#জারি
Explore tagged Tumblr posts
ajkershatabdi · 2 months ago
Text
ঠাকুরগাঁওয়ে মন্দিরে ১৪৪ ধারা জারি
ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর এলাকায় শ্রীশ্রী রশিক রায় জিউ মন্দিরে আবারও ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার রাতে এ আদেশ দেন সদর উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন। প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের শ্রীশ্রী রশিক রায় জিউ মন্দিরের জমির দখল নিয়ে হিন্দুধর্মের সনাতন ও ইসকন অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিলো। ২০০৯ সালের ১৮ সেপ্টেম্বর রশিক রায়…
0 notes
onenews24bd · 1 year ago
Text
বিপৎসীমার উপরে তিস্তার পানি, বন্যার আশঙ্কায় সতর্কতা জারি
ভারতের উত্তর সিকিমে প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট আকস্মিক বন্যা পরিস্থিতির কারণে তিস্তা নদীর একটি বাঁধ খুলে দেয়া হয়েছে। এর ফলে তিস্তা নদীর বাংলাদেশ অংশেও পানি প্রবাহ বিপৎসীমা অতিক্রম করেছে। বুধবার (৪ অক্টোবর) বিকেল ৪টা থেকে বিপৎসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এদিকে পানি প্রবাহ বেড়ে যাওয়ায় নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরের অনেক বসতবাড়িতে পানি উঠেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এছাড়া ফসলের ক্ষেত পানিতে ডুবে…
Tumblr media
View On WordPress
0 notes
world-store · 2 years ago
Text
বেঙ্গল সরকার কোভিড পরামর্শ জারি করে, জনসমাগম এড়াতে সতর্ক করে মমতা বন্দ্যোপাধ্য���য় রাজ্য স্বাস্থ্য বিভাগের বিবৃতি
পশ্চিমবঙ্গের স্বাস্থ্য বিভাগ একটি কোভিড-১৯ পরামর্শ জারি করে বয়স্ক, শিশু, গর্ভবতী মহিলার পাশাপাশি কমোর্বিডিটিসে আক্রান্ত ব্যক্তিদের কোনো জনসমাগম এড়াতে অনুরোধ করেছে। মঙ্গলবার জারি করা পরামর্শে, এটি বলেছে যে যদিও রাজ্যে বিদ্যমান স্ট্রেনগুলি হালকা লক্ষণগুলির কারণ হিসাবে পরিচিত, কিছু ক্ষেত্রে, জটিলতাগুলি বিশেষত খুব বয়স্কদের মধ্যে এবং “আপসহীন অনাক্রম্যতা” সহ তাদের মধ্যে দেখা দিতে পারে। বার্তা সংস্থা…
Tumblr media
View On WordPress
0 notes
shafinit22 · 2 years ago
Text
0 notes
crimetvbangla · 8 months ago
Text
4 notes · View notes
guardianpubs17 · 11 months ago
Text
Tumblr media
মুসলিম ইতিহাসে একজন খলিফা ছিলেন, যিনি পরিচিত ছিলেন ‘পাগলা খলিফা’ নামে। তার নাম ছিল আল হাকিম। মিশরের ফাতেমি খিলাফতের খলিফা ছিলেন তিনি।
আল হাকিমের হুকুমগুলো ছিল খুব অদ্ভুত!
তিনি হুকুম জারি করলেন----দিনের বেলা বাজার বসবে না, বাজার বসবে রা��ের বেলা। দিনে দোকানপাট ব��্ধ থাকত, রাতে সবাই বাজার করত।
তিনি হুকুম জারি করলেন----নারীরা বাইরে বের হতে পারবে না। দেখা গেল, তার সিদ্ধান্ত অনেক নারী মানছে না। তিনি জুতা প্রস্তুতকারীদের জানিয়ে দিলেন নারীদের জন্য জুতা না বানাতে। জুতা ছাড়া তো নারীরা বাইরে বের হতে পারবে না!
