#গীতিকার জাভেদ আখতার
Explore tagged Tumblr posts
eisamaygold · 2 years ago
Text
0 notes
alibaba1xk · 1 year ago
Text
৯ পেগ মদ খেয়ে ৯ মিনিটে গানটি লিখেছিলাম: জাভেদ আখতার
হিন্দি চলচ্চিত্রের কিংবদন্তি ব্যক্তিত্ব জাভেদ আখতার। অনেক সুপারহিট সিনেমার চিত্রনাট্য, কাহিনি ও সংলাপ রচনা করেছেন তিনি। ১ হাজারের বেশি গানের গীতিকার জাভেদ আখতার। তার লেখা অনেক গান এখনো শ্রোতাদের হৃদয়ে গেঁথে আছে। ক্যারিয়ারে অনেক সুপারহিট গান উপহার দিলেও এসব গানের কোনো কোনোটি রচনা করেছেন মাত্র ১০ মিনিটে। তবে একটি মাত্র ৯ মিনিটে লেখা শেষ করেছিলেন তিনি; তাও আবার মাতাল অবস্থায়। সম্প্রতি কলকাতার একটি…
View On WordPress
0 notes
nevermaxnews24 · 3 years ago
Text
তিনি জাভেদ আখতারের চলচ্চিত্র ক্ষমা না চাওয়ার অনুমতি দেবেন না: বিজেপি বিধায়ক
তিনি জাভেদ আখতারের চলচ্চিত্র ক্ষমা না চাওয়ার অনুমতি দেবেন না: বিজেপি বিধায়ক
জাভেদ আখতার এনডিটিভিকে বলেন, বিশ্বজুড়ে ডানপন্থীরা একই জিনিস চায়। নতুন দিল্লি: মহারাষ্ট্রের বিধায়ক এবং বিজেপির মুখপাত্র রাম কদম আজ বলেছেন, লেখক-গীতিকার জাভেদ আখতারের সঙ্গে যুক্ত কোনো চলচ্চিত্রকে দেশে প্রদর্শিত হতে দেওয়া হবে না যতক্ষণ না তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) তালেবানের সঙ্গে তুলনা করার জন্য ক্ষমা চান। এনডিটিভির সাথে কথোপকথনের সময় কবি-গীতিকার তালেবান এবং “যার�� হিন্দু…
Tumblr media
View On WordPress
1 note · View note
wing-news · 3 years ago
Text
জাভেদ আখতার কথিত 'বুলি বাই' মাস্টারমাইন্ড, বয়স 18-এর জন্য সমবেদনার আবেদন করেছেন
জাভেদ আখতার কথিত ‘বুলি বাই’ মাস্টারমাইন্ড, বয়স 18-এর জন্য সমবেদনার আবেদন করেছেন
বুল্লি বাই অ্যাপ বিতর্কের জন্য একজন 18 বছর বয়সী মহিলাকে মুম্বাই পুলিশ গ্রেপ্তার করার পরে, প্রবীণ গীতিকার জাভেদ আখতার একই বিষয়ে তার মতামত প্রকাশ করেছেন, মানুষকে ক্ষমা করার আহ্বান জানিয়েছেন… Source by [author_name]
View On WordPress
0 notes
trytechnicstimes · 4 years ago
Text
Police probe ordered into Javed Akhtar’s defamation complaint against Kangana Ranaut
Police probe ordered into Javed Akhtar’s defamation complaint against Kangana Ranaut
Published by: Biswadip Dey |    Posted: December 19, 2020 2:57 pm|    Updated: December 19, 2020 2:57 pm সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত মাসেই কঙ্গনা রানাউতের (Kangana Ranaut) বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছিলেন বলিউডের নামী গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার (Javed Akhtar)। এবার সেই মামলায় পুলিশকে তদন্তের নির্দেশ দিল মুম্বইয়ের এক মেট্রোপলিটন ‌ম্যাজিস্ট্রেট আদালত। আজ আদালতে জাভেদের আইনজীবী…
Tumblr media
View On WordPress
0 notes
paathok · 5 years ago
Photo
Tumblr media
New Post has been published on https://paathok.news/101559
শাবানা আজমির মৃত্যুকামনা করে পোস্ট দেয়ায় স্কুল শিক্ষিকা বহিস্কার
