#পিত্তথলির পাথর
Explore tagged Tumblr posts
healthplanbd · 1 month ago
Text
পিত্তথলির পাথর ডাক্তার রাজশাহী
Gallbladder বা পিত্তথলি হলো একটি নাশপাতি আকারের ফাঁপা অঙ্গ যা যকৃতের ডান দিকে নীচের দিকে পেটের আবরণ পর্দার সাথে তীর্যক ভাবে অবস্থান করে। যকৃত হতে নিঃসৃত পিত্তরস (Bile) নামক তরল পিত্তথলিতে ঘনীভূত ও সঞ্চিত থাকে। যা ফ্যাট বা চর্বিযুক্ত খাবারকে হজম করতে সহায়তা করে। কোন কারণে  পিত্তরস জমে শক্ত নুড়ি সদৃশ পাথর তৈরি হতে পারে, যাকে বলা হয় পিত্তথলির পাথর না গলস্টোন।  বর্তমান সময়ে পিত্ত থলির পাথর বা…
0 notes
suoxi-hospital · 2 months ago
Text
পিত্তথলির পাথর কেন হয়, কারণ ও চিকিৎসা
পিত্তথলিতে পাথর হওয়ার কারণ
১. পিত্ততে অতিরিক্ত বিলিরুবিনের উপস্থিতি-
কোনো বিশেষ কারণে দেহের রক্ত কণিকা যখন অতিরিক্ত ভেঙে যায় তখন যকৃৎ অতিরিক্ত বিলিরুবিন উৎপন্ন হয়। কারণগুলোর মধ্যে পিত্তথলির সংক্রমণ, যকৃতের প্রদাহ, রক্তের কোনো বিশেষ অসুবিধা উল্লেখযোগ্য। অতিরিক্ত বিলিরুবিন উৎপন্ন হওয়ার ফলে পিত্তথলিতে পাথর উৎপন্ন হয়।
২. পিত্ততে অতিরিক্ত কোলেস্টেরলের উপস্থিতি-
যকৃৎ সাধারণত যে পরিমাণ কোলেস্টেরল নিঃসরণ করে তা দ্রবীভূত করার জন্য পিত্ততে যথেষ্ট পরিমাণে রাসায়নিক পদার্থ থাকে। পিত্ত যতটা দ্রবীভূত করতে পারে যখন যকৃৎ তার থেকে অতিরিক্ত পরিমাণে কোলেস্টেরল উৎপন্ন হয় তখন অতিরিক্ত কোলেস্টেরল স্ফটিকে রূপান্তরিত হয় এবং পরে ধীরে ধীরে পাথরে পরিণত হয়।
৩. পিত্তথলির শূন্যতা-
যখন পিত্তথলি সম্পূর্ণ শূন্য থাকে না তখন পিত্ত ঘনীভূত হয় যা পরবর্তীকালে পাথরে পরিণত হয়।
সম্পূর্ণ লেখাটি পড়ুনঃ পিত্তথলিতে পাথরের চিকিৎসা
0 notes
dgkhl · 2 years ago
Text
Tumblr media
যে সব চিকিৎসা সেবা দিচ্ছেনঃ
★ এপেনডিক্স, হার্নিয়া, একশিরা,পিত্তথলি ও পাইলসের চিকিৎসা। ★ ল্যাপারোস্কোপির মাধ্যমে পেট না কেটে এপেনডিক্স, হার্নিয়া ও পিত্তথলির পাথর অপসারন। ★ অত্যাধুনিক পদ্ধতিতে পাইলস চিকিৎসা।। ★ ডায়াবেটিক জনিত পায়ের ঘা/ক্ষতের চিকিৎসা। ★ এছাড়া সকল ধরনের জেনারেল ও কলোরেক্টাল সার্জারী। রোগীদের সাথে হাসিমুখে বন্ধুত্বপুর্ন ব্যবহার ও কাউ��্সিলিং করে চিকিৎসা ব্যবস্থাপনা বুঝিয়ে দেন।
চেম্বারঃ ধানমন্ডি জেনারেল এন্ড কিডনী হাসপাতাল লিঃ ৩য় তলা, সিটি টাওয়ার, ৪৪/৭ পান্থপথ, ঢাকা-১২০৫। মোবাঃ ০১৮১৯১৪৮২০০, ০১৭৩২-৭২৯৩৯২
এ্যপয়েন্টমেন্ট নিতে কল করুন: 01732-729392
0 notes
health24tv · 3 years ago
Video
পিত্তথলিতে পাথর হওয়ার কারণ | পিত্তথলির পাথরের লক্ষণ | পিত্তথলিতে পাথর হলে করণীয় | Gallbladder Stone
1 note · View note
batbdnews-blog · 6 years ago
Link
1 note · View note
healthbarta · 8 years ago
Text
যে ৫টি লক্ষণ দেখে বুঝবেন পিত্তথলিতে পাথর হয়েছে!