মিশরে তখন বন্যা হতো, বন্যায় অনেকেই ক্ষতিগ্রস্ত হতো। আল হাকিম পরিকল্পনা করলেন নীলনদে বাঁধ দিবেন, যাতে বন্যা প্রতিরোধ করা যায়।
তার পরিকল্পনা শুনতে পেলেন একজন বিজ্ঞানী। তিনি জানালেন, ‘আমি নীলনদে বাঁধ দেওয়ার কাজটি করতে পারব।’
বিজ্ঞানী বসরা থেকে কায়রোতে আসলেন। নীলনদ দেখে বুঝতে পারলেন, এটাতে বাঁধ দেওয়ার সাধ্য তার নেই। অক্ষমতা প্রকাশ করলে পাগল খলিফা তাকে হত্যা করবেন।
বিজ্ঞানী ভাবলেন, পাগলের সাথে পাগলামি করবেন।
তিনি পাগল হওয়ার অভিনয় করলেন।
আল হাকিম নির্দেশ দিলেন---- ‘এই পাগলকে বন্দি করো।’
বন্দি হলেন বিজ্ঞানী। মিশরের কারাগারে ১০ বছর ছিলেন। এই সময় তিনি একটি যুগান্তকারী আবিষ্কার করেন। একদিন তিনি লক্ষ করেন, কারাগারের দেওয়ালের গর্ত দিয়ে আলোর সঙ্গে একটি বস্তুর উলটো প্রতিবিম্ব দেওয়ালে পড়ছে। তার এই ভাবনা পালটে দেয় আলোকবিদ্যার গতিপথ। শুরু হয় আলো নিয়ে এক নতুন পৃথিবীর সূচনা!
জেলে বসে গবেষণা করা সেই বিজ্ঞানী সেই বিজ্ঞানীর নাম ইবনুল হাইসাম! অনেকের মতে তিনি আধুনিক আলোকবিদ্যার জনক।
তার লেখা ৭ খণ্ডের ‘কিতাবুল মানাজির’ বা ‘Book of Optics’ ছিল মধ্যযুগের আলোকবিদ্যার রেফারেন্স বুক।
মুসলিম বিজ্ঞানীদের অবদান এবং বর্তমানের বিজ্ঞান-প্রযুক্তি কীভাবে মুসলিম বিজ্ঞানীদের ওপর নির্ভরশীল, এটা জানতে পড়তে পারেন গার্ডিয়ান প্রকাশিত ‘মুসলিম মস্তিষ্ক: বিজ্ঞানের অনবদ্য গল্প’।
2 notes · View notes
banglavisiononline · 2 days ago
Link
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালী
0 notes
onnodristy · 5 days ago
Text
এমপিওভূক্ত মাদ্রাসা শিক্ষকদের শূন্য পদের বিপরীতে বদলির প্রজ্ঞাপন জারি
এমপিওভূক্ত মাদ্রাসা শিক্ষকদের শূন্য পদের বিপরীতে বদলির প্রজ্ঞাপন জারি। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সুপারিশে নিয়োগ পাওয়া বিভিন্ন বেসরকারি শিক্ষা (মাদ্রাসা) প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক/শিক্ষিকালণের শূন্য পদের বিপরীতে বদলির প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সুপারিশে নিয়োগ পাওয়া বিভিন্ন বেসরকারি শিক্ষা (মাদ্রাসা) প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক/শিক্ষিকালণের শূন্য পদের বিপরীতে বদলির প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। রবিবার (২২ ডিসেম্বর) মন্ত্রণালয় থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। একইসঙ্গে গত আগস্টে জারি করা নীতিমালাটি বাতিল করা হয়েছে। বদলির ���াধারণ শর্তগুলো হলো- এনটিআরসিএ…
0 notes
bdeducator · 8 days ago
Link
1 note · View note
fuad90hasan · 9 days ago
Text
১০ টাকার কয়েন আসছে
10-taka-coin-bangladesh
১০ টাকার কয়েন আসছ
সম্প্রতি, একটি মুদ্রার ছবি থ্রেডে শেয়ার করা হচ্ছে এবং দাবি করা হচ্ছে যে এটি একটি বাংলাদেশি 10 টাকার মুদ্রা। বাংলাদেশ ব্যাংকের নাম খোদাই করা ভাইরাল মুদ্রায় ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ছবি রয়েছে। ছবিটি ভাইরাল হওয়ার পর অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী মুদ্রাটি সম্পর্কে প্রশ্ন করেছেন। কেউ কেউ সমালোচনা করেছেন ক্রিকেট বিশ্বকাপের ছবি কেন মুদ্রায়, কেউ দাবি করেছেন ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি, আবার কেউ মন্তব্য করেছেন কবে থেকে কয়েন বাজারে আসবে? ফ্যাক্টওয়াচের তদন্তে দেখা যাচ্ছে ভাইরাল ছবিতে যে কয়েন রয়েছে তা সাধারণ মুদ্রা নয়। এটি 2011 সালে বাংলাদেশে অনুষ্ঠিত একদিনের ক্রিকেট বিশ্বকাপের সময় বাংলাদেশ ব্যাংক কর্তৃক জারি করা একটি স্মারক মুদ্রা। Read the full article
0 notes
dhakatimes · 10 days ago
Video
youtube
বহু হতাহত, ১৪৪ ধারা জারি, এবার ইজতেমা কি হবে?