সড়ক দুর্ঘটনায় আহত শাবানা আজমি।
গত ১৮ জানুয়ারি মুম্বাইয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন কিংবদন্তি অভিনেত্রী শাবানা আজমি।
এমন দুঘর্টনাকবলিত হয়েও সহমর্মিতা না পেয়ে উল্টো নানা কটাক্ষের স্বীকার হয়েছেন তিনি।
বিশেষকরে ক্ষমতাসীন বিজেপি সমর্থকরা এই অভিনেত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটাক্ষ করতে থাকেন।
ভারতের ডানপন্থীদের অনেকে এ দুর্ঘটনাকে শাবানার ‘কর্মফল’ বলেও মন্তব্য করেন।
এবার সেসব নিন্দুককেও ছাপিয়ে গেলেন এক স্কুল শিক্ষিকা। সোশ্যাল মিডিয়ায় শাবানা আজমির মৃত্যু কামনা করে একটি পোস্ট দেন তিনি।
বিষয়টি স্কুল কর্তৃপক্ষের নজরে আসে ও তাকে এজন্য বহিস্কার করেছেন তারা।
বহিস্কার আদেশে স্কুল কর্তৃপক্ষ লিখেছে, একজন স্কুল শিক্ষিকা কতটুকু নিচু মানসিকতা ও হিংস্র হলে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন পোস্ট করতে পারে। এমন শিক্ষক থেকে কোমলমতি শিক্ষার্থীরা ভালো কিছু শিখে হিংস্রতাই শিখবে। বিষয়েটি বিবেচনা করে তাকে বহিস্কার করা হলো।
ভারতীয় সংবাদমাধ্যম এই সময় জানিয়েছে, পঞ্চাশোর্ধ্ব ওই শিক্ষিকা গ্রেটার নয়ডার দাদরি এলাকার একটি স্কুলে পড়ান।
স্কুল কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্ত শিক্ষিকা উত্তরপ্রদেশের সরকারি কর্মীদের পরিষেবা নিয়মাবলী লঙ্ঘন করেছেন। তাই অনির্দিষ্টকালের জন্য তাকে সাসপেন্ড করা হয়েছে।
এরইমধ্যে শিক্ষা দফতর ঘটনার তদন্ত শুরু করেছে। তদন্তচলাকালীন তিনি সাসপেন্ডই থাকবেন বলে জানান স্কুলটির এক শিক্ষক।
উল্লেখ্য, সম্প্রতি ভারতে পাস হওয়া বিতর্কিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সরব হয়েছেন শাবানা আজমি। তাই এমন দুর্ঘটনায় পরও হৃদয় কাঁপেনি বিজেপি নেতাকর্মীদের। সরকার বিরোধী হওয়ায় হাসপাতালের বেডে শুয়েও নানা আপত্তিকর মন্তব্য শুনতে হয়েছে শাবানাকে।
প্রসঙ্গত গত ১৮ জানুয়ারি বিকেল সাড়ে তিনটার দিকে মুম্বাই থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে খালাপুরে একটি ট্রাক সজোরে অভিনেত্রীর গাড়িতে ধাক্কা দেয়। গাড়িতে থাকা তার স্বামী গীতিকার জাভেদ আখতার চোট না পেলেও গুরুতর জখম হন শাবানা। শাবানাকে উদ্ধার করে মুম্বাইয়ের এমজিএম হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই তার চিকিৎসা চ��ছে।
0 notes
sentoornetwork · 4 years ago
Text
রিল আর রিয়্যালের “ট্র্যাজেডিকুইন” মীনাকুমারী
New Post has been published on https://sentoornetwork.com/meena-kumari-tragedy-queen-of-bollywood/
রিল আর রিয়্যালের “ট্র্যাজেডিকুইন” মীনাকুমারী
শ্যামল কর
নিদারুণ আর্থিক কষ্টের মাঝে,পরিবারে দ্বিতীয় সন্তান মেয়ে জন্ম নিতেই,থিয়েটারে হারমোনিয়াম বাজানো সামান্য আয়ের পিতা আলিবক্স বিরক্ত হয়ে, মেহজবিনকে রেখে দিয়ে এলেন এতিম��ানার বারান্দায়।তবে যতই হোক্ নিজের সন্তান তো, ধর্মভীরু মুসলমান আলিবক্স,আল্লার কোপে পড়ায় ভয়ে, আর নিজ সন্তানের টানে কিছুক্ষ্ণণ বাদেই আশ্রমের বারান্দা থেকে তুলে ঘরে ফিরিয়ে আনলেন সাত দিনের শিশুকে।কিন্তু সন্তানের প্রতি টান থাকলেও, অর্থের টানাটানিতে হিমশিম খাওয়া বাবা, মেয়েকে মানুষ করবেন কিভাবে? তাই, ছোট্ট মেয়ের হাত ধরে ঘুরতে লাগলেন, সিনেমা দুনিয়ায় তাঁর পরিচিত কিছু মানুষজনের কাছে,যদি কিছু কাজ জোটে।একদিন প্রকাশ স্টুডিওর মালিক,প্রযোজক-পরিচালক বিজয় ভাট,ডেকে পাঠান ওদের।