যে ৫টি লক্ষণ দেখে বুঝবেন পিত্তথলিতে পাথর হয়েছে!
গলব্লাডার বা পিত্তথলির পাথর খুবই পরিচিত একটি রোগ। অনেকে একে গলস্টোনও বলে থাকেন। বেশিরভাগ গলস্টোনই কোলেস্টেরল জমে তৈরি হয়। খুব বেশি কোলেস্টেরল আছে এমন কিছু খাওয়া গলস্টোন হওয়ার আশঙ্কাকে বাড়িয়ে দেয়। তবে গলস্টোন বা পিত্তথলির পাথর কোন জটিল রোগ নয়। কিন্তু সময়মতো চিকিৎসা না করালে তা জটিল আকার ধারণ করে। অনেকেই বলে থাকেন, শুধুমাত্র ওষুধ সেবনে এই রোগ নিরাময় সম্ভব। এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। সময়মত…
View On WordPress
0 notes
natunsylhet24 · 3 years ago
Text
পিত্তথলিতে পাথর হলে বুঝবেন যেসব লক্ষণে
পিত্তথলিতে পাথর হলে বুঝবেন যেসব লক্ষণে
নারী-পুরুষ উভয়ই পিত্তথলি বা গলব্লাডারের পাথরের সমস্যায় ভোগেন। তবে পুরুষদের তুলনায় নারীদের পিত্তাশয়ে পাথর হওয়ার ঝুঁকি বেশি থাকে। অনিয়মিত জীবনযাপনের কারণে পিত্তথলিতে পাথর হতে পারে। বিশেষ করে খাওয়া-দাওয়ার অনিয়ম, মেনোপজের পর হরমোন ক্ষরণে ঘাটতি, গর্ভনিরোধক ওষুধ খাওয়ার অভ্যাস, কম পানি খাওয়া ইত্যাদি কারণে গলব্লাডারে পাথর হওয়ার প্রবণতা বেশি থাকে। পিত্তথলির পাথর কী? পিত্তথলির পাথর ছোট ছোট বালির দানার মতো…
Tumblr media
View On WordPress
0 notes
paathok · 3 years ago
Photo
Tumblr media
New Post has been published on https://paathok.news/136893
সাবেক ডেপুটি স্পিকার ও কুমিল্লার সাংসদ আলী আশরাফ আর নেই
.
কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য ও সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ আর নেই। শুক্রবার (৩০ জুলাই) বিকেল ৩টা ৪৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অ��স্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এমপির ছেলে মুনতাকিম আশরাফ টিটু গণমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেন। তিনি জানান, পিত্তথলির পাথর অপারেশনের জন্য গত ২ জুলাই এমপি আলী আশরাফকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় তার ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও ফুসফুসে ক্ষতসহ নানা সমস্যা দেখা দেয়। গত ৯ জুলাই নিউমোনিয়া ও শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত আইসিইউতে স্থানান্তর করা হয়। আজ বিকেল ৩টা ৪৫ মিনিটে তিনি মারা যান।
প���রসঙ্গত, ৭৩ বছর বয়সী প্রবীণ এ রাজনীতিক কুমিল্লার চান্দিনা থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি সরকারি প্রতিশ্রুতি বাস্তবায়ন সম্পর্কিত কমিটির সভাপতিও ছিলেন।
0 notes
provatibarta · 5 years ago
Photo
Tumblr media