0 notes
basicpart · 10 days ago
Text
সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৪ জারির আগে পর্যাপ্ত পর্যালোচনা চায় টিআইবি
প্রস্তাবিত সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৪ জারি করার আগে সংশ্লিষ্টজন কর্তৃক খসড়া পর্যালোচনা ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য কমপক্ষে এক মাস সময় নেয়ার আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সংস্থাটির পক্ষ থেকে দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ অধ্যাদেশ সংশ্লিষ্ট অংশীজন কর্তৃক পর্যাপ্ত বিশ্লেষণ অন্তর্ভুক্তিমূলক পর্যালোচনা ছাড়া…
0 notes
mobilemarrt · 16 days ago
Text
চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী দুদকের কমিশনার হওয়ায় আনন্দে এলাকাবাসী
মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি গতকাল মঙ্গলবার বিকেলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানসহ দুজন কমিশনারকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। দুই কমিশনারের একজন হলেন চাঁপাইনবাবগঞ্জের কৃতী সন্তান মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। এদিকে মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী দুদকের কমিশনার হওয়ায় এলাকাবাসী আনন্দে ভাসছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ…
0 notes
dailycomillanews · 22 days ago
Text
বাংলাদেশি নিষিদ্ধের সিদ্ধান্ত থেকে সরে এলেন ত্রিপুরার হোটেল মালিকরা
বাংলাদেশি নাগরিকদের ওপর জারি করা নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা দিয়েছে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার হোটেল ও রেস্টুরেন্ট মালিকরা। ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এক বিবৃতিতে এ ঘোষণা দেন অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন (এটিএইচআরওএ)। সংগঠনটি বলেছে, মেডিক্যাল ভিসাধারী বাংলাদেশি নাগরিকদের ত্রিপুরার হোটেল ও রেস্টুরেন্টে আতিথেয়তা দেওয়ার অনুমতি…
0 notes
razbd · 26 days ago
Text
ইসকনের সমালোচনা মানে সনাতন হিন্দুধর্মের বিরোধিতা নয়
প্রকাশ : আমাদেরসময়ডট কম
৩১ অক্টোবর, ২০১৯।
ফরহাদ মজহার : আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ’ বা ইসকন (International Society for Krishna Consciousness) এব�� বাংলাদেশে তাদের তৎপরতা সম্পর্কে ধর্মবর্ণ নির্বিশেষে বাংলাদেশের সাধারণ মানুষ উদ্বিগ্ন ও উৎকণ্ঠিত। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিষ্টান যে ধর্মই হোক, সচেতন নাগরিক মাত্রই বাংলাদেশে কোনো ধর্মীয় বা সাম্প্রদায়িক বিরোধ চান না। তাদের অনেকের ধারণা, ইসকনের তৎপরতা এক ধরনের সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি করছে। উৎকণ্ঠা সে কারণেই।