মেহজবিনের রাজকীয় নাম আর ফুটফুটে চেহারা দেখে, পছন্দ হয় তাঁর,একটা সু্যোগ করে দেন শিশু চরিত্রে অভিনয় করার, পারিশ্রমিক ২৫টাকা।১৯৩৯ সালে “লেদার ফেস” সিনেমা দিয়েই শুরু হলো ছবছরের বেবি মেহজবিনের অভিনয় জীবন।আসলে মেহজবিনের রক্তে ছিল, নাচ,গান বাজনা, অভিনয়। বাবা থিয়েটার জগতের মানুষ,মা ইকবাল বানুও নাটকের স্টেজে নাচ গান করতেন, দু/একটি নির্বাক সিনেমায় অভিনয়ও করেছিলেন।এই ইকবাল বানুর আসল নাম,প্রভাবতী দেবী, প্রভাবতীর মা হেমসুন্দরী ছিলেন,রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রাতুষ্পুত্রী।বাল্যবিধবা হেমসুন্দরী,অল্প বয়সের বৈধব্য জীবনে অসন্তুষ্ট হয়ে মেরঠে চলে যান ও খ্রিস্টধর্ম গ্রহণ করেন এবং জনৈক পেয়ারিলালকে বিয়ে করেন।তাদের দুই মেয়ের,এক মেয়ে প্রভাবতী,যে পরে ইসলাম ধর্ম গ্রহণ করে আলিবক্সকে বিয়ে করেন। ফিরে আসি,মেহজবিনের কথায়, ‘লেদার ফেস’ সিনেমার পর ‘অধুরি কাহানী’ ‘পুজা’ ‘নয়ি রোশনি’ একের পর এক সিনেমায় কাজ পেতে থাকে মেহজনিন, তার রূপ,গুণ ও অভিনয় ক্ষমতার জোরে।পরে ‘এক হি ভূল’ সিনেমায়,বিজয় ভাট মেহজবিনের নাম পাল্টে, নতুন নাম রাখেন,”বেবি মীনা”। সেই ‘বেবি মীনা’ পরে সুপরিচিত,বিখ্যাত হয়ে উঠলেন “মীনা কুমারী” নামে। কবি-গীতিকার জাভেদ আখতার, পরম খেদের সাথে বলেছিলেন, মেহজবিনের মতো এমন অপার্থিব নাম,বদল হয়ে হলো কিনা মীনা কুমারী! এর থেকে বড় ট্র্যাজেডি আর কি হতে পারে? সত্যিই তাই, মিনা কুমারীর সারা জীবনটাই বিষাদময়।জন্ম থেকেই দুর্ভগ্যের শিকার তিনি। নুন আনতে পান্তা ফুরানোর সংসারে,শিশু মেহজবিন না পেয়েছে বাবার স্��েহ,মায়ের আদর, মাত্র ছবছর বয়সেই অভাব অনটনের সংসারের হাল ধরতে গিয়ে,পড়াশোনা করার সুযোগ হয়ে ওঠে নি। প্রতিষ্ঠা লাভের পর,কান্নাভেজা গলায় মীনা কুমারী বলেছিলেন,- আমি রূপকথা ভালবাসতাম,পড়তে চাইতাম, কিন্তু আমাকে রূপকথার দৃশ্যে নাচগান করতে হতো।স্কুল কলেজের পাঠ না পেলেও, তাঁর অদম্য ইচ্ছা ও একান্ত নিজের প্রচেষ্টায় পরে তিনি অনেকগুলো কবিতা লিখেছিলেন,‘নাজ’ ছদ্মনামে,কবি হিসাবে পেয়েছিলেন স্বীকৃতি,ছিলেন সু-গায়িকাও।
নায়িকা হিসাবে মীনা কুমারীর যখন মধ্যগগন, সেসময়ে বিখ্যাত পরিচালক কামাল আমরোহির সাথে পরিচয়,প্রেম,প্রণয়,নিকাহ্‌।কিন্তু তা ঘটে নি নিষ্কন্টক ভাবে।তিন সন্তান সহ বিবাহিত কামালের খানদানি পরিবার ও পিতা আলিবক্সের ছিল ঘোর আপত্তি।প্রেম মহব্বত, বাধা বিপত্তি আপত্তি কিছুই মানে না। কিন্তু মনের মানুষের সাথে বিয়ে হয়েও সুখী হতে পারলেন না মীনা।রক্ষণশীল মানসিকতার কামালের কড়া শাসন, সন্দেহের নজর,বন্দী জীবন, এমন কি মাঝে মাঝে শারীরিক নির্যাতন সহ্য করতে হতো মীনাকে।শেষে আর সহ্য করতে না পেরে বাধ্য হলেন বিবাহ বিচ্ছেদ ঘটাতে।মনে শান্তি নেই,রাতে ঘুম নেই, ধীরে ধীরে হয়ে পড়লেন অবসাদগ্রস্ত।