কলারোয়ার অসহায় অসুস্থ্য নারীকে আর্থিক সহায়তা প্রদান কলারোয়ায় এক অসহায় নারীর চিকিৎসার্থে আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিলো অরাজনৈতিক স্বেচ্ছাসেবী ছাত্র সংগঠন ‘প্রিমিয়ার ছাত্রসংঘ’। পৌরসভাধীন গোপিনাথপুর উত্তরপাড়ার অসহায় বিধবা জাহানারা বেগমের পিত্তথলির পাথর অপসারণের লক্ষ্যে চিকিৎসা নিতে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়। সংগঠনটি প্রধান উপদেষ্টা অস্ট্রেলিয়া প্রবাসী আলতাফ হোসেন লাল্টু ও প্রতিষ্ঠাতা সভাপতি মালেশিয়া প্রবাসী আফজাল ফুয়াদ অভি, সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমানের প্রচেষ্টায় অপারেশনের ব্যয়ভার সংগঠনের পক্ষ থেকে রবিবার সন্ধ্যায় কলারোয়ার মডার্ন ক্লিনিকে চিকিৎসাধীন জাহানারা বেগমের হাতে তুলে দেয়া হয়। সেসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, পল্লী চিকিৎসক আমানুল্লাহ আমান, সাধারণ সম্পাদক আশিকুজ্জামান শুভ, ক্লিনিকের চিকিৎসক আনোয়ারুজ্জামান, সহযোগী লিয়াকত আলী, রোগীর স্বজন সেলিনা খাতুন প্রমুখ। সহায়তা পেয়ে সংগঠনটির ��্রতি কৃতজ্ঞতা জানান জাহানারা বেগম। উল্লেখ্য, কলারোয়ার মডার্ন ক্লিনিকে গত ১৮অক্টোবর রাতে জাহানারা বেগমের পিত্তথলির অপারেশন করা হয় বলে জানা গেছে।
0 notes
50-shade · 5 years ago
Text
তুই ফেলে এসেছিস করে
তুই ফেলে এসেছিস কারে? ভ্যাপসা দুপুরবেলা আর ঘনিয়ে আসা রাত্রী। রাত আট্টা'র আকাশে চাঁদটাকে গ্রাস করে বহমান মেঘালয়, মেঘমালা। ব্লু ডেনিমের পকেটে ��াদা ম্যাচ দেয়াশলায় - ভাঁজ খাওয়া সিগারেটে ঠুকি। টার্গেট খুঁজে নেমে পরা কানা-গলি। দুষ্ট কুকুরের দল প্রবল আক্রোশে বসে সেথা, টি-ষ্টল ঘেসে।
তুই ফেলে এসেছিস তারে?
প্রথম কাঁপা কাঁপা হাতে ধরা রিভলবারের বাট, ভুল করে ভাবা পিস্তল, লজ্জা পেয়ে যাই আমি। প্রথম পতাকা, প্রথম প্রেমিকা'র দো'তলা বাড়ি, বর্ষার দুপুরে ভিজতে থাকা মা'য়ের শাড়ি। আহারে বেচে থাকা! কোন মানে হয় এসবের?
তুই ফেলে এসেছিস কাহারে? প্রথম ভেসে আসা শ্লোগান জিন্দাবাদ, মুর্দাবাদে আকাশ বাতাস কাঁপানো গুলিস্তান, জিরো পয়েন্ট। চাঁনতারা কাস্তে সানাই লড়ায়ে ভূমি ফুটে উদ্বেলিত জাতীয়তাবাদ। পুলিস জীপ, টহল দেয় কংক্রিট, শঙ্কা জাগে, কড়া নাড়ে, রাত বাড়ে, জমতে থাকে হাইপার টেনসন, পিত্তথলির পাথর আর জিপসি অস্থিরতা।
তুই ফেলে এসেছিস কারে? ফটকের পেছনে অন্ধকার। খোলা জানালা দিয়ে উঁকি দেয় ডিম লাইট। মধ্য রাতে জেগে ওঠে পাপ, পাপ হতে ফনা তোলা সাপ। পাপ সাপে জন্মান্ধ কলঙ্কিত বাপ।
তুই ফেলে এসেছিস কারে? সন্দেহ খেলা করে, দুলকি চালে হেলে-দুলে। পরে থাকে অন্ধকারে রুপালী স্মৃতি পুরানো রাত। ব্যথার শহর খুঁচিয়ে খুঁজি পুরাণ প্রভাত।
তুই ফেলে এসেছিস কারে?