জানা যায়, ইসকন এই দেশের সনাতন হিন্দু ধর্মের প্রতিনিধি নয়, তাদের প্রতিনিধিত্বশীল স্থানীয় কোনো ধর্ম প্রতিষ্ঠানও নয়। বিশেষত তাদের আন্তর্জাতিক ‘করপোরেট অপারেশান’কে মহামতি শ্রী চৈতন্যের জাতপাতবিরোধী সামাজিক-রাজনৈতিক আন্দোলন এবং প্রেমধর্মের প্রতিনিধি রূপে গণ্য করা এক প্রকার বিভ্রান্তি ও ভুল। একালে ‘প্রেমধর্ম’ কায়েম করার অর্থ- সবার আগে প্রেমশূন্য পুঁজিতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়ানো এবং ভোগবাদকে চ্যালেঞ্জ করা। ইসকন তাদের ভক্তদের নিরামিষাশী ও মিতাচারী হওয়ার উপদেশ দিলেও বিশাল বিশাল মন্দির স্থাপনের মধ্য দিয়ে যে বার্তা দিয়ে থাকে, সেটা দৃশ্যমান ভোগবাদী সংস্কৃতির বার্তা। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় প্রভুপাদের স্বর্ণ প্রাসাদ বা ‘নব বৃন্দাবন’ এর একটি দৃষ্টিকটু নজির। ‘নব বৃন্দাবন’ বা স্বর্ণ প্রাসাদের প্রতিযোগিতা রাজরাজড়াদের সামন্তক্ষমতা প্রদর্শনের সাথে তুলনীয়। ভার্জিনিয়ায় ইসকনের ‘নব বৃন্দাবন’কে মুঘল সম্রাট শাহজাহানের তাজমহলের সাথে তুলনা করা হয়। চৈতন্যের ধর্মভাবে হৃদয়ের বৃন্দাবনকে বৃহৎ ও বিশাল করাই ছিল লক্ষ্য। বাইরের লোক দেখানো, চোখ ধাঁধিয়ে দেয়া ধর্মমন্দির দিয়ে মানুষ তৈরি হয় না, আর্কিটেকচার বা স্থাপত্য হয়। ইসকনের সমালোচনা, পর্যালোচনা এবং তাদের কার্যক্রমের বিরোধিতা সনাতন হিন্দুধর্মের বিরোধিতা নয়; বরং বাংলার ঐতিহ্যবাহী ধর্ম ও ভাবের বিকৃতি রোধের জন্যই তা দরকারি।
ইসকন একটি আন্তর্জাতিক সংগঠন। ষাট থেকে সত্তর দশকব্যাপী পাশ্চাত্যের তরুণদের গভীর আধ্যাত্মিক সঙ্কটের পরিপ্রেক্ষিতে ‘হরে কৃষ্ণ মুভমেন্ট’ হিসেবে এর শুরু। ধর্মীয় আন্দোলন হিসেবে গড়ে উঠলেও পুঁজিতান্ত্রিক গোলকায়নের মধ্য দিয়ে পৃথিবীব্যাপী একটি ‘কাল্ট’ হিসাবেই ইসকন পরিচিতি লাভ করেছে। অর্থ, প্রতিপত্তি ও ক্ষমতার অধিকারী হয়েছে। স্বাভাবিক কারণেই আন্তর্জাতিক ক্ষমতা ও আধিপত্যের প্রতিযোগিতায় ইসকন নির্ধারক ভূমিকা পালন করে থাকে। বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের ধর্ম, সংস্কৃতি ও ঐতিহ্য যেন আঞ্চলিক বা আন্তর্জাতিক রাজনীতির উপাদান হিসেবে ব্যবহৃত না হয়, সে জন্যই ইসকনের পর্যালোচনা জরুরি। সাম্প্রতিককালে দিনাজপুর, সিলেট, চট্টগ্রাম ভোলায় স্থানীয় জনগণের সাথে ইসকনের বিরোধ ও সংঘর্ষ প্রমাণ করে, বাংলাদেশে তারা মূলত সনাতন ধর্মাবলম্বীদের সাথে ইসলাম ধর্মাবলম্বীদের সম্প্রদায়গত বিরোধ, সংঘাত ও দাঙ্গা তৈরির জন্য তৎপর।
ভোলায় সম্প্রতি পুলিশের গুলিতে চারজন শহিদ ও কয়েকশ’ মানুষ আহত হওয়ার আগে ইসকন সংগঠনটিকে কেন্দ্র করে স্থানীয়দের সাথে সংঘর্ষ হয়েছিল। এলাকায় আগে থেকেই ক্ষোভ জারি ছিল জনমনে। ইসকনের সাথে স্থানীয় বাসিন্দাদের দ্বন্দ্বের সাথে ভোলায় পুলিশের গুলি চালানোর সম্পর্ক আছে কি না তার নিরপেক্ষ তদন্ত জরুরি। ইসকন মন্দিরকে কেন্দ্র করে দাঙ্গা-হাঙ্গামা বাংলাদেশে নতুন নয়। অনেক আগে থেকেই তা ঘটছে। ভোলার ঘটনার আগে দিনাজপুরে এবং সিলেটে ইসকন ও স্থানীয় অধিবাসীদের মাঝে হানাহানি ঘটেছে। চট্টগ্রামে স্কুলের ছাত্রদের প্রসাদ বিতরণ করে ‘হরে কৃষ্ণ’ বলানোর ভিডিও ভাইরাল হবার পর ইসকন বাংলাদেশে আলোচনার বিষয়ে পরিণত হয়েছে।
