#চোখ দিয়ে পানি পড়ার চিকিৎসা
Explore tagged Tumblr posts
Video
চোখ দিয়ে পানি পড়ার কারণ | চোখে ঝাপসা দেখা দূর করার উপায় | cineraria m...
#চোখ দিয়ে পানি পড়ার কারণ#cineraria maritima eye drops#cineraria maritima#চোখে ঝাপসা দেখা দূর করার উপায়#চোখে পানি পড়ার কারণ কি#চোখের ��ানি দূর করার উপায়#চোখের ঝাপসা দূর করার উপায়#চোখের সমস্যা ও তার প্রতিকার#শিশুর চোখ দিয়ে পানি পড়া#চোখে ঝাপসা দেখার কারণ#চোখে ঝাপসা দেখা#চোখে ঝাপসা দেখার চিকিৎসা#চোখে ঝাপসা দেখার ঔষধ#চোখ দিয়ে পানি পড়ার চিকিৎসা#blurred eyes causes#watery eyes treatment#watery eyes medicine#Health tips#blurred eyes in the morning
1 note
·
View note
Text
চোখের কতগুলাে সাধারণ সমস্যা ও তার ঘরােয়া প্রতিকার | Home remedies for simple eye problems
নমস্কার দর্শক বন্ধুরা Bangla Health Solution ওয়েবসাইটে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে বলবো
চোখের কতগুলাে সাধারণ সমস্যা ও তার ঘরােয়া প্রতিকার
Home remedies for simple eye problems
চোখের আঘাত সম্পর্কে কিছু কথা
মানুষের পাঁচটি ইন্দ্রিয়ের মধ্যে চোখ এক অমূল্য সম্পদ। বিভিন্ন কারণে চোখের দুর্ঘটনা ঘটতে পারে। চোখে যদি ধুলিকণা কিংবা ছােট পােকামাকড় উড়ে এসে পড়ে। কোনও রাসায়নিক দ্রব্য চোখে পড়লেও দুর্ঘটনা ঘটতে পারে।
eye problems
চোখে যদি কিছু পড়ে তবে লক্ষণ বুঝবেন কি করে
If something falls into the eye, then you understand the signs
১। রােগীর চোখে অস্বস্তি বােধ হবে।
২। রােগী চোখ রগড়াতে থাকবে।
৩। চোখে জ্বালা যন্ত্রণা হবে।
৪। চোখ লালচে হয়ে যাবে।
৫। চোখ দিয়ে পানি পড়বে।
৬। চোখ মেলে দেখতে গেলেই কষ্ট পাবে।
৭। মাথা ব্যথা হতে পারে।
কিভাবে প্রাথমিক চিকিৎসা করবেন How to do first aid
১। চোখ কচলানাে বন্ধ করতে হবে।
২। রােগীকে আলাের দিকে মুখ করে বসাতে হবে এবং চোখ বরাবর আলাে ফেলতে হবে।
৩। চোখের ওপরে ও নিচের পাতা আলাদাভাবে মেলে ধরে চোখের ভেতরে কোনও কিছু পড়ছে কি-না তা দেখতে হবে।
৪। কোনও বস্তু চোখের ভিতরে পড়লে চোখের কোণার ভাঁজের কিনারায় খোঁজ করলে তা পাওয়া যাবে। |
৫। যদি কোনও বস্তু পড়ে থাকতে দেখা যায় তবে একটি নরম কাপড় বা রুমাল ভিজিয়ে ওটা সরিয়ে ফেলতে হবে।
৬। যদি বন্ধুটি চোখের উপরের পাতায় আটকে থাকে, তবে নিচের পাতার ওপর দিয়ে উপরের পাতাকে উঠানামা করতে হবে তবেই জিনিসটি বের হয়ে যাবে।
৭। প্রচুর পরিমাণে পানি দিয়ে চোখ ধুতে হবে। অথবা এক গামলা পানি নিয়ে তাতে চোখ চুবিয়ে বার বার চোখ খুলে ও বন্ধ করে চোখ ধুতে হবে।
৮। অনেক সময় চোখের পাতায় হালকা ক্ষত হলেও চোখে কিছু পড়েছে বলে মনে হয়।
৯। চোখে পড়া বন্ধুটি যদি শক্তভাবে আটকে থাকে তবে হালকা ব্যাবেজ করে দ্রুত হাসপাতালে নিতে হবে।
সব সময় চোখকে নিরাপদে রাখবেন কিভাবে
How to keep your eyes safe all the time