শুধাই তারে! কার্নিস হতে কুর্নিস করি কালো কার্নিভাল, অন্ধ'র দেশে চশমা বিক্রি বুড়োর ফেয়ারওয়েল। নিকোটিনে জ্বলা ধরা শরীরে সন্দেহ হয়ে ওঠে সুখ। সুদে আসলে উতলা বোহেমিয়ানের বুক।
তুই ফেলে এসেছিস কারে?
রাত-ভোরে আমি কোন স্বপ্ন দেখি-না আর। স্বপ্নগুলো স্মৃতি ট্রাষ্ট, মেমোরিয়ালে স্মরণ সভা বাতিল মালের মতো সিটি কর্পোরেসনের ময়লা ভাগারে। শুকানো পাতার মর্মর বাঁশি বাজে না আর অলিতে গলিতে রাজপথে। কৃষ্ণচূড়া গাছগুলো উপড়ে ফেলেছে কে জানি। বাঁশি ছুড়ে ফেলে লাশ কাটা ঘরে অন্ধ বংশী-বাদক। চন্দ্র গ্রহণের গ্রাস গিলে খেয়েছে বাঁশিওয়ালার বায়স্কোপ। আদর মাখা শহরে ছিল মৃগ নাভির মত সেই কৈশোর। অথচ আজ কিছু শাখামৃগ আষ্টেপৃষ্ঠে জবরদখল করেছে আমার শ্লোগানের সাধ।
0 notes
fusioncare · 5 years ago
Video
youtube
ভিডিওটি ভাল লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের Bangla Health Tips - Fusion Care চ্যানেলটি সাবস্ক্রাইব করুন : ▶ https://goo.gl/dRFLfW আপনি এই চ্যানেল-এ পাবেন ( Bangla health tips / বাংলায় সমাধান) আমাদের জীবন সমস্যার সমাধান : আজকের পর্ব : গলব্লাডারের সমস্যায় ভুগছেন? জেনে নিন ঘরোয়া উপায়ে সামলানোর উপায় - Bangla Health Tips ভিডিওটি ভাল লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। আরো নিত্য নতুন আপডেট পেতে সাবস্ক্রাইভ করে আমাদের সঙ্গে থাকুন । পেটের উপরের ডানদিকের অংশে জ্বালাসমেত ব্যথা, বমি বমি ভাব, মাথাধরা, জ্বর, ডায়রিয়া, হলুদ প্রস্রাব হওয়া এসবই হল পিত্তথলির সমস্যার লক্ষণ। পিত্ত থলিতে পাথর gallbladder stoneহওয়ার সমস্যা এখন অহরহ দেখতে পাওয়া যায়। ছোট থেকে বড়, এই সমস্যায় ভুগছেন অনেকেই। ফলে সাবধানতা অবলম্বণ করা উচিত প্রথম থেকেই। আজকের সময়ে দাঁড়িয়ে খাদ্যাভাসের জন্য গলব্লাডার স্টোন প্রায় সাধারণ রোগ হয়ে দাঁড়িয়েছে। খাবার সহজে হজম না হওয়া, খেতে না পারা, এসবও পিত্তের দুর্বলতার লক্ষণ। পিত্তথলিকে তাই ভালো রাখতেই হবে। কারণ খাবার হজম করানোর জন্য প্রয়োজনীয় উৎসেচক পিত্তথলিই সরবরাহ করে। গলব্লাডারের সমস্যায় ভুগছেন? জেনে নিন ঘরোয়া উপায়ে সামলানোর উপায়। #পিত্তথলিতেপাথর #fusioncare #bangla_health_tips #home_remedies #fusioncarehealth #healthtips #healthtipsbangla #Health_and_BeautyTips #health_tips Music Info: Serious Documentary by AShamaluev. Music Link: https://youtu.be/PZBx12olpCc DISCLAIMER: THIS IS FOR OUR EDUCATION PURPOSE PLEASE CONSULTS YOUR DOCTOR BEFORE APPLYING ANY REMEDIES. ; All the video content published on our channel is our own creativity for information only. We are NOT a licensed or a medical practitioner so always consult professional in case you need. Viewers are subjected to use these information on their own risk.This channel (Fusion Care) does not take any responsibility for any harm, side-effects, illness or any health or skin care problems caused due to our videos. by Fusion Care
0 notes
naturalayurvedaltd · 6 years ago
Text
যে ৫টি অজানা কারণে প্রতিরাতেই ঘুম ভেঙে যায় আপনার!