সবচেয়ে উল্লেখযোগ্য দিক হচ্ছে, ইসকনের তৎপরতা নিয়ে স্থানীয় অধিবাসীদের অভিযোগ ও আপত্তিকে গ্রাহ্য করা হয়নি। বরং সব সময়ই এটাকে দেখা হয়েছে সংখ্যাগরিষ্ঠের অসহনশীলতা এবং সাম্প্রদায়িক প্রতিক্রিয়া হিসেবে। এতে স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ বেড়েছে। তথ্য সংগ্রহ ও বিশ্লেষণে প্রশাসনের অদক্ষতা প্রকট। তদুপরি, সঙ্কটের গভীরতা না বোঝার কারণে বিশেষ পরিস্থিতি তৈরি হয়েছে।
ইসকনের বিরুদ্ধে স্থানীয় অধিবাসীদের প্রধান অভিযোগ কী, এবং বিরোধ সৃষ্টির দৃশ্যমান প্রধান কারণই বা কী? সেটা হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের ‘মন্দির দখল’ এবং স্থানীয় অধিবাসীদের ‘জমি দখলে’র অভিযোগ। কিন্তু সরকারিভাবে এর তদন্ত হচ্ছে না। এতে মনে করা যায়, ইসকন বাংলাদেশের সরকার ও প্রশাসনিক পর্যায়ে শক্তিশালী। সাবেক প্রধান বিচারপতিসহ পুলিশ ও প্রশাসনের অনেকেই ইসকনের সক্রিয় সদস্য বলে জানা যায়। আবরার ফাহাদকে হত্যায় অভিযুক্ত এক ছাত্র এবং তাদের পরিবারও ইসকনের সদস্য বলে গণমাধ্যম জানিয়েছে। বাংলাদেশে যে বিপুল সংখ্যক ইসকন মন্দির প্রতিষ্ঠিত হয়েছে কিম্বা ইসকনের বলে দাবি করা হচ্ছে, সেখানে জমি বা মন্দিরগুলো কিভাবে তাদের মন্দিরে রূপান্তরিত হলো, সে সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য নেই। অনেক মন্দিরেরই স্থানীয় ইতিহাস আছে। আমাদের অনুমান, প্রশাসনের কাছে এ ব্যাপারে কোনো নির্ভরযোগ্য তথ্য নেই।
১৯৬৬ সালে অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ মার্কিন দেশে গৌড়ীয় বৈষ্ণব ধর্ম প্রচারের জন্য প্রতিষ্ঠিত করেছিলেন ‘ইসকন’। একটি বিদেশি ধর্ম সংগঠন বাংলাদেশে এতগুলো মন্দির প্রতিষ্ঠা করে ফেলল, যা তারা ভারতের পশ্চিম বাংলা, বিহার কিম্বা উড়িষ্যাতেও পারেনি। ইসকনের প্রভাব পশ্চিমবঙ্গে যতটা না, তার চেয়ে অনেক বেশি বাংলাদেশে। এটা খুবই বিস্ময়ের বৈকি! বাংলাদেশ নিয়ে তাদের পরিকল্পনা কী আসলে সেটা তদন্ত করা সরকার ও প্রশাসনের উচিত ছিল। কিন্তু তা হয়নি।
যুক্তরাষ্ট্রে এই সংগঠনটি ‘ধর্মীয় প্রতিষ্ঠান’ হিসাবে নিজেকে দাবি করলেও সব সময়ই ‘কাল্ট’ হিসাবে পরিচিত হয়েছে। এ ছাড়া ইসকনের বিরুদ্ধে ‘ব্রেইনওয়াশিং’এবং ‘শিশু ও নারী নির্যাতনে’র অভিযোগ রয়েছে। এ নিয়ে হয়েছে মামলাও। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ হচ্ছে ইসকনের আদর্শিক দিক। এই বিশেষ আন্তর্জাতিক ‘হরে কৃষ্ণ মুভমেন্ট’ গৌড়ীয় বৈষ্ণব চিন্তার প্রতিনিধিত্ব করে কি না, সে সম্পর্কে বাংলাভাষী ও বাঙালিদের পরিষ্কার ধারণা থাকা দরকার। বিস্ময়কর হচ্ছে, সাধারণ ভাবে ধর্মের প্রতি অনীহা ও বিদ্বেষের কারণে বাংলাদেশ ও পশ্চিম বাংলায় এই বিষয়ে আলোচনা একদম অনুপস্থিত বলা যায়। কিন্তু ‘অন্ধ হলে প্রলয় বন্ধ থাকে না’। ইদানীং দেখা যাচ্ছে, ইসকন ‘হরে কৃষ্ণ’ কীর্তনের জায়গায় ‘জয় শ্রীরাম’ কীর্তনও তাদের কীর্তনাঙ্গে অন্তর্ভুক্ত করছে।
ধর্ম ব্যাখ্যা, ধর্মচর্চা ও আধ্যাত্মিক সাধনার অধিকার সবারই আছে, ইসকনেরও রয়েছে। ধর্ম বর্ণ নির্বিশেষে সব বাংলাভাষী ও বাঙালিদের জন্যই, পুঁজিতান্ত্রিক গোলকায়নের কালে আন্তর্জাতিক নব্য ধর্মীয় আন্দোলন হিসেবে ‘ইসকন’ কেন ও কিভাবে গড়ে উঠল, সেটা সঠিকভাবে বোঝা এবং তার বিচা�� জরুরি। বিশেষত বাঙালি হিন্দু ও বাঙালি মুসলমানের পারস্পরিক বোঝাবুঝির জায়গা উপেক্ষা করা অনুচিত। এটা এড়িয়ে যাওয়া উভয়ের জন্য আত্মঘাতী হতে পারে।
শ্রীল প্রভুপাদ ১৯৭৭ সালে মারা গেছেন। এরপরে ইসকন যে রূপে বিবর্তিত হয়েছে, এর সাথে তার আদি কল্পের মিল আছে কি না, তা নিয়ে ভক্তদের মধ্যে বিতর্ক রয়েছে। বিশেষত দুটো বিতর্ক গুরুত্বপূর্ণ। একটি অভিযোগ, সংগঠনটি গৌড়ীয় বৈষ্ণব ধর্ম প্রচারের চেয়েও বিশ্বব্যাপী গোয়েন্দা তৎপরতা এবং সাম্প্রতিককালে ইসরায়েল ও ভারতীয় গোয়েন্দা তৎপরতার আদর্শ মাধ্যম হয়ে উঠেছে। উপমহাদেশে হিন্দুত্ববাদের উত্থান এবং ভারত ও ইসরায়েলের গভীর সামরিক, গোয়েন্দা ও নিরাপত্তা সম্বন্ধ ও সহযোগিতার পরিপ্রেক্ষিতে ইসকন বাংলাদেশে তাদের এহেন তৎপরতার সবচেয়ে সহজ মাধ্যম কি না, সেই তর্ক উঠেছে।
ইসকন-এ ‘প্রভু’দের নাম পরিবর্তন করবার রীতির ফলে তাদের ��্যাকগ্রাউন্ড বা আসল পরিচয় লুকিয়ে রাখা সহজ। যেমন, ইসকনের প্রভাবশালী নেতা জয়াদ্বৈত স্বামীর আসল নাম ‘জে ইসরায়েল’ (Jay Israel), তার জন্ম যুক্তরাষ্ট্রের নিউজার্সি রাজ্যে একটি ইহুদি পরিবারে। ইসকনের নীতিনির্ধারণে ও পরিচালনার ক্ষেত্রে আরেকজন অতিশয় প্রভাবশালী ব্যক্তি হচ্ছেন রাধানাথ স্বামী। তার আসল নাম রিচার্ড স্লাভিন (Richard Slavin)। তিনিও পারিবারিক সূত্রে ইহুদি। তার মা ইডেল ও জেরাল্ড স্লাভিন। তারা রাশিয়া, রুমানিয়া, পোলান্ড ও লিথুয়ানিয়া থেকে যেসব ইহুদি পরিবার যুক্তরাষ্ট্রে রিফিউজি হিসেবে এসেছেন, তাদেরই সন্তান। ভারতে ও বাংলাদেশে স্কুলের বাচ্চাদের দুপুরের খাবার পরিবেশনার কর্মসূচি রিচার্ড স্লাভিনের পরিকল্পনা। স্লাভিন ইসকনের কার্যকলাপ বোম্বাইয়ে বসে পরিচালনা করেন। চট্টগ্রামে স্কুলের বাচ্চাদের ‘প্রসাদ’ খাইয়ে ‘হরে কৃষ্ণ’ বলিয়ে নেয়ার একটি ভিডিও ভাইরাল হওয়ার ফলে ইসকন বাংলাদেশে সাম্প্রতিককালে আলোচনার কেন্দ্রে চলে আসে।
জে ইসরায়েল ও রিচার্ড স্লাভিন দুইজনই ৪০ থেকে ৫০ বছর ধরে ইসকনের নীতিনির্ধারণী কাজে জড়িত। স্লাভিন ইসকনের গভর্নিং বডি সদস্য এবং একজন দীক্ষাগুরু। অন্যদের আসল পরিচয় জানলে ইসকনের পরিচালনা কমিশন আসলে কারা চালায়, তা বোঝা যাবে। এই তথ্য জোগাড় করা সরকারেরই দায়িত্ব।
