#আবল
Explore tagged Tumblr posts
murtazasaadenan-blog · 5 years ago
Text
প্রতিবছর এই দিনটায় চিঠি লেখা হয়। হলুদ খামে ভরে ডাকটিকেট লাগিয়ে সেই চিঠি পাঠানো হয় সময়মত। সেই খাম এ হাত ও হাত ঘুরে। চিঠিবাহক দুপুরের গা জ্বলে যাওয়া উষ্ণতায় চিঠি হাতে ঠিকানায় পৌঁছায়। অথচ একি! এই ব্যক্তি তো এখানে থাকে না! ব্যক্তির পরিচয়টাও কেউ জানে না। জিজ্ঞেস করলে, কেউ হয়তো অনিশ্চিত মাথা নাড়ে। মনে করার ব্যর্থ চেষ্টা চালায়। না, এই নামে এখানে কেউ থাকতো না, কখনো হয়তো ছিলও না। চিঠি হাতে বাহক ফিরে আসে ক্লান্ত পায়ে, অভিশম্পাত দেয় চিঠি লেখা সেই মানুষটাকে। তারপর পা ফেলে এগিয়ে যায় নতুন গন্তব্যে।
ডাকটিকেটের আঠা খুলে যায় গরমে। দুমড়ে মুচড়ে যায় অবহেলায়। তারপর একদিন পথে পথে ঘুরে উদ্দেশ্যহীনভাবে। পায়ের তলায় পিষ্ট হয়ে নিঃশেষ হয়। তারপর একদিন আবার চিঠি লেখা হয় নতুন উদ্দেশ্যহীন ঠিকানায়। লেখক আশায় থাকে চিঠিটা প্রিয়ন্তির হাতে পৌঁছাবে। খুব মনযোগ দিয়ে সেই চিঠিটা পড়ে দেখবে মেয়েটা। তারপর কলম হাতে, সুন্দর করে উত্তর দিবে প্রশ্নগুলোর। অভিমান আর ভালোবাসার চিহ্ন সেই চিঠির প্রতিটি অক্ষর বহন করবে। ছেলেটি অপেক্ষায় থাকে। এক দুই করে অনেকগুলো বছর...
1 note · View note
monir9003 · 3 years ago
Text
��িলেন - থ্রিলার প্রেমের গল্প পর্ব 39 | Romantic Love Story
ভিলেন – থ্রিলার প্রেমের গল্প পর্ব 39 | Romantic Love Story
ভিলেন পার্টঃ৩৯ Mona Hossain আমি এবার কি করব? কিভাবে সামলাব? কেন এসব বলতে গিয়েছিলাম? আকাশঃ কিরে তুই শুরু করবি নাকি আমি….??? মেঘলাঃ ভাইয়া ইয়ে মানে… আকাশঃ কিসের মানে? আমাকে ফ্লার্ট করা শিখা আমি শিখতে চাই। মেঘলাঃ তোকে না খুব সুন্দর লাগছে… আকাশঃ কি..?? মেঘলাঃ তুই অনেক ভাল একদম কিউটের ডিব্বা আকাশঃ কিসব আবল তাবল বলছিস? মেঘলাঃ এগুলা ফ্লার্ট না..?? আকাশঃ আচ্ছা করা শেষ ফ্লার্ট? মেঘলাঃ হুম…তাহলে এবার আমি…
Tumblr media
View On WordPress
0 notes
shokherbilash · 4 years ago
Video
ব্লাউজটা অন্য শাড়ির জন্য করেছিলাম কিন্তু Fahima Sumi শাড়ির সাথে মিলে গেল।আমার ইচ্ছে ছিল সাদা বানাবো কিন্তু হচ্ছিল না অথচ এত গুলা শাড়ি কিনলাম পরাই হয় নাই। তাই এটা দিয়ে পরলাম। পিছনে কাজ টা হাতে আকা। আমার আবল তাবল আকতে ভালো লাগে সব কিছুর মিনিং খুজতে হয় না। আকাশীতে সাদা রঙ অনেক জালায়ছে তবুও ফুটাতে পারছি শান্তি। https://www.instagram.com/p/CPYJNtJnKkh/?utm_medium=tumblr
0 notes
drmdabdulkadirtalukder · 5 years ago
Text
সাবধানে পড়বেন , গাঁজার উপর ভক্তি চইলা আসতে পারে লেখা টা পইড়া  ।
সাবধানে পড়বেন , গাঁজার উপর ভক্তি চইলা আসতে পারে লেখা টা পইড়া  ।
Tumblr media