নিশ্চিন্তে আট ঘন্টা নিয়মিত ঘুম অনেকেরই হয় না। অনেকের সহজে ঘুম আসে না, কেউবা ঘুমের মাঝে দুঃস্বপ্ন দেখেন, কেউ মাঝরাতে উদ্ভট সময়ে জেগে যান প্রতি রাতে। এ ব্যাপারটায় অনেকেরই খটকা লাগতে পারে। কেন প্রতি রাতে একই সময়ে ঘুম ভাঙবে?
এ প্রশ্নের উত্তর রয়েছে চৈনিক চিকিৎসাবিদ্যায়। ‘চাইনিজ অর্গান বডি ক্লক’ অনুযায়ী, শরীরের একেক অঙ্গের সমস্যার কারণে রাতে একেক সময়ে ঘুম ভেঙে যায়।
১) রাত ৯টা থেকে ১১টা- থাইরয়েড এ সময়টায় শরীরের এন্ডোক্রাইন সিস্টেম নিজেকে সারিয়ে তোলে এবং আমাদের রক্তনালীগুলো সক্রিয় ��য়ে ওঠে। এ সময়ে হুট করে ঘুম ভেঙে যাওয়ার অর্থ হলো, রোগ প্রতিরোধ ক্ষমতা, থাইরয়েড, অ্যাড্রেনাল গ্রন্থি বা মেটাবোলিজমের কোনো একটা সমস্যা রয়েছে আপনার শরীরে।
২) রাত ১১টা থেকে ১টা- গলব্লাডার গলব্লাডার বা পিত্তথলির কাজ হলো পিত্তরস উৎপাদন। এতে হজম সহজ হয়। রাত ১১টা থেকে ১টার মাঝে ঘুম ভেঙে গেলে বুঝতে হবে হয় আপনার পিত্তে পাথর আছে, অথবা আপনার চর্বি খাওয়া কমাতে হবে এবং স্বাস্থ্যকর তেল খেতে হবে। শুধু তাই নয়, অসন্তুষ্টি, আত্মবিশ্বাসের অভাব, ঘৃণা এবং বিতৃষ্ণা মনের মাঝে পুষে রাখলেও এ সময়ে ঘুম ভেঙে যেতে পারে।
৩) রাত ১টা থেকে ৩টা- যকৃত লিভার বা যকৃতের কাজ হলো শরীর থেকে বিষাক্ত অ অপ্রয়োজনীয় পদার্থ দূর করা। এ সময়ে ঘুম ভেঙে যাবার অর্থ হলো আপনার শরীরে বিষাক্ত পদার্থ অতিরিক্ত বেড়ে গেছে। আপনা��� উচিত হবে চা-কফি পান, মদ্যপান এবং ধূমপান কমিয়ে আনা বা বাদ দেওয়া। অতিরিক্ত রাগ, হতাশা এবং অপরাধবোধ থেকেও এ সময়ে ঘুম ভাঙতে পারে।
৪) রাত ৩টা থেকে ভোর ৫টা- ফুসফুস নতুন দিনের প্রস্তুতি হিসেবে আপনার ফুসফুস এ সময়ে কাজ করতে থাকে। এ সময়ে যদি ঘুম ভেঙে যায় এবং নাক বন্ধ থাকা, কাশি বা হাঁচি হয়, তারমানে আপনার ফুসফুসের যত্ন নেওয়া উচিৎ এবং খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা উচিৎ। দুঃখ এবং শোকের আধিক্য থেকেও এ সময়ে ঘুম ভাঙে অনেকের। শ্বাস-প্রশ্বাসের কিছু ব্যায়াম এ সময়ে আপনাকে ঘুমাতে সাহায্য করবে।
৫) ভোর ৫টা থেকে সকাল ৭টা- বৃহদান্ত্র ভোরবেলায় শরীর থেকে বর্জ্য পরিষ্কার করার জন্য প্রস্তুত হয় আপনার বৃহদান্ত্র। এ সময়ে ঘুম ভেঙে যেতে পারে বৃহদান্ত্রের সমস্যার কারণে। দেখা দিতে পারে কোষ্ঠকাঠিন্য, ওজন বৃদ্ধি, এমনকি কম বয়সে বুড়িয়ে যাওয়া। এসব সমস্যা দূর করতে পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন, পেশীর ব্যায়াম করুন এবং ঘুম থেকে উঠেই টয়লেটের কাজ সারুন।
Continue reading যে ৫টি অজানা কারণে প্রতিরাতেই ঘুম ভেঙে যায় আপনার! at Natural Ayurveda LTD – স্বাস্থ্য সেবায় অঙ্গীকারবদ্ধ.
from যে ৫টি অজানা কারণে প্রতিরাতেই ঘুম ভেঙে যায় আপনার!
