানোর উপায় জানতে হলে আগে বুঝতে হবে, কি খেলে তাড়াতাড়ি মোটা হওয়া যায়। সঠিক খাবার গ্রহণের মাধ্যমে আপনি শরীরের প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করতে পারেন এবং দ্রুত ওজন বৃদ্ধি করতে পারেন। ওজন বাড়ানো শুধুমাত্র বেশি খাওয়ার…
0 notes
bongreviewbd · 3 months ago
Text
তোমার রক্তনালীগুলোর দৈর্ঘ্য কত?
মানবদেহের আশ্চর্যজনক রক্তনালী নেটওয়ার্কের দৈর্ঘ্য সম্পর্কে জানো
youtube
তুমি কি কখনো ভেবেছো তোমার শরীরের সব রক্তনালীর দৈর্ঘ্য কত হতে পারে? 🤔 এটি ভাবতে বেশ অবাক লাগতে পারে, কারণ আমাদের শরীরে এমন অসংখ্য ক্ষুদ্র রক্তনালী রয়েছে, যা প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গের সাথে এক জটিল জালের মতো যুক্ত। এই রক্তনালী নেটওয়ার্ক আমাদের দেহের সঠিক কার্যক্ষমতা বজায় রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
মানবদেহে রক্তনালীর প্রকারভেদ:
প্রথমেই জানা দরকার যে, মানব শরীরে মূলত তিন ধরনের রক্তনালী রয়েছে: ধমনী (Arteries), শিরা (Veins), এবং কৈশিক (Capillaries)। ধমনীগুলো মূলত হৃৎপিণ্ড থেকে শরীরের বিভিন্ন অংশে রক্ত সরবরাহ করে, শিরা গুলো শরীর থেকে অক্সিজেন-শূন্য রক্ত হৃৎপিণ্ডে ফিরিয়ে আনে এবং কৈশিকগুলো অতি ক্ষুদ্র নালী যা কোষের পর্যায়ে পুষ্টি ও অক্সিজেন সরবরাহ করে।
যদি সব রক্তনালী একত্রিত করা হয়
ধরা যাক, কোনোভাবে তোমার শরীরের সমস্ত রক্তনালী একত্র করা হলো। এখন এদের পরস্পরের সাথে যুক্ত করে একটি দীর্ঘ দড়ি তৈরি করা হলো। তুমি হয়তো ভেবে নিয়েছো এটি খুব একটা বড় হবে না। কিন্তু মজার ব্যাপার হলো, এই রক্তনালীগুলো একত্র করলে এর দৈর্ঘ্য এমন হবে যে তুমি নিউ ইয়র্ক থেকে যাত্রা শুরু করে গ্র্যান্ড ক্যানিয়ন পর্যন্ত পৌঁছে যাবে।
এর দৈর্ঘ্য আসলে কত?
এখনও কিন্তু এর শেষ নয়! যদি তুমি যাত্রা চালিয়ে যাও, তাহলে প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে জাপান, এশিয়া, ইউরোপ ঘুরে একই পথে ফিরে আসতে পারবে। রক্তনালীর এই দড়িটি এতটাই দীর্ঘ যে তুমি এই পুরো পথটি ২ থেকে ৪ বার অতিক্রম করতে পারবে।
বাস্তব পরিমাপ
একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে আনুমানিক ১০০,০০০ কিলোমিটার বা ৬০,০০০ মাইল দৈর্ঘ্যের রক্তনালী থাকে। এই রক্তনালীগুলো প্রতিটি কোষে পুষ্টি ও অক্সিজেন সরবরাহের জন্য দায়ী, যা মানব দেহের সুষ্ঠু কার্যক্রম বজায় রাখে।
কেন এত দীর্ঘ রক্তনালী প্রয়োজন?