১। সব সময় চোখ পরিষ্কার পরিত্ন রাখতে হবে।
২। দিনের মধ্যে কয়েকবার চোখ ধােয়া ভাল। রাতে শােবার সময় চোখ ধুলে সারাদিনের ধুলাে ময়লা চলে যায়।
৩। চোখ মােছার জন্য সব সময় পরিষ্কার গামছা, রুমাল ইত্যাদি ব্যবহার করা উচিত।
৪। এক চোখে যদি আগেই সংক্রমণ হয়ে থাকে, তবে অন্য চোখে আলাদা। কাপড় ব্যবহার করলে সংক্রমণ ছড়াতে পারে না।
৫। কাজল ব্যবহার করলে প্রত্যেকের জন্য আলাদা কাঠি রাখা ভাল।
৬। চোখ বুলি কোনও ভাবে সংক্রমিত হয়ে থাকে তবে ডাক্তারের পরামর্শ ছাড়া কোনও ওষুধ লাগালে কাজ নাও হতে পারে, এমনকি অন্ধও হয়ে যেতে পারে।
৭। চোখ ভাল রাখার জন্য সব সময় তাজা শাক সবজি এবং ফলমূল খাওয়া ভাল। সবুজ শাক সবজি ও হলুদ ফলমূলে ভিটামিন 'এ' থাকে। এগুলাে খেলে রাতকানা রোগ এড়ানাে যায়।
চোখের কতগুলাে সাধারণ সমস্যা ও তার ঘরােয়া প্রতিকার
চোখ ওঠা চোখ সংক্রমণ হলে চোখ প্রচণ্ড লাল হয়। ঘুম থেকে ওঠার পর চোখের পাতা জুড়ে থাকে। চোখ দিয়ে পানি পড়ে ও সেই সাথে চোখে পুঁজ জমে। চোখ জ্বালা করে।
করণীয়
প্রথমেই এক গ্লাস পানিতে এক চিমটে লবণ দিয়ে ফুটিয়ে ঠাণ্ডা হতে দিন। কয়েক টুকরাে পরিষ্কার কাপড় বা তুলোর টুকরাে একটি আলাদা পাত্রে ফুটিয়ে জীবাণুমুক্ত করে ঠাণ্ডা করে নিতে হবে।
পরিচর্যাকারীর হাত দুটি প্রথমে সাবান দিয়ে ধুয়ে ��িতে হবে। প্রথমে যে চোখ সহ সেই চোখকে মাটি বরাবর কাত হয়ে শুতে বলতে হবে। ফোটানাে পানি সু চোখটির নাকের দিকের কোণে ধীরে ধীরে ঢালতে হবে। চোখের তলায় একটি পত্র রেখে ময়লা পানিটা ধরতে হবে। এরপর রােগীকে চোখ বন্ধ করতে বলতে হবে।
ফোটানাে কাপড়ের টুকরাে থেকে এক টুকরাে কাপড় দিয়ে নাকের দিক থেকে শুরু করে কানের দিকে চোখটা মুছে দিতে হবে। পরে সেই কাপড়ের টুকরাে ও ময়লা পানি ফেলে দিতে হবে। এক চোখের কাপড় অন্য চোখে ব্যবহার করা যাবে না।
এরপর অসুস্থ চোখটি মুছতে হবে। অসুস্থ চোখটি মুছতে হলে চোখটি মাটির কাছে রাখতে হবে। প্রথমেই ফোটানাে লবণের পানি দিয়ে চোখটা ভিজিয়ে নিতে হবে। চোখের পাতা দুটো জুড়ে গেলে জোরপূর্বক না খুলে আস্তে করে খুলে দিতে হবে।
এবার সুস্থ চোখটির মতাে করেই অসুস্থ চোখটিও মুছে দিতে হবে। ডাক্তারের পরামর্শ মতাে চোখে ওষুধ দিয়ে দিতে হবে। যতক্ষণ চোখটি স্বাভাবিক না হবে ততক্ষণ পর্যন্ত চোখে ওষুধ দিয়ে যেতে হবে। এছাড়া কিছুক্ষণ পর পর ঠাণ্ডা পানি দিয়ে চোখ খুলে চোখের ভাইরাস ধুয়ে যাবে।
চোখ ওঠা না ছড়ানাের উপায় A way to keep your eyes open
১। চোখ উঠলে পরে ঠিকমত চোখের যত্ন নিতে হবে।
২। চোখে হাত দেবার পর হাত ধুতে হবে।
৩। বােগীর রুমাল কিংবা গামছা যাতে অন্য লােকে ব্যবহার না করে সেদিকে দৃষ্টি দিতে হবে।
৪। ছেলেমেয়েদেরকে একজনকে অন্যজনের সাথে খেলতে কিংবা ততে দেওয়া যাবে না।
৫। যতদূর-সম্বব জড় এড়িয়ে চলতে হবে।
৬। রঙিন চশমা ব্যবহার করতে হবে।
চোখে অঞ্জনি ওঠা Anjani in the eyes