0 notes
gnews71 · 6 years ago
Photo
Tumblr media
কাদের পিত্তথলিতে পাথর বেশি হয়? পিত্তথলিতে পাথর হওয়া খুবই পরিচিত একটি সমস্যা। চারপাশের অনেকেরই এই অভিজ্ঞতার কথা বলতে শোনা যায়। এই পাথর কি সত্যি সত্যি পথের কুড়িয়ে পাওয়া নুড়ি পাথরের মতো, নাকি অন্য কিছু? আর কীভাবেই বা সন্দেহ হবে যে পিত্তথলিতে পাথর হতে পারে আপনার? নিচে এ বিষয়ে রইলো কিছু তথ্য পিত্তথলির পাথর: পিত্তথলির পাথর আসলে ছোট ছোট বালুর দানার মতো থেকে শুরু করে মটরের দানা বা তার চেয়েও বড় শক্ত দানাদার বস্তু, যা বিভিন্ন রঙের ও বিভিন্ন আকৃতির হতে পারে। এটা নির্ভর করে কী পদার্থ দিয়ে পাথরটা তৈরি তার ওপর। কোলেস্টেরল, বিলিরুবিন বা ক্যালসিয়াম ইত্যাদি পদার্থের সংমিশ্রণে তৈরি ��ই পাথরগুলো পিত্তরসের সঙ্গে মেশানো অবস্থায় থাকে এবং হালকা বাদামি, ময়লাটে সাদা বা কুচকুচে কালো রঙেরও হতে পারে। পেটের ডানদিকে যকৃতের পেছনে ও তলার দিকে থাকে পিত্তথলি। পিত্তরস তৈরি করাই এর কাজ। খাবার হজমে, বিশেষ করে চর্বিজাতীয় খাবার হজম করতে পিত্তরস দরকার হয়। নানা কারণে এই পিত্তথলিতে বিভিন্ন পদার্থ অতিরিক্ত জমে গিয়ে পাথরের সৃষ্টি করে। যাদের বেশি হয়: স্থূল ও ওজনাধিক্য ব্যক্তিদের পিত্তথলিতে পাথর বেশি হতে দেখা যায়। পুরুষদের তুলনায় নারীদের এই প্রবণতা বেশি। এ ছাড়া চল্লিশোর্ধ্ব বয়স, জন্মনিয়ন্ত্রণ বড়ি খাবার অভ্যাস, অতিরিক্ত চর্বিযুক্ত খাদ্য গ্রহণ ইত্যাদি এই ঝুঁকি বাড়িয়ে দেয়। যেভাবে বুঝবেন: পিত্তথলির অবস্থানটা পেটের কোথায় তা আগেই বলা হয়েছে। পিত্তথলিতে পাথর হলে এতে প্রদাহ হয়, যাকে কোলেসিস্টাইটিস বলা হয়। তখন ওপর পেটের ডানদিকে তীব্র ব্যথা হতে পারে। মিনিট খানেক হতে ঘণ্টা খানেক স্থায়ী হতে পারে এই ব্যথা। ব্যথা পেটের পেছন দিকে, কাঁধে, পেটের মাঝ বরাবর এমনকি বুকের ভেতরও ছড়িয়ে পড়তে পারে ধীরে ধীরে। সেই সঙ্গে বমি ভাব বা বমি, হালকা জ্বর ইত্যাদি উপসর্গ দেখা দিতে পারে। অনেক সময় পাথর পিত্তথলি থেকে বোরোতে গিয়ে পিত্তনালিতে আটকে যায় এবং তখন বিলিরুবিনের বিপাক ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার দরুন জন্ডিসও হতে পারে। রোগ নির্ণয়ের জন্য এই উপসর্গের পাশাপাশি পেটের আলট্রাসনোগ্রামই যথেষ্ট। পাথরের অবস্থান জানতে বা প্রয়োজনে বের করতে ইআরসিপি জাতীয় পরীক্ষা করা যেতে পারে। তবে পেটের আলসার, যকৃতের কোনো সমস্যা বা এমনকি হূদেরাগেও কাছাকাছি ধরনের ব্যথা হতে পারে বলে সেগুলোর অবস্থাও