অবসাদ কাটানো ও ঘুমের জন্য ডাক্তার পরামর্শ দিলেন, অল্প পরিমাণে ব্র্যন্ডি খাওয়ার। কিন্তু দিনে দিনে বেড়ে চলল মদের পরিমাণ, বাড়লো আসক্তি, হয়ে ঊঠলেন,মদ্যপ, পরে লিভার সিরোসিস।অসুস্থ অবস্থাতেও ডাক্তারের বারণ না মেনে চালিয়ে যেতে থাকেন অভিনয়।ধর্মেন্দ্রর সাথে তাঁর সম্পর্কের কথা শোনা গেলেও, পরিণতি লাভ করেনি। ১৯৭২ সালের্ ৪ঠা ফেব্রুয়ারী তাঁর শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা “পাকিজা”।আর তার দেড় মাস বাদে ৩১শে মার্চ, আরব সাগরে সূর্য অস্তমিত হওয়ার আগেই, অস্তাচলে গেল উজ্জ্বল নক্ষত্রের জীবন। মীনা কুমারীর জন্ম ১৯৩৩ সালের ১লা আগষ্ট, মৃত্যু ১৯৭২ সালের ৩১শে মার্চ।তাঁর মাত্র ৩৮ বছরের জীবনকালের মধ্যে ৩২ বছর অভিনয় জীবন, ৯০টারও বেশী সিনেমাতে অভিনয় করেছিলেন তিনি।কঠিন দারিদ্রতা কাটিয়ে পেয়েছিলেন,অর্থ,যশ, খ্যাতি, সাফল্য, জনপ্রিয়তা।এত কিছু পাওয়ার মাঝেও, তাঁর না-পাওয়ার জীবন। ভালবাসার কাঙাল মীনা কুমারী পান নি, মনের মানুষ,কাছের মানুষের ভালবাসা। মৃত্যুর পরের দিন সকালে, সে সময়ের আর এক তারকা নায়িকা, অভিনেত্রী নার্গিস লিখেছিলেন,- ‘মওত মুবারক হো।আর কখনও এ দুনিয়ায় জন্ম নিও না মেহজবিন’। আজ জন্মদিনে, ক্ষণজন্মা প্রতিভাময়ী অভিনেত্রীকে তাঁর গুণগ্রাহীদের পক্ষ থেকে ভালবাসা, কুর্নিশ,সেলাম জানাই। ‘ চলতে চলতে, ইঁউহি কোই মিল্‌ গয়্যা থা ।’
0 notes
kraybazar · 4 years ago
Text
কঙ্গনার অস্তিত্বই প্রমাণ করে বলিউডে বহিরাগতদের কতটা গুরুত্ব দেওয়া হয়, অকপট জাভেদ -Deshebideshe
কঙ্গনার অস্তিত্বই প্রমাণ করে বলিউডে বহিরাগতদের কতটা গুরুত্ব দেওয়া হয়, অকপট জাভেদ -Deshebideshe
[ad_1]
মুম্বাই, ২৬ জুলাই – সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর প্রসঙ্গ টেনে এনে বলিউডের একাধিক নামজাদা পরিচালক, গীতিকারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন কঙ্গনা। জাভেদ আখতার, মহেশ ভাট দের ‘সুসাইড গ্যাং’ এর তকমা দিয়েছেন তিনি। কিন্তু এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে কঙ্গনার বিরুদ্ধে কোনও কথা না বলেই নিজের বক্তব্য রেখেছেন জাভেদ।
গতকাল এই বর্ষীয়ান গীতিকার জানিয়েছেন, ‘ কঙ্গনা খুবই ট্যালেন্টেড…
View On WordPress
0 notes
amarnews · 4 years ago
Text
কঙ্গনার অস্তিত্বই প্রমাণ করে বলিউডে বহিরাগতদের কতটা গুরুত্ব দেওয়া হয়, অকপট জাভেদ
কঙ্গনার অস্তিত্বই প্রমাণ করে বলিউডে বহিরাগতদের কতটা গুরুত্ব দেওয়া হয়, অকপট জাভেদ
[ad_1] মুম্বাই, ২৬ জুলাই – সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর প্রসঙ্গ টেনে এনে বলিউডের একাধিক নামজাদা পরিচালক, গীতিকারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন কঙ্গনা। জাভেদ আখতার, মহেশ ভাট দের সুসাইড গ্যাং এর তকমা দিয়েছেন তিনি। কিন্তু এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে কঙ্গনার বিরুদ্ধে কোনও কথা না বলেই নিজের বক্তব্য রেখেছেন জাভেদ।
গতকাল এই বর্ষীয়ান গীতিকার জানিয়েছেন, কঙ্গনা খুবই ট্যালেন্টেড…
View On WordPress
0 notes
amadernikli · 5 years ago