অঞ্জনি চোখের পাতার ওপরে হয়। চোখের কিনারার কাছে লাল হয়ে ফোড়ার মতাে ফুলে থাকে। গরম পানিতে একটু লবণ দিয়ে সেঁক দিলে অঞ্জনি কমে । ডাক্তারের পরামর্শ অনুযায়ী এন্টিবায়ােটিক মলম লাগাতে হবে।
मृष्टि महिना बायका
ছেলেমেয়েদের যদি পরিষ্কার দেখায় অসুবিধার সৃষ্টি হয় কিংবা পড়তে বসলে মাথাব্যথা করে তবে ডাক্তার দেখাতে হবে।
মানুষের যত বয়স বাড়বে ততই স্বাভাবিক ভাবেই কাছের জিনিস দেখতে কষ্ট হয় এজন্য পড়ার সময় চশমা পরলে সুবিধা হয়। এমতাবস্থায় ডাক্তার দেখিয়ে প্রয়ােজন অনুযায়ী চশমা ব্যবহার করতে হবে।
ভিটামিন 'এ'র অভাবজনিত রােগ Vitamin A deficiency disease
সাধারণত ছোট শিশুদের ক্ষেত্রে ভিটামিন 'এ'-র অভাবজনিত রােগ দেখা যায়। ভিটামিন 'এ'-র অভাবে রাতকানা রােগ হয়ে শিশু অন্ধও হয়ে যেতে পারে।
ভিটামিন 'এ'-র অভাবজনিত রোগের লক্ষণ
১। ভিটামিন 'এ'-র অভাবে প্রথমে রাতকানা রােগ হয়ে থাকে। রাতকানা রােগে রােগী অন্ধকারে কম দেখতে পায়।
২। চোখের সা��া অংশের চকচকে ভাব চলে যায় এবং চোখ কুঁচকে যায়। সেই স��থে চোখ শুকিয়ে যায়।
৩। চোখে ছােট ছোট থাইরঙের দাগ পড়ে।
৪। রোগ বেড়ে গেলে কর্নিয়া ঘােলাটে ভাব ধারণ করে ছোট ছোট গর্ত হয়ে যায়।
৫। কর্নিয়া নরম হয়ে যায় এবং মনে হয় ঠেলে বেরিয়ে আসছে। এ অবস্থায় কর্নিয়া ফেটেও যেতে পারে। কিন্তু এতে কোনও যন্ত্রণা থাকবে না। এসব ক্ষতচিহ্ন থেকে ছেলেমেয়েরা ধীরে ধীরে অন্ধ হয়ে যায়।
৬। ডায়রিয়া, কাশি, যক্ষা ইত্যাদি রােগ হওয়ার পর ছেলেমেয়েদের চোখ পরীক্ষা করানাে উচিত।
ভিটামিন 'এ' পেতে হলে কি করবেন
১। দুবছর বয়স পর্যন্ত শিতকে বুকের দুধ খাওয়াবেন।
২। হলুদ ও লাল করে ফল ও তরিতরকারীকে ভিটামিন 'এ' প্রচুর পরিমাণে থাকে।
৩। দুধ, ডিম ইত্যাদিতেও ভিটামিন 'এ' আছে। |
৪। শিশুদের প্রতি ৬ মাস অন্তর একবার ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়াতে
ঐকো মা ট্রাকোমা Okoma Tracoma
একটি পুৱনাে চোখের রােগ। এই রােগ পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে হয়ে থাকে। এই রােগ ছোঁয়াচে এবং মাছির মাধ্যমে ছঞ্চিয়ে থাকে। যেসব স্থানে অনেক লােক গাদাগাদি করে বাস করে সেসব স্থানে এ রােগ বেশি দেখা যায়। চিকিৎসা না করালে এসব রােগ সারে না। এগুলাে কয়েক মাস যাবৎ এমন কি কয়েক বছর যাবৎ চলতে পারে। এসব রােগে লোক অন্ধ পর্যন্ত হয়ে যেতে পারে।
ট্রাকোমার লক্ষণ বুঝবেন কি করে
১। সাধারণ চোখ ওঠার মতােই মনে হয়। ২। চোখ দিয়ে পানি পড়ে এবং চোখ সর্বক্ষণ লাল হয়ে থাকে। ৩। চোখের সাদা অংশে জ্বালা যন্ত্রণা থাকে।
৪। কর্নিয়ার ওপরের কিনারায় ছােট ছােট রক্তনালী হওয়ার কারণে ওপরের কিনারটা ছাই ছাই রঙের দেখায়।
৫। এই রােগ যখন এক মাস হয়ে যায় তখন ওপরের পাতার নিচে ছােট। ছােট গােলাপী এবং ছাই রক্তের গুটির মতাে দেখা যায়।
৬। কয়েক বছর পর এই ক্ষতগুলাে যখন ভাল হয়ে যায় তখন দাগগুলাে। থেকে যায় এবং এই দাগগুলাের জন্যই চোখ পুরােপুরি বন্ধ করতে অসুবিধা
