#ক্রাইম টিভি বাংলা বাংলাদেশ
Explore tagged Tumblr posts
Text
#ক্রাইম টিভি বাংলা প্রতিবেদন#ক্রাইম টিভি বাংলা ব্রাজিল#ক্রাইম টিভি বাংলা বাংলাদেশ#ক্রাইম টিভি বাংলা দুবাই#ক্রাইম টিভি বাংলা ব্রেকিং নিউজ#ক্রাইম টিভি বাংলা তাজা খবর
2 notes
·
View notes
Photo
বেনাপোলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে একই মঞ্চে মিলবে দুই বাংলার মিলন মেলা ক্রাইম প্রতিদিন, হাসান তামিম, বেনাপোল : মহান একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃৃভাষা দিবস যথাযগ্যো মর্যাদায় পালনের জন্য বরাবরের ন্যায় এবারও (বাংলাদেশ-ভারত) দুই বাংলার ভাষা প্রেমীদের মিলন মেলা অনুষ্ঠিত হবে দুই দেশের সিমান্তের শূন্য রেখায় নোম্যান্সল্যান্ডে। ইতি মধ্যেই ভারতের বনগা পৌরসভা ও বেনাপোল পৌরসভার যৌথ আয়োজনে অনুষ্ঠান স্থলের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।ধর্ম-বর্ন,জাতি,গোত্র নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে বাংলাদেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমন্ডলে সর্বোজনীন স্বীকৃত অমর একুশে ফেব্রুয়ারী “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস”।ভৌগলিক পরিমন্ডলে বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমানা রেখা বিরাজমান থাকলেও বাঙ্গালীর প্রানের ভাষা “আমরি বাংলা ভাষা“ এর টানে সকল নিয়ম-নিতী ভ’লে, কাটা তারের বেড়া উপেহ্মা করে ভাষা দিবেসের সকালে সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে দুই দেশের মধ্যকার নোম্যন্স ল্যান্ডে জড়ো হয় হাজার হাজার বাঙ্গালী।জনতার ভিড়ে এক গম্ভীর পরিবেশে আবেগ ঘন মূহুর্তের মধ্যে দিয়ে ভাষার জন্য প্রান দেওয়া সকল শহীদের স্মৃতিচারন করা হয় গল্প,কবিতা আর গানের মাধ্যমে।দূর -দূরান্ত হতে একুশে ফেব্রুয়ারী সাধারন জনগনের সাথে পালন করতে ছুটে আসেন এপার বাংলা ও অপার বাংলার সরকারী মন্ত্রী,এমপি, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, খ্যাতনামা কবি-সাহিত্যিক, সাংবাদিক,সঙ্গীত শিল্পি,টিভি ব্যাক্তিত্ব সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ে কর্মরতরা । ভারত-বাংলাদেশের সিমান্তরহ্মী বাহিনী বিজিবি ও বি এস এফ এর সার্বিক তত্বাবাধনে প্রশাসনের কঠোর নিরাপত্তা ব্যাবস্থার মধ্যে দুই দেশের পৌরসভার সার্বিক ব্যাবস্থাপনায় এবার ও পালিত হতে যাচ্ছে অমর একুশে ফেব্রুয়ারী যেখানে দুই দেশের খ্যাতনামা সঙ্গীত শিল্পীদের অংশ গ্রহনে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেন বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন।তিনি আরো জানান, “বিশ^ মানব যদি হবি কায়মনে বাঙ্গালী হ” এ শ্লোগানে মিলিত হবে দুই বাংলার ভাষা প্রেমীরা।ভারতের খাদ্যসরবারহ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নেতৃত্বে গন্যমান্য ব্যক্তিবর্গ সহ দুই দেশের বাংলা ভাষা প্রেমীদের নিয়ে একটি মোহনায় “বঙ্গবন্ধু ২১ এর মঞ্চে” মিলিত হয়ে সকল ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা ঙ্গাপন করা হবে বলে তিনি নিশ্চিত করেন।উল্লেখ্য বিগত বিশ বৎসর ধরে ধারাবাহিক ভাবেই বেনাপোল সিমান্তের শুন্য রেখায় দুই বাংলার বাঙ্গালীদের মিলন মেলার মাধ্যমে অমর একুশে ফেব্রুয়ারী উৎযাপিত হয়ে আসছে।
0 notes