Text
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত শাবানা আজমি
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত শাবানা আজমি
আমাদের নিকলী ডেস্ক ।।
মুম্বইয়ে শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ভারতের কি��বদন্তি অভিনেত্রী শাবানা আজমি।
পুলিশ জানিয়েছে, মুম্বই-পুনে হাইওয়েতে এ দিন বিকেলে দুর্ঘটনার কবলে পড়েন শাবানা এবং তাঁর স্বামী গীতিকার জাভেদ আখতার।
সংবাদ সংস্থার খবর, বিকেল সাড়ে তিনটার দিকে মুম্বই থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে খালাপুরে একটি ট্রাক খুব জোরে ছুটে এসে অভিনেত্রীর গাড়িতে ধাক্কা মারে। জাভেদ…
View On WordPress
0 notes
uzzalshaha · 5 years ago
Text
অভিনেত্রী শাবানা গুরুতর আহত
অভিনেত্রী শাবানা গুরুতর আহত
মুম্বাইয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলেন কিংবদন্তি অভিনেত্রী শাবানা আজমি। শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে মুম্বাই-পুনে হাইওয়েতে ট্রাকের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় তার টাটা সাফারি গাড়িটি।
পুলিশ জানিয়েছে, মুম্বাই-পুনে হাইওয়েতে এ দিন বিকেলে দুর্ঘটনার কবলে পড়েন শাবানা এবং তার স্বামী গীতিকার জাভেদ আখতার।
ভারতীয় সংবাদ মাধ্যমের খবর, বিকেল সাড়ে তিনটা নাগাদ মুম্বাই থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে খালাপুরে একটি…
View On WordPress
0 notes
wing-news · 3 years ago
Text
বিজেপি নেতা জাভেদ আখতারকে হুঁশিয়ারি দিলেন - আরএসএস দাবি চেয়েছে .. নইলে চলচ্চিত্র মুক্তি দেওয়া হবে না
বিজেপি নেতা জাভেদ আখতারকে হুঁশিয়ারি দিলেন – আরএসএস দাবি চেয়েছে .. নইলে চলচ্চিত্র মুক্তি দেওয়া হবে না
নতুন দিল্লি: বলিউডের বিখ্যাত গীতিকার, কবি, চিত্রনাট্যকার জাভেদ আখতার আবার উগ্র হিন্দুত্ববাদীদের নিশানায়। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে তালেবানের সঙ্গে তুলনা করে তাঁর বক্তব্য তীব্র বিরোধিতা করা হচ্ছে। এখন মহারাষ্ট্রের বিজেপি নেতা রাম কদম বলেছেন যে তিনি জাভেদ আখতারের তালেবান ও আরএসএস -এর তুলনার বক্তব্যের বিরোধিতা করবেন এবং তাঁর বিরুদ্ধে ��ুলিশ অভিযোগ দায়ের করবেন।
View On WordPress
0 notes
gnews71 · 7 years ago
Photo
Tumblr media
‘কুচ কুচ হোতা হ্যায়’ সিনেমার অজানা গল্প জানালেন শাহরুখ খান শাহরুখ-কাজল-রানি মুখার্জির সিনেমা ‘কুচ কুচ হোতা হ্যায়’। বলিউডের ইতিহাসে ছবিটি অনন্য এক ইতিহাস হয়ে আছে। ছবিটি বিশ্বজুড়েই বলিউডপ্রেমীদের অন্তরে ভালো লাগার দোলা দিয়েছে। ১৯৯৮ সালে বলিউড পরিচালক হিসেবে করণ জোহরের প্রথম ছবি ছিল ‘কুচ কুচ হোতা হ্যায়’। বলিউডের অন্যতম সেরা রোম্যান্টিক ত্রিকোণ প্রেমের ছবির তালিকায় শীর্ষস্থানে রয়েছে এটি। ছবির গানগুলি আজও সমানভাবে জনপ্রিয়। ১৯ বছর আগে মুক্তি পাওয়া এই ছবির অজানা এক গল্প শোনালেন এবার ছবির নায়ক শাহরুখ খান। গেল রোববার শাহরুখের শো ‘টেড টকস’-এ গিয়েছিলেন বলিউডের বিখ্যাত গীতিকার জাভেদ আখতার। সেখানেই কথোপকথনের মাঝে শাহরুখ শেয়ার করেছেন ‘কুচ কুচ হোতা হ্যায়’ গানটি তৈরি হওয়ার অন্দরের কাহিনী। বলিউডে কিং খানের ২৫ বছরের জার্নি নিয়ে আলোচনার ফাঁকেই উঠে এসেছে এই তথ্য। শাহরুখ জানিয়েছেন, জাভেদ আখতার নাকি এই ছবিতে কাজ করবেন না ঠিকই করে ফেলেছিলেন। কারণ ছবির নাম জাভেদের পছন্দ হয়নি। শাহরুখ বলেছেন, ‘একদিন অসম্ভব রেগে গিয়ে জাভেদজি বললেন, ‘অব তো মেরা দিল জাগে না সোতা হ্যায়, ক্যায়া করু হায়, কুচ কুচ হোতা হ্যায়’। নাও, এ সবই তো তোমাদের পছন্দ। কোনো রকম পরিকল্পনা ছাড়া, রাগের বহিঃপ্রকাশ করতে গিয়ে জাভেদ আখতার যে শব্দগুলি বলেছিলেন, সেগুলি দিয়েই ছবির টাইটেল ট্র্যাকটি তৈরি করা হয়েছিল। আর এর পরের কাহিনী তো ইতিহাস!’ জাভেদ আখতারের প্রশংসা করে শাহরুখবলেন, ‘রেগে গিয়েও জাভেদজি যে শব্দগুলি উচ্চারণ করেন, পরে সেগুলি গোল্ডেন ওয়ার্ডস হয়ে ওঠে। তিনি আমাদের ইন্ডাস্ট্রিতে এক ও অনবদ্য।’
0 notes
bollywoodcelebritynews · 7 years ago
Video
youtube
বলিউডে তাঁরা সবাই দ্বিতীয় স্ত্রী
তাঁরা সবাই বলিউডের ‘সৌন্দর্যের রানি’। লাখো তরুণ ভক্তের স্বপ্নের নায়িকা। তারকা অভিনেতা থেকে শুরু করে হাজারো অবিবাহিত পুরুষ ভক্ত পাগল ছিলেন তাঁদের জন্য। কিন্তু তাঁরা মন দিয়েছেন, বিয়ে করেছেন বিবাহিত পুরুষকে। নিজেদের প্রথম বিয়ে হলেও তাঁরা কেউ স্বামীর প্রথম স্ত্রী নন। বলিউডের এমন কয়েকজন নায়িকাকে নিয়ে সাজানো হয়েছে এ প্রতিবেদন।
মধুবালা মধুবালাকে ভালোবেসে বিয়ে করেছিলেন কিশোর কুমার। প্রথম স্ত্রী অভিনেত্রী ও গায়িকা রুমা গুহঠাকুরতার সঙ্গে তাঁর আট বছরের সংসার ভেঙে যায় ১৯৫৮ সালে। কলকাতার এক চিত্রনির্মাতার প্রেমের টানে কিশোর কুমারকে ছেড়ে যান রুমা। এরপর কিশোর কুমার প্রেমে পড়েন সে সময়কার বলিউডের মেরিলিন মনরো-খ্যাত মধুবালার। মধুবালার হৃৎপিণ্ড ও শ্বাসযন্ত্রে বাসা বেঁধেছিল অসুখ। ক্যারিয়ারও ম্লান হচ্ছিল ধীরে ধীরে। অসুস্থ অবস্থায় নয় বছর কিশোর কুমারের সঙ্গে সংসার করে ১৯৬৯ সালে মারা যান মধুবালা।
হেমা মালিনী হেমা মালিনী ১৯৭৭ সালে বিখ্যাত ‘ড্রিম গার্ল’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ‘ড্রিম গার্ল’ উপাধি লাভ করেন। সঞ্জীব কুমার, জিতেন্দ্রসহ অনেক নামী অভিনেতার কাছ থেকে বিয়ের প্রস্তাব পেয়েছিলেন হেমা। সব প্রস্তাব বাতিল করে দিয়ে ‘শোলে’ ছবির শুটিংয়ের সময় নায়ক ধর্মেন্দ্রর প্রেমে পড়েন হেমা মালিনী। ধর্মেন্দ্র তখন ছিলেন বিবাহিত। তাঁর প্রথম স্ত্রী ���্রকাশ কৌর বিবাহবিচ্ছেদে রাজি ছিলেন না। হিন্দুধর্মমতে প্রথম স্ত্রী থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে আইনসিদ্ধ না হওয়ায় ১৯৭৯ সালে তাঁরা ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ে করেন। তাঁদের দুই মেয়ে এষা ও অহনা।
শাবানা আজমি বিখ্যাত লেখক-গীতিকার জাভেদ আখতার ও অভিনেত্রী শাবানা আজমির প্রেমকাহিনি কোনো সিনেমার গল্পের চেয়ে কম ঘটনাবহুল নয়। ১৯৭০ সালে শাবানার বাবা কবি কাইফি আজমির কাছে জাভেদ লেখালেখির কলাকৌশল শিখতে আসা শুরু করেন। এভাবে জাভেদ-শাবানা একে অপরের প্রেমে পড়েন। কিন্তু তখন জাভেদের ঘরে প্রথম স্ত্রী হানি ইরানি ও দুই সন্তান ফারহান ও জয়া ছিল। হানি ইরানিকে তালাক দিয়ে ১৯৮৪ সালে শাবানা আজমিকে বিয়ে করেন জাভেদ আখতার।