আমাদের দেহের প্রতিটি কোষে পুষ্টি এবং অক্সিজেন পৌঁছানো জরুরি, এবং তা নির্ভর করে এই রক্তনালী নেটওয়ার্কের উপর। কৈশিক নালীগুলো এতই ক্ষুদ্র যে তারা সরাসরি কোষে রক্ত সরবরাহ করতে সক্ষম। এই জন্যই রক্তনালীর নেটওয়ার্ক এমন বিশাল। মানুষের দেহে রক্তের সঠিক প্রবাহ এবং অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে রক্তনালী নেটওয়ার্কের এই বিস্তৃততা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
স্বাস্থ্যকর রক্তনালী এবং এর যত্ন
তোমার রক্তনালীগুলো ঠিকভাবে কাজ করছে কি না তা নিশ্চিত করার জন্য সঠিক জীবনধারা বজায় রাখা গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম এবং যথাযথ বিশ্রাম রক্তনালীকে সুস্থ রাখতে সহায়ক। ধূমপান, উচ্চ রক্তচাপ, এবং অতিরিক্ত ওজন রক্তনালী এবং হৃদরোগের ঝুঁকি বাড়ায়।
উপসংহার:
তোমার শরীরের রক্তনালীর দৈর্ঘ্য অবিশ্বাস্যরকম দীর্ঘ। এই নেটওয়ার্ক আমাদের শরীরের প্রতিটি কোষে অক্সিজেন এবং পুষ্টি পৌঁছে দেয়, যা আমাদের সুস্থতা এবং জীবনধারণের জন্য অপরিহার্য। তাই, সুস্থ রক্তনালী এবং হৃদরোগ প্রতিরোধে জীবনযাত্রার প্রতি মনোযোগী হওয়া উচিত।
এই জটিল এবং বিস্ময়কর রক্তনালী নেটওয়ার্কের গুরুত্ব উপলব্ধি করলে, আমাদের দেহের প্রতি যত্ন নেওয়ার প্রয়োজনীয়তাও আরও পরিষ্কার হয়।
আরও দেখুনঃ ডাক্তারের সেলাই কিভাবে কাজ করে: ক্ষত নিরাময়ের পদ্ধতি
0 notes
solvemeet · 3 months ago
Text
[video width="1080" height="1920" mp4="https://blog.solvemeet.com/wp-content/uploads/2024/09/Online.mp4"][/video] আপনি কি আপনার খাদ্যাভ্যাস নিয়ে চিন্তিত? Solvemeet পুষ্টিবিদরা আপনার ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী সঠিক খাদ্য পরিকল্পনা তৈরি করতে প্রস্তুত, যা আপনাকে স্বাস্থ্যকর জীবনযাপন ও সুস্থ থাকতে সাহায্য করবে। এখনই সাইন আপ করুন এবং পুষ্টি সংক্রান্ত যেকোনো পরামর্শ নিন আমাদের অভিজ্ঞ পুষ্টিবিদদের কাছ থেকে!
1 note · View note
gyanbitan · 4 months ago
Text
হার্টের সমস্যা গুলো কি কি?
হার্টের সমস্যা গুলো কি কি? এই প্রশ্নের উত্তর জানলে আপনি আপনার স্বাস্থ্য নিয়ে আরও সচেতন হতে পারবেন। আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হল হৃদপিণ্ড। এটি আমাদের জীবনের কেন্দ্রবিন্দু, কারণ হৃদপিণ্ডের কার্যক্ষমতা আমাদের সার্বিক স্বাস্থ্যের ওপর গভীর প্রভাব ফেলে। হৃদপিণ্ড শুধু রক্ত সঞ্চালন করে না, এটি আমাদের শরীরের প্রতিটি কোষকে অক্সিজেন এবং পুষ্টি প্রদান করে, যা আমাদের দৈনিক কার্যক্রমের জন্য…
0 notes
suoxi-hospital · 2 months ago
Text
কাঁচা কলার স্বাস্থ্য উপকারিতা
Tumblr media
কাঁচা কলার স্বাস্থ্য উপকারিতা অসংখ্য। নিয়মিত কাঁচা কলা খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং নানা রোগ থেকে রক্ষা পাওয়া যায়।
১. ওজন নিয়ন্ত্রণঃ কাঁচা কলায় প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা হজমে সাহায্য করে এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখে। ফলে অতিরিক্ত খাওয়ার ইচ্ছা কমে যায় এবং ওজন নিয়ন্ত্রণে থাকে। অনেকেই জানতে চান কাঁচা কলা খেলে কি ওজন বাড়ে? উত্তর হলো, নিয়মিতভাবে এবং সঠিক পরিমাণে কাঁচা কলা খেলে ওজন নিয়ন্ত্রণে থাকে, বরং বাড়ে না। 
২. হজম শক্তি বৃদ্ধিঃ কাঁচা কলা খেলে হজম প্রক্রিয়া উন্নত হয়। এতে থাকা প্রোবায়োটিক ফাইবার অন্ত্রের জন্য অত্যন্ত উপকারী এবং গ্যাস্ট্রিক সমস্যার সমা���ানে সাহায্য করে। যারা হজমজনিত সমস্যায় ভুগছেন, তারা কাঁচা কলা খেলে উপকার পেতে পারেন। 