নির্ণয় করে নেওয়া দরকার হয়। চিকিৎসা: প্রদাহ ও তীব্র ব্যথার সময় কোনো অস্ত্রোপচার করা হয় না। সাধারণত কয়েক দিনের জন্য মুখে খাদ্য গ্রহণ বন্ধ করে দিয়ে স্যালাইন, অ্যান্টিবায়োটিক ও ব্যথানাশক ওষুধ দিয়ে প্রাথমিক উপশমের চেষ্টা করা হয়। পরে পিত্তথলি ফেলে দেওয়ার অস্ত্রোপচারটি সপ্তাহ দুয়েক পর বা দু-তিন মাস পর করলেও ক্ষতি নেই। পেট কেটে বা ফুটো করে—দুভাবেই এই অস্ত্রোপচার করা যায়। তবে পিত্তনালিতে পাথর আটকে গিয়ে থাকলে ইআরসিপি যন্ত্রের সাহায্যে সেটি বের করে আনা হয়।
0 notes
thebangladeshtoday · 7 years ago
Text
পিত্তথলির পাথর : কারণ ও চিকিৎসা
পিত্তথলির পাথর : কারণ ও চিকিৎসা
টিবিটি স্বাস্থ্য-কথাঃ পিত্তথলি কিংবা পিত্তনালীর মধ্যে পাথর তৈরি হওয়া কিংবা পাথরের উপস্থিতি ও তৎসঙ্গে কিছু উপসর্গের সম্মিলিত অবস্থাকেই পিত্ত পাথুরি অসুখ বলা হয়। কোনো উপসর্গ ছাড়াই পাথরের উপস্থিতি কিংবা তীব্র পেটে ব্যথা নিয়ে গুরুতর অসুস্থ হয়ে পিত্ত পাথুরি রোগী হাসপাতালে আসতে পারেন। শরীরে বেশ কিছু অঙ্গে পাথুরি রোগ হয়ে থাকে, তার মধ্যে পিত্ত পাথুরি অসুখ অন্যতম। উপসর্গবিহীন রোগের ক্ষেত্রে সাধারণ…
View On WordPress
0 notes
amarbanglapost · 7 years ago
Text
গর্ভাবস্থায় জনডিস- জন্ডিসের কারণ ও চিকিৎসা
যখন রক্তে বিলিরুবিনের মাত্রা দুই মিলিগ্রাম পার্সেন্টের বেশি হয় (স্বাভাবিক 0.2-8mg%) তখন রোগীর চামড়া, চোখের সাদা অংশ ইত্যাদি হলুদ রঙের দেখায় এবং রোগীর জনডিস হয়েছে বলে ধরা হয়।
জনডিসের কারণ
ভাইরাল হেপাটাইটিস : সর্বাধিক কারণ হল এটা (৭০ শতাংশ)।
পিত্তথলিতে পাথর এবং পিত্তথলির প্রদাহ : (২ শতাংশ)
হিমোলাইটিক জনডিস : রঞ্চাসঞ্চালন ক্রটির জন্য (Mismatched blood transfusion) ও ব্যাকটেরিয়ার সংক্রমণের জন্য।
ভেষজ…
View On WordPress
0 notes
paathok · 7 years ago
Photo
Tumblr media
New Post has been published on https://paathok.news/35430
জেনে নিন পিত্তথলিতে পাথর কাদের বেশি হয়
Tumblr media
পিত্তথলিতে পাথর হওয়া খুবই পরিচিত একটি সমস্যা। চারপাশের অনেকেরই এই অভিজ্ঞতার কথা বলতে শোনা যায়। এই পাথর কি সত্যি সত্যি পথের কুড়িয়ে পাওয়া নুড়ি পাথরের মতো, নাকি অন্য কিছু? আর কীভাবেই বা সন্দেহ হবে যে পিত্তথলিতে পাথর হতে পারে আপনার? নিচে এ বিষয়ে রইলো কিছু তথ্য-
পিত্তথলির পাথর: পিত্তথলির পাথর আসলে ছোট ছোট বালুর দানার মতো থেকে শুরু করে মটরের দানা বা তার চেয়েও বড় শক্ত দানাদার বস্তু, যা বিভিন্ন রঙের ও বিভিন্ন আকৃতির হতে পারে। এটা নির্ভর করে কী পদার্থ দিয়ে পাথরটা তৈরি তার ওপর।