স্মিতা পাতিল সত্তর-আশির দশকের বলিউডের শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে আখ্যায়িত করা হয় স্মিতা পাতিলকে। স্মিতা প্রেমে পড়েছিলেন সহ-অভিনেতা রাজ বাব্বরের। তাঁদের প্রেম নিয়ে তখন গণমাধ্যমে ঝড় ওঠে। রাজ বাব্বর তাঁর প্রথম স্ত্রী নাদিরা জহির এবং দুই সন্তান আর্য বাব্বর ও জুহি বাব্বরকে রেখে স্মিতা পাতিলকে বিয়ে করেন। পুত্রসন্তান প্রতীক বাব্বরকে জন্মদানের দুই সপ্তাহ পর জন্মসংক্রান্ত জটিলতায় ১৯৮৬ সালের ১৩ ডিসেম্বর স্মিতা পাতিলের মৃত্যু হয়।
জুহি চাওলা ১৯৮৪ সালের ‘মি�� ইন্ডিয়া’ বলিউড কাঁপানো সুন্দরী জুহি চাওলা ১৯৯৫ সালে ব্যবসায়ী জয় মেহতাকে বিয়ে করেন। আমেরিকা, কানাডা, ভারত ও আফ্রিকাজুড়ে ব্যবসা জয় মেহতার। জয় মেহতার প্রথম স্ত্রী সুজাতা বিরলা ১৯৯০ সালে একটি বিমান দুর্ঘটনায় নিহত হন। জুহি চাওলা-জয় মেহতা দম্পতির এক মেয়ে জাহ্নবী ও এক ছেলে অর্জুন।
শ্রীদেবী মিঠুন চক্রবর্তীর সঙ্গে শ্রীদেবীর বিতর্কিত প্রেমকাহিনির কথা এখনো কান পাতলে শোনা যায় বলিউডের অন্দরে। মিঠুন স্ত্রী যোগিতা বালিকে ফাঁকি দিয়ে শ্রীদেবীকে ঘরে তুলতে পারেননি। ১৯৯৬ সালে চলচ্চিত্র প্রযোজক বনি কাপুরকে বিয়ে করেন শ্রীদেবী। বলিউডের সর্বাধিক আলোচিত বিয়ের একটি শ্রীদেবী-বনি কাপুরের বিয়ে। বলিউডের প্রথম নারী সুপারস্টার বিবেচিত শ্রীদেবীকে বিয়ের আগে মোনা শুরিকে বিয়ে করেছিলেন বনি কাপুর। ১৯৯৩ সালে তাঁর প্রথম স্ত্রী মোনার সঙ্গে আট বছরের সম্পর্ক ভেঙে দেন। শ্রীদেবী-বনি কাপুরের দুই মেয়ে জাহ্নবী কাপুর ও খুশি কাপুর।
কারিশমা কাপুর নব্বই দশকের পর্দা কাঁপানো নায়িকা ছিলেন কারিশমা কাপুর। অমিতাভ বচ্চনের ছেলে অভিষেক বচ্চনের সঙ্গে আংটিবদল হয়েছিল কারিশমার। শেষ পর্যন্ত সে সম্পর্ক ভেঙে যায়। ২০০৩ সালে কারিশমা বিয়ে করেন শিল্পপতি সঞ্জয় কাপুরকে। বিয়ের কয়েক বছর পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। অবশেষে ২০১৬ সালে আনুষ্ঠানিকভাবে তাঁরা আলাদা হয়ে যান। সঞ্জয় প্রথম বিয়ে করেছিলেন ডিজাইনার নন্দিতা মাহতানিকে।
রাভিনা ট্যান্ডন নব্বইয়ের দশকে বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী রাভিনা ট্যান্ডন ‘স্ট্যাম্পড’ ছবিতে অভিনয়ের সময় চলচ্চিত্র পরিবেশক অনিল থাদানির প্রেমে পড়েন। এর আগে রাভিনা ট্যান্ডন আর অক্ষয় কুমারের সম্পর্ক নিয়ে আলোচনা ছিল বলিউডপাড়ায়। সেই প্রেমের ইতি ঘটে অনেক আগেই। ২০০৪ সালে রাভিনা অনিল থাদানিকে বিয়ে করেন। অনিল রাভিনাকে বিয়ে করতে প্রথম স্ত্রী নাতাশা সিপ্পিকে তালাক দেন। তাঁদের সংসারে আছে কন্যা রাশা ও পুত্র রণবীর।
শিল্পা শেঠি নব্বইয়ের দশকে শিল্পা শেঠি আর অক্ষয় কুমারের প্রেম ছিল আলোচিত। অক্ষয় শিল্পাকে ধোঁকা দিয়ে ২০০১ সালে বিয়ে করে ফেলেন টুইঙ্কল খান্নাকে। ‘চুরা কে দিল মেরা’-খ্যাত অভিনেত্রী শিল্পা শেঠি অবশেষে ২০০৯ সালে ব্রিটিশ ব্যবসায়ী রাজ কুন্দ্রর সঙ্গে গাঁটছড়া বাঁধেন। শিল্পাকে বিয়ে করার আগে প্রথম স্ত্রী কবিতাকে তালাক দেন রাজ কুন্দ্র। শিল্পা-কুন্দ্রর ছেলে ভিয়ানের বয়স এখন পাঁচ বছর।