৭। এগুলাের জন্যই চোখের পাতার চুলগুলাে কর্নিয়ার ওপর আঁচড় দিয়ে অন্ধত্ব ঘটাতে পারে।
কিভাবে ট্রাকোমা এড়াবেন
১। চোখের পরিষ্কার পরিতার দিকে নজর দিতে হবে।
২। ট্রাকোমা রােগীর সাথে যারা থাকবেন এদেরও ঘন ঘন চোখ পরীক্ষা করতে হবে।
৩। যথাসময়ে চিকিৎসার ব্যবস্থা নিতে হবে।
চোখ দিয়ে পানি পড়া। Reading water with your eyes
চোখের পানির থলিতে সংক্রমণ ঘটলে চোখ দিয়ে প্রচুর পানি পড়ে। চোখের নিচ বরাবর নাকের ঠিক পাশে ফুলে থাকে। ফোলার ওপর আস্তে করে চাপ দিলে পুঁজ বের হয়।
চিকিৎসা পদ্ধতি
১। চোখে গর��� সেঁক দিতে হবে।
২। ডাক্তারের পরামর্শমত এন্টিবায়ােটিক ড্রপ বা মলম লাগাতে হবে।
৩। প্রয়ােজনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী পেনিসিলিন খেতে হবে।
চোখের সাদা অংশ লাল হয়ে যাওয়া
The white part of the eye turns red
হঠাৎ করে চোখে কোনও ধাক্কা লাগলে, জোরে কাশলে কিংবা ভারী জিনিস তুললে চোখ রক্তের মতাে লাল হয়ে থাকে। এতে কোনও কপ ব্যথা বেদনা হয় না এবং ক্ষতিও হয় না। চোখের ছােটখাটো রক্তনালী ফেটে গেলে এরকম হয় এজন্য চিকিৎসার প্রয়ােজন হয় না। ধীরে ধীরে এটা ভাল হয়ে যায়।
কর্নিয়ার আলসার Coronary ulcer
কর্নিয়া সংক্রমণ হলে কর্নিয়ার ওপরের নরম পর্দা ছিড়ে গিয়ে আলসার হতে পারে। কর্নিয়ার ওপর তখন ছাই ছাই রঙের কম চকচকে জায়গা দেখতে পাওয়া যায়।
কর্নিয়ার আলসার থেকে লােকে অন্ধ পর্যন্ত হয়ে যেতে পারে। এজন্য অতি সতু ডাক্তার দেখাতে হবে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী চোখে এন্টিবায়ােটিক মলম লাগিয়ে ওষুধ খেতে হবে।
টেৱিজিয়াম Terrarium
রােল, বাতাস ও ধুলাে থেকে চোখে টেরিজিয়াম হয়ে থাকে। চোখের ওপরে পুরু হয়ে যাওয়া মাংস চোখের কোণ থেকে আরম্ভ করে কর্নিয়ার ওপরে চলে যায়।
চোখের মণিতে প্রবেশ করার পূর্বেই অপারেশন করা প্রয়ােজন। রাস্তায় বের হলে রঙিন চশমা পরলে টেরিজিয়ামটা অতটা বাড়ে না।
Please Like, Comment, Share and Subscribe THANK YOU!
via Blogger https://ift.tt/32h53BQ
0 notes
Video
চোখ দিয়ে পানি পড়ার চিকিৎসা | watery eyes treatment | Cineraria Maritim...
#চোখ দিয়ে পানি পড়ার হোমিও চিকিৎসা#চোখ দিয়ে পানি পড়ার প্রতিকার#চোখ দিয়ে পানি পড়ার কারণ কি#চোখ দিয়ে পানি পড়া সমস্যা#চোখ দিয়ে পানি পড়ে#চোখ দিয়ে পানি পড়ার চিকিৎসা#চোখে ঝাপসা দেখা#চোখে ঝাপসা দেখার ঔষধ#হঠাৎ চোখে ঝাপসা দেখা#চোখ দিয়ে পানি পড়া#শিশুর চোখ দিয়ে পানি পড়া#চোখে ঝাপসা দেখার কারণ#blurred eyes causes#blurred eyes diabetes#blurred eyes remedy#blurred eyes treatment#watery eyes treatment#watery eyes cold#watery eyes baby#watery eyes medicine#watery eyes remedy#watery eyes cure#watery eyes allergies
1 note
·
View note