সংগঠন হিসেবে ইসকনের বিবর্তনটা সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাবার পর দ্রুত ঘটেছে। ভক্তদের মধ্যে দ্বিতীয় গুরুত্বপূর্ণ তর্কের বিষয় হচ্ছে, সামগ্রিকভাবে সংগঠনটিতে ‘ইথনিক’, বিশেষভাবে ইহুদি প্রভাব বেড়েছে কি বাড়েনি- সে প্রসঙ্গ। এ অবস্থায় শ্রীল প্রভুপাদের ধর্মচিন্তার ধারণা থেকে ইসকন ‘বিচ্যুত’ হয়েছে বলে অভিযোগ উঠেছে। ভক্তদের মধ্যে ইহুদি প্রভাবের একটা নামও আছে : ‘জেবিডি’ (Jewish Background Devotee)। বাংলাদেশের ইসলামপন্থীরা যখন ইসকনকে একটি ‘ইহুদি’ সংগঠন বলে দাবি করেন ও জায়নিস্ট তৎপরতা প্রতিরোধের কথা বলেন, তখন তারা আসলে ইসকনের বিপুলসংখ্যক কৃষ্ণভক্তের অভিযোগেরই প্রতিধ্বনি করেন। একে নিছক ইহুদিবিদ্বেষ হিসেবে গণ্য করার কারণ নেই।
ইসকনের সাথে যুক্ত আন্তরিক রাধাকৃষ্ণভক্তকুল আমাদের আপত্তির বিষয় নন। তাদের সঙ্গে সম্প্রীতি চর্চা করা জরুরি। আশা করি, তারাও আমাদের এই উৎকণ্ঠাকে আন্তরিকভাবেই বিবেচনা করবেন।
0 notes
bongreviewbd · 1 month ago
Text
শক্তিশালী হারিকেন মিল্টন: ফ্লোরিডা ও কেনেডি স্পেস সেন্টারে প্রভাব এবং ইউরোপা ক্লিপারের উৎক্ষেপণ
হারিকেন মিল্টন, রেকর্��কৃত ইতিহাসের অন্যতম শক্তিশালী হারিকেন, ফ্লোরিডার ওপর যে বিপুল ধ্বংসযজ্ঞ চালিয়েছে তা সত্যিই নজিরবিহীন। এই হারিকেনের প্রভাবে সমুদ্রতীরবর্তী এলাকায় ১৫ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হয়েছিল, যা ফ্লোরিডার অনেক অঞ্চলকে চরম ঝুঁকিতে ফেলে দেয়। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা ছিলো কেনেডি স্পেস সেন্টার, যেখানে ইউরোপা ক্লিপার স্পেস মিশনের জন্য প্রস্তুত করা হচ্ছিল।
youtube
হারিকেন মিল্টনের প্রভাব এবং জলোচ্ছ্বাসের আশঙ্কা
হারিকেন মিল্টনের ভয়াবহতা শুধুমাত্র ঝড় বা বাতাসেই সীমাবদ্ধ ছিলো না। ১৫ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাসের কারণে ফ্লোরিডার উপকূলীয় এলাকাগুলোতে চরম সতর্কতা জারি করা হয়। কেনেডি স্পেস সেন্টার ছিলো এই ঝুঁকির মধ্যে অন্যতম, কারণ এটি সমুদ্রের কাছাকাছি অবস্থিত।
ইউরোপা ক্লিপার: এক যুগান্তকারী মিশন
ইউরোপা ক্লিপার, একটি বিশেষ গবেষণার জন্য তৈরি করা স্পেস শিপ, জুপিটারের বরফাচ্ছন্ন চাঁদে সম্ভাব্য প্রাণের অস্তিত্ব অনুসন্ধানের উদ্দেশ্যে পাঠানোর পরিকল্পনা ছিলো। এটি স্পেসএক্স ফ্যালকন হেভি রকেটে চড়ে মহাকাশে উৎক্ষেপণের জন্য প্রস্তুত ছিলো। তবে, হারিকেন মিল্টনের কার��ে এই মিশনের উৎক্ষেপণ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করতে হয়েছিল।
কেনেডি স্পেস সেন্টারে ঝড়ের প্রস্তুতি