৩. রক্তচাপ নিয়ন্ত্রণঃ কাঁচা কলায় পটাসিয়ামের মাত্রা বেশি থাকায় এটি রক্তচাপ নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকর। যারা উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন, তাদের জন্য কাঁচা কলা একটি আদর্শ খাদ্য। 
৪. ডায়াবেটিস নিয়ন্ত্রণঃ কাঁচা কলার মধ্যে থাকা প্রাকৃতিক স্টার্চ ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষ উপকারী, কারণ এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে। 
৫. ত্বকের যত্নঃ কাঁচা কলার খোসার উপকারিতা নিয়ে আলোচনা করা যায় অনেক কিছু। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য পুষ্টি উপাদান ত্বককে উজ্জ্বল ও কোমল রাখতে সাহায্য করে। ত্বকে ব্রণ বা অন্যান্য সমস্যার ক্ষেত্রে কলার খোসা প্রাকৃতিক সমাধান হিসেবে ব্যবহার করা যেতে পারে। 
৬. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়ঃ কাঁচা কলা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে থাকা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে এবং ফ্রি র‍্যাডিক্যালের ক্ষতি প্রতিরোধ করে। এছাড়াও, কাঁচা কলার প্রিবায়োটিক ফাইবার অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া বাড়াতে সহায়ক, যা সামগ্রিক ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে এবং সংক্রমণের ঝুঁকি কমায়।
৭. পেটের প্রদাহ কমায়ঃ কাঁচা কলা পেটের প্রদাহ কমাতে কার্যকরী ভূমিকা পালন করে। এতে থাকা ফাইবার এবং পটাসিয়াম হজম প্রক্রিয়া সহজ করে, অন্ত্রের প্রদাহ কমায় এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে। কাঁচা কলার প্রাকৃতিক স্টার্চ হজমশক্তি উন্নত করে এবং অন্ত্রের ব্যাকটেরিয়ার ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে, ফলে পেটের প্রদাহ হ্রাস পায়। এছাড়া কাঁচা কলা ডায়রিয়া নিরাময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।  
৮. শারীরিক শক্তির মাত্রা বাড়ায়ঃ কাঁচা কলা শারীরিক শক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে রয়েছে উচ্চমাত্রার কার্বোহাইড্রেট ও পটাশিয়াম, যা শরীরকে তৎক্ষণাত্ এনার্জি সরবরাহ করে। ��টাশিয়াম পেশীর কার্যক্ষমতা বাড়ায় এবং ক্লান্তি কমাতে সহায়তা করে। পাশাপাশি, কাঁচা কলার ফাইবার হজমে সহায়ক হয়ে শরীরকে দীর্ঘ সময় ধরে শক্তি সরবরাহ করে, যা দৈনন্দিন কাজের জন্য উপকারী।
৯. গর্ভাবস্থায় স্বাস্থ্যের উন্নতিতেঃ কাঁচা কলা গর্ভাবস্থায় অত্যন্ত উপকারী। এতে রয়েছে প্রচুর ফাইবার, পটাশিয়াম, এবং ভিটামিন বি৬, যা অন্তঃসত্ত্বা মায়েদের পরিপাক ক্রিয়া স্বাভাবিক রাখতে সহায়ক। এটি বমি ভাব ও গ্যাস প্রতিরোধে সাহায্য করে, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং শিশুর মস্তিষ্কের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গর্ভাবস্থায় কাঁচা কলা একটি সহজ ও স্বাস্থ্যকর খাদ্য।
১০. হাড়ের স্বাস্থ্যের উন্নতিঃ কাঁচা কলা হাড়ের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। এতে উপস্থিত পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম হাড়ের ঘনত্ব বৃদ্ধি করতে সহায়তা করে, যা অস্টিওপরোসিসের ঝুঁকি কমায়। এছাড়া এতে থাকা ভিটামিন B6 ও C হাড়ের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিয়মিত কাঁচা কলা খেলে হাড় মজবুত হয় এবং শরীরে ক্যালসিয়ামের শোষণ ক্ষমতা বাড়ে।
0 notes
bdprimetv · 20 days ago
Video
youtube
সকালে সিদ্ধ ডিম খাওয়ার উপকারিতা | Benefits of eating boiled eggs in the...