লারা দত্ত সাবেক মিস ইউনিভার্স লারা দত্ত ২০১১ সালে ভারতের জনপ্রিয় টেনিস খেলোয়াড় মহেশ ভূপতিকে বিয়ে করেন। ২০১০ সালে সাত বছর একসঙ্গে থাকার পর প্রথম স্ত্রী প্রখ্যাত মডেল শ্বেতা জয় শঙ্করকে তালাক দেন মহেশ ভূপতি। ২০১২ সালে লারা-মহেশ দম্পতির ঘরে জন্ম নেয় কন্যা সায়রা।
কারিনা কাপুর বর্তমান সময়ে বলিউডের আলোচিত তারকা দম্পতি সাইফ আলী খান ও কারিনা কাপুর। তাঁদের প্রেমের শুরু ২০০৭ সালে ‘তাশান’ ছবিতে অভিনয়ের সময়। পাঁচ বছর প্রেম করার পর ২০১২ সালের ১৬ অক্টোবর গাঁটছড়া বাঁধেন পতৌদির নবাব সাইফ আলী খান এবং ‘হিরোইন’ তারকা কারিনা কাপুর। ২০০৪ সালে বয়সে ১৩ বছরের বড় বলিউডের অভিনেত্রী অমৃতা সিংয়ের সঙ্গে ১৩ বছর সংসার করার পর বিচ্ছেদের পথে হাঁটেন সাইফ। সাইফ-কারিনার একমাত্র পুত্র তৈমুর আলী খান।
বিদ্যা বালান বলিউডের ‘দ্য ডার্টি পিকচার’ তারকা বিদ্যা বালান ইউটিভির ব্যবস্থাপনা পরিচালক সিদ্ধার্থ রায় কাপুরের সঙ্গে টানা দুই বছর প্রেম করেন। মিডিয়ায় তাঁদের প্রেমের বিষয়টি ওপেন সিক্রেট থাকলেও তাঁরা কখনো স্বীকার করেননি। এমনকি বিয়ের কিছুদিন আগেও তাঁরা এ বিষয়ে মুখে কুলুপ এঁটে ছিলেন। সব জল্পনার অবসান ঘটিয়ে ২০১২ সালে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন বিদ্যা বালান ও সিদ্ধার্থ রায় কাপুর। বিদ্যার স্বামীও আগে বিয়ে করেছেন।
রানী মুখার্জী বিভিন্ন সময়ে রানী মুখার্জীর সঙ্গে গোবিন্দ, আমির খান, অভিষেক বচ্চন ও আদিত্য চোপড়ার প্রেম-সম্পর্কিত গুজব প্রকাশিত হয়েছে। শেষ পর্যন্ত রানী-আদিত্যর গুজব সত্যি হয়। ২০১৪ সালে বলিউডের বিখ্যাত যশরাজ ফিল্মসের চেয়ারম্যান আদিত্য চোপড়াকে বিয়ে করেন রানী মুখার্জী। আদিত্য চোপড়া ২০০৯ সালে প্রথম স্ত্রী পায়েল খান্নার সঙ্গে বিচ্ছেদ ঘটান।
0 notes
dailymail24-blog · 8 years ago
Photo
Tumblr media
তিন তালাক প্রথাকে ক্ষতিকর বললেন জাভেদ আখতার https://www.dailymail24.com/wp-content/uploads/2017/04/034354javed-akhtar_kalerkantho_pi.jpg তিন তালাক প্রথাকে ক্ষতিকর বললেন জাভেদ আখতার। এই ইস্যুতে মুসলিম পার্সোনাল ল বোর্ডকে তুলোধনা করলেন বিশিষ্ট গীতিকার ও প্রাক্তন সাংসদ জাভেদ আখতার। একই সঙ্গে তিন তালাক প্রথাকে নিষিদ্ধ করার পক্ষেও প্রশ্ন করেছেন তিনি। আজ টুইট বার্তায় জাভেদ আখতার লেখেন, এটি অপব্যবহারকারীদের বয়কটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া...
0 notes
shachisharma90 · 3 years ago
Text
বাংলাদেশ : ক্ষোভ প্রকাশ জাভেদ আখতারের - S Newz
S Newz - বাংলাদেশে পুজো মণ্ডপে অশান্তির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বর্ষীয়ান গীতিকার জাভেদ আখতার। এক টুইট বার্তায় জাভেদ আখতার বলেছেন, বাংলাদেশে যা হচ্ছে তা অত্যন্ত লজ্জার। যারা অশান্তি করছে তারা কাপুরুষ ও মানসিক বিকারযুক্ত।  বাংলাদেশের প্রধানমন্ত্রী …
from Snewzin's Favorite Links from Diigo https://snewz.in/javed-akhter-on-bangladesh-incident_/152134/
0 notes