হারিকেনের সময় কেনেডি স্পেস সেন্টারের অবকাঠামো রক্ষায় একটি বিশেষ টিম কাজ করছিলো, যাকে বলা হয় "রাইড-আউট টিম"। এই টিমে প্রায় ১০০ জন কর্মী ছিলো যারা ঝড়ের সময় গুরুত্বপূর্ণ ভবন ও যন্ত্রপাতি সুরক্ষিত রাখতে নিরলস পরিশ্রম করে।
কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ কন্ট্রোল সেন্টার (Launch Control Center) এমন একটি ভবন যা ক্যাটাগরি ৫ হারিকেন পর্যন্ত সহ্য করতে সক্ষম। এই সেন্টার ছিলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখান থেকেই ইউরোপা ক্লিপারের সমস্ত পরিচালন ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হতো।
ইউরোপা ক্লিপারের নিরাপত্তা
হারিকেন মিল্টন আঘাত হানার সময় ইউরোপা ক্লিপারকে স্পেসএক্সের হ্যাঙ্গারে সুরক্ষিত রাখা হয়েছিল। এটি তখন তার ফেয়ারিংয়ে আবদ্ধ অবস্থায় ছিলো, যা এটিকে ঝড় থেকে রক্ষা করতে সহায়ক হয়। তবে, ঝড়ের প্রভাব কতটা ক্ষ��ি করেছে তা উৎক্ষেপণের তারিখের কাছাকাছি গিয়ে পর্যালোচনা করা হয়।
লঞ্চ পরিকল্পনা এবং ভবিষ্যৎ
ইউরোপা ক্লিপারের লঞ্চ উইন্ডো ৬ নভেম্বর পর্যন্ত খোলা ছিলো। হারিকেনের প্রভাবে উৎক্ষেপণ বিলম্বিত হলেও, বিজ্ঞানীদের এবং প্রকৌশলীদের আশা ছিলো এটি সময়মতো সম্ভব হবে।
উপসংহার
হারিকেন মিল্টনের মতো প্রাকৃতিক দুর্যোগ মহাকাশ গবেষণার মতো উচ্চাভিলাষী প্রকল্পগুলোর সামনে বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে। তবে, যথাযথ প্রস্তুতি এবং প্রযুক্তিগত দক্ষতার মাধ্যমে এই চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব। ইউরোপা ক্লিপারের মিশন শুধু জুপিটারে প্রাণের সন্ধানের জন্যই গুরুত্বপূর্ণ নয়, বরং এটি প্রমাণ করে যে, প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও মানবজাতি এগিয়ে যেতে পারে।
হারিকেন মিল্টনের মধ্যেও কি ইউরোপা ক্লিপার সফলভাবে উৎক্ষেপণ করা সম্ভব হয়েছিলো? কমেন্টে জানাও।
আরও দেখুনঃ তরমুজ ড্রপ টেস্ট: পলিমার কোটিং তরমুজের শক্তি এবং বৈজ্ঞানিক বিশ্লেষণ
youtube
Tags: #HurricaneMilton #FloridaStorm #KennedySpaceCenter #EuropaClipperMission #LifeOnJupitersMoon #SpaceXFalconHeavy #LaunchControlCenter #HurricaneRiskManagement #SpaceExploration #Category5Hurricane #হারিকেনমিল্টন #ফ্লোরিডাঝড় #কেনেডিস্পেসসেন্টার #ইউরোপাক্লিপারমিশন #জুপিটারচাঁদেপ্রাণ #স্পেসএক্সফ্যালকনহেভি #লঞ্চকন্ট্রোলসেন্টার #হারিকেনঝুঁকিমোকাবিলা #মহাকাশগবেষণা #ক্যাটাগরিফাইভহারিকেন
হারিকেনমিল্টন, ফ্লোরিডাঝড়, কেনেডিস্পেসসেন্টার, ইউরোপাক্লিপারমিশন, জুপিটারচাঁদেপ্রাণ, স্পেসএক্সফ্যালকনহেভি, লঞ্চকন্ট্রোলসেন্টার, হারিকেনঝুঁকিমোকাবিলা, মহাকাশগবেষণা, ক্যাটাগরিফাইভহারিকেন, HurricaneMilton, FloridaStorm, KennedySpaceCenter, EuropaClipperMission, LifeOnJupitersMoon, SpaceXFalconHeavy, LaunchControlCenter, HurricaneRiskManagement, SpaceExploration, Category5Hurricane
0 notes