কোলেস্টেরল, বিলিরুবিন বা ক্যালসিয়াম ইত্যাদি পদার্থের সংমিশ্রণে তৈরি এই পাথরগুলো পিত্তরসের সঙ্গে মেশানো অবস্থায় থাকে এবং হালকা বাদামি, ময়লাটে সাদা বা কুচকুচে কালো রঙেরও হতে পারে। পেটের ডানদিকে যকৃতের পেছনে ও তলার দিকে থাকে পিত্তথলি। পিত্তরস তৈরি করাই এর কাজ। খাবার হজমে, বিশেষ করে চর্বিজাতীয় খাবার হজম করতে পিত্তরস দরকার হয়। নানা কারণে এই পিত্তথলিতে বিভিন্ন পদার্থ অতিরিক্ত জমে গিয়ে পাথরের সৃষ্টি করে।
যাদের বেশি হয়: স্থূল ও ওজনাধিক্য ব্যক্তিদের পিত্তথলিতে পাথর বেশি হতে দেখা যায়। পুরুষদের তুলনায় নারীদের এই প্রবণতা বেশি। এ ছাড়া চল্লিশোর্ধ্ব বয়স, জন্মনিয়ন্ত্রণ বড়ি খাবার অভ্যাস, অতিরিক্ত চর্বিযুক্ত খাদ্য গ্রহণ ইত্যাদি এই ঝুঁকি বাড়িয়ে দেয়।
যেভাবে বুঝবেন: পিত্তথলির অবস্থানটা পেটের কোথায় তা আগেই বলা হয়েছে। পিত্তথলিতে পাথর হলে এতে প্রদাহ হয়, যাকে কোলেসিস্টাইটিস বলা হয়। তখন ওপর পেটের ডানদিকে তীব্র ব্যথা হতে পারে। মিনিট খানেক হতে ঘণ্টা খানেক স্থায়ী হতে পারে এই ব্যথা। ব্যথা পেটের পেছন দিকে, কাঁধে, পেটের মাঝ বরাবর এমনকি বুকের ভেতরও ছড়িয়ে পড়তে পারে ধীরে ধীরে। সেই সঙ্গে বমি ভাব বা বমি, হালকা জ্বর ইত্যাদি উপসর্গ দেখা দিতে পারে।
অনেক সময় পাথর পিত্তথলি থেকে বোরোতে গিয়ে পিত্তনালিতে আটকে যায় এবং তখন বিলিরুবিনের বিপাক ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার দরুন জন্ডিসও হতে পারে। রোগ নির্ণয়ের জন্য এই উপসর্গের পাশাপাশি পেটের আলট্রাসনোগ্রামই যথেষ্ট। পাথরের অবস্থান জানতে বা প্রয়োজনে বের করতে ইআরসিপি জাতীয় পরীক্ষা করা যেতে পারে। তবে পেটের আলসার, যকৃতের কোনো সমস্যা বা এমনকি হূদেরাগেও কাছাকাছি ধরনের ব্যথা হতে পারে বলে সেগুলোর অবস্থাও নির্ণয় করে নেওয়া দরকার হয়।
চিকিৎসা: প্রদাহ ও তীব্র ব্যথার সময় কোনো অস্ত্রোপচার করা হয় না। সাধারণত কয়েক দিনের জন্য মুখে খাদ্য গ্রহণ বন্ধ করে দিয়ে স্যালাইন, অ্যান্টিবায়োটিক ও ব্যথানাশক ওষুধ দিয়ে প্রাথমিক উপশমের চেষ্টা করা হয়। পরে পিত্তথলি ফেলে দেওয়ার অস্ত্রোপচারটি সপ্তাহ দুয়েক পর বা দু-তিন মাস পর করলেও ক্ষতি নেই। পেট কেটে বা ফুটো করে—দুভাবেই এই অস্ত্রোপচার করা যায়। তবে পিত্তনালিতে পাথর আটকে গিয়ে থাকলে ইআরসিপি যন্ত্রের সাহায্যে সেটি বের করে আনা হয়।
0 notes