সকালে সিদ্ধ ডিম খাওয়ার উপকারিতা | Benefits of eating boiled eggs in the morning
📌 প্রতিদিন সকালে সিদ্ধ ডিম খাওয়ার উপকারিতা | ডিম কেন খাওয়া উচিত?
আপনার সকালের খাবারে কী রাখা উচিত তা নিয়ে ভাবছেন? সকালবেলা সিদ্ধ ডিম খাওয়ার অসংখ্য উপকারিতা রয়েছে যা আপনার শরীর এবং মনের জন্য অপরিহার্য। 🥚
ডিমে থাকা প্রোটিন, ভিটামিন, এবং মিনারেল শুধু আপনার পেশি গঠনে সাহায্য করে না, এটি ওজন নিয়ন্ত্রণ, মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি, এবং হাড় মজবুত করতেও ভূমিকা রাখে। কিন্তু অনেকের মধ্যে ডিমের কোলেস্টেরল নিয়ে ভুল ধারণা রয়েছে। তাই আজকের ভিডিওতে আমরা এসব বিষয় নিয়ে আলোচনা করব, পাশাপাশি ডিম খাওয়ার বিজ্ঞানসম্মত উপায়গুলো জানাব।
এই ভিডিওতে যা যা পাবেন: 👉 সকালে ডিম খাওয়ার ১০টি বৈজ্ঞানিক উপকারিতা 👉 ডিম কীভাবে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে 👉 শিশু ও গর্ভবতী মায়েদের জন্য সিদ্ধ ডিমের ভূমিকা 👉 ডিমের কোলেস্টেরল সম্পর্কে প্রচলিত মিথ ভাঙা 👉 ত্বক ও চুলের যত্নে ডিমের ভূমিকা
💡 আপনি যদি জানতে চান: সকালে কীভাবে স্বাস্থ্যকর জীবন শুরু করবেন। সিদ্ধ ডিমের পুষ্টিগুণ ও তা আপনার জন্য কতটা কার্যকর। ডিম কীভাবে আপনার কর্মক্ষমতা ও জীবনীশক্তি বাড়াতে সাহায্য করে। তাহলে এই ভিডিওটি আপনার জন্য!
🎯 এই ভিডিওটি দেখুন এবং শেয়ার করুন: আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারা সকালের ডায়েট নিয়ে সচেতন হতে পারে এবং একটি সুস্থ জীবনের দিকে এগিয়ে যেতে পারে।
✅ সাবস্ক্রাইব করতে ভুলবেন না! আমাদের চ্যানেলে স্বাস্থ্য, পুষ্টি এবং জীবনযাপনের আরও দারুণ কনটেন্ট পেতে সাবস্ক্রাইব করুন। 🛎️
🔗 শেয়ার করুন: এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে, তাহলে লাইক দিন এবং কমেন্টে আপনার মতামত জানান। পরবর্তী ভিডিওতে কী বিষয় চান, সেটাও জানাতে ভুলবেন না! 💬
সিদ্ধ ডিমের উপকারিতা, সকালে ডিম খাওয়া, ডিমের পুষ্টি, ওজন কমানো, স্বাস্থ্যকর খাবার, সকালের খাবার, মস্তি���্কের জন্য খাবার, গর্ভবতী মায়েদের ডায়েট, ডিম খাওয়ার উপায়, স্বাস্থ্য সচেতনতা। সকালে সিদ্ধ ডিমের উপকারিতা, ডিমের পুষ্টিগুণ, ওজন কমানোর ডায়েট, ডিমের কোলেস্টেরল, মস্তিষ্কের উন্নতি, সিদ্ধ ডিম ও স্বাস্থ্য, গর্ভবতী মায়েদের জন্য ডিম, শিশুদের জন্য ডিম, হাড় মজবুত করার খাবার, ডিমের সঠিক উপায়।
সিদ্ধ ডিমের উপকারিতা, সকালে ডিম খাওয়া, ডিমের পুষ্টিগুণ, ওজন কমানো, স্বাস্থ্যকর খাবার, সকালের খাবার, গর্ভবতী মায়েদের ডায়েট, শিশুর জন্য ডিম, ডিমের কোলেস্টেরল, চোখের জন্য ডিম, হাড় মজবুত করার খাবার, ত্বক ও চুলের জন্য ডিম, boiled egg benefits, egg nutrition, morning breakfast, weight loss diet, healthy breakfast, eggs for pregnancy, eggs for kids, protein rich food, cholesterol in eggs, strong bones food, skin care with eggs, viral food videos
0 notes