গাঞ্জা খোর , গাঞ্জা গবেষক , ভেষজবিদ , ফার্মেসির ছাত্র , হোমিওর ছাত্র , ইউনানি আর আয়ুর্বেদির ছাত্ররা পড়তে পারেন , কিছু তথ্য পাইলেও পাইতে পারেন , না পাইলে আমার কোনো দোষ নাই ! আগেই বলে রাখলাম ।  . বিঃদ্রঃ যারা গাঞ্জাখোর না , বাট চামে চাঞ্চ পাইলেই শুকনা বা সবজি বইলা দুই একটা টান টোন দেন , তারাও পড়তে পারেন । খালি হুজুররা দূরে থাকুন – হারাম মাল নিয়া আলোচনা হবে , এখানে আপনাদের না থাকাই ভালো ।  . “গাঞ্জা” কেমন যেনো নেশাময় একটা নাম , গাঞ্জা নামের সাথেই গাঞ্জুট্টি নামটা চলে আসে !! গাঞ্জুট্টি শব্ধটার শোনার সাথে সাথে চোখের সামনে গাল ভাঙ্গা , চোখ গর্তে ঢোকানো শুকনা চিমশা মারা হিরুইন���ি মার্কা চেহারা হাজির হয় !! যদিও অনেক নাদুস নুদুস আলু আলু চেহারার অনেককেই দেখিছি যারা ইহাতে অভ্যস্ত ।  . আসসা বাদ দেই এসব কথা , গাঞ্জুট্টির বর্ননা দিতে গিয়া হিরুইঞ্চি চলে আসছে আবার ডাইল , বাবা ইত্যাদি উচ্চ স্তরের জিনিশ চলে আসতে পারে ।  গাঞ্জা/গাঁজা গাছের স্ত্রী-পুরুষ আছে। দুই গাছেরই ফুল হয় । তবে শুধু স্ত্রী গাছের দ্বারাই গাঁজা , ভাং ও চরস পাওয়া যায় । পুরুষ গাছের মাদক ক্ষমতা নাই । হুমায়ুন স্যারের ভাষায় “ধিক পুরুষ গাঁজা বৃক্ষ ! ” .Hi, do u know ? How to earn money online ? স্ত্রী গাছের শুকানো পাতাকে বলে সিদ্ধি বা ভাং !! সিদ্ধি লাভের আশায় ইদানিং কিছু বাবারা সিদ্ধির ভক্ত হয়ে যাচ্ছে ।এটা নাকি মহাপুরুষ হবার সহজ পথ । কালীপুজায় ভাং – এর শরবতের প্রচলন আছে । এটা খুব কঠিন এক জিনিশ খাইলে মা কালীর সাথে সাথে সরাসরি কথা বলা যায় । জীবন্ত মা কালী দর্শনের জন্য এ বস্তু অনেকেই আগে পান করতো । এখন করে কিনা জানিনা । এ শরবত ভয়ংকর হেলুসিনেটিং ড্রাগ । শরবতের রেসিপি জানি বাট দিমুনা । খাইয়া আকাম কইরা আমারে বিপদে ফালাইবেন তা হবে না । এ গোপন বিদ্যা গোপন ই থাক ।  . তবে সিদ্ধি শোধনের নিয়ম টা জানানো যায় – সিদ্ধি পাতা দুধের সাথে মিশিয়ে জ্বাল দিতে হবে । দুধ হালকা সবুজ বর্ন হলে দুধ ফেলে দিয়ে সিদ্ধি পাতা সংগ্রহ করতে হবে , এরপর ভালোকরে পানিতে ধুয়ে শুকিয়ে সামান্য ঘিতে ভেজে বোতলে রেখে দিতে হবে । এই শোধন করা সিদ্ধি কামউত্তেজক হিসেবে আগেরকার রাজা-মহারাজারা ব্যবহার করে নারী ভোগ করতেন !!  . আমি যেহেতু রাজা – মহারাজা না সো এসব আমার দরকার নাই ।  আমার জন্য রবীন্দ্রনাথের কবিতা - “দেখব শুধু মুখকানি শুনবো যদি শুনাও বানী ।“  . এই মাল খাইয়া রাজা বাদশাদের মত যুদ্ধ মহাযুদ্ধের দরকার নাই আমার ।  আপনাদের কারো লাগলে এই কামউত্তেজক সিদ্ধির দাওয়াই নিজ দায়িত্মে ব্যবহার করতে পারেন !!  . স্ত্রী গাছের পুষ্পমঞ্জুরী থেকে তৈরি হয় গাঁজা । কাঁচা পুষ্পমঞ্জুরী রোদে শুকিয়ে নিলে যে বস্তু পাওয়া যায় তাহাই গাঞ্জা !! আগে দেখতাম অশিক্ষিত পোলাপাইন টোকাইরা বিড়ির তামাক ফালাইয়া ব্লেট বা কেচি দিয়া গাঞ্জা কুচাইয়া বিড়ির খোসায় ঢুকাইয়া খাইতো আর কিছু গাঞ্জা বাবারা কলকিতে দিয়া সাধন ভজন করতো , আর এখন দেখি শিক্ষিত শিক্ষিত ডিজুস পোলাপাইন গুলাও সোমানে ��ানতেছে , কানের কাছে টুং টাং লালন বাজায় আর গাঞ্জা টানে । অবশ্য বিদেশের পোলামাইয়ারা Grass খায় , সো আমাদের ও খাইতে হবে , ওদের মত না হলে জাতে ওঠা যাবেনা , তাই জাতে ওঠার এই মহান চেষ্টা !!  . স্ত্রী গাঁজা গাছের কান্ড পাতা এবং ফুল থেকে যে আঠালো নির্যাস বের হয় তা জমিয়ে তৈরি হয় চরস । চরস খাওয়ার একটা স্পেশাল তরীকা আছে – চরস খেতে হয় ময়লা দুর্গন্ধময় কাঁথা বা কম্বল জড়িয়ে। কাঁথা কম্বল যত নোংরা হবে , নেশা নাকি তত জমবে । এই তরীকা টা হুমায়ুন স্যারের লেখা থেকে জেনেছি ।  . আসেন এবার গাঁজার পক্ষের কিছু কথা বলি , নাইলে গাঁজা মাইন্ট করতে পারে :p . গাঁজা Cannabinaceac ফ্যামিলির একটি গাছ যার বটানিক্যাল নামঃ Canabis Sativa Linn . বাংলাঃ গাঁজা , আরবীঃ কেন্নাব , বানজ (আমার প্রশ্ন হলো আরবরা এই মালের সন্ধান কেমনে পাইলো ?) , হিন্দিঃ গাঞ্জা , সংস্কৃতঃ সংবিদা মঞ্জরী , উগ্রা , মাদিনী . ঔষধ হিসেবে এর ব্যবহার ব্যপক , ইউনানী , আয়ুর্বেদিক ও হোমিও ঔষধ হিসেবে ব্যবহার হয় ।  . ইউনানী মতেঃ ৩য় শ্রেনীর উষ্ণ ও শুষ্ক , মাত্রাঃ ভাং ৫০০ mg থেকে 1 gm , দোশ সংশোধকঃ মধু ও গাওজবান । যৌনশক্তি বর্ধক , বীর্য গাঢ় কারক ও স্তম্ভক । পাকস্থলীর শক্তি বর্ধক , খিচুনি রোধক , পুরাতন মাথা ব্যাথা , পাগলামী , অতিরিক্ত রজঃস্রাব , জরায়ুর ব্যাথা , হুপিং কাশিতে উপকারী । . আয়ুর্বেদ মতেঃ উষ্ণবীর্য , কটু-তিক্তরস , অগ্নিবর্ধক , আনন্দদায়ক, বলবর্ধক , কামোদ্দীপক , নিদ্রাকারক , গর্ভসাবক, বেদনা হারক , আক্ষেপ নিবারক । মাত্রাঃ ৫০০mg  . হোমিওতে গাঁজা দিয়ে দুইটি ঔষধ পাওয়া যায় ( আমি জানি দুইটি , বেশিও হতে পারে)  ১) ক্যানাবিস ইন্ডিকা – কচি পল্বব ও পাতা দ্বারা এই ঔষধ তৈরি করা হয় । ২) ক্যানাবিস স্যাটাইভা – কুঁড়ি দ্বারা এই ঔষধ তৈরি করা হয়  . ক্যানাবিস ইন্ডিকার প্রদর্শক লক্ষনঃ একমুহূর্তকে একযুগ মনে করে , সময়কে অনেক লম্বা মনে করে । অতি বিস্মৃতিশীল । আমি সাধারনত মানসিক রোগীদের জন্য এটা বেশি ব্যবহার করি । সব জিনিস ভূলে যায় , লিখতে আরম্ভ করে কিন্তু শেষ করতে পারেনা , ভুলে যায় । উম্মাদ হয়ে যাচ্ছে , সব সময় এই ভয় কাজ করে । বাচাল । সব সময় খুব আনন্দে থাকে । অতি তুচ্ছ বিষয় নিয়ে অসভ্যের মত হাসে । সবচেয়ে মজার লক্ষন হলো স্ত্রী সহবাসের পর যাদের পীঠে ব্যাথা হয় তাদের জন্য এটা খুব কাজের ।  . ��্যানাবিস স্যাটাইভার প্রদর্শক লক্ষনঃ দেহের যে কোন স্থানে বিন্দু বিন্দু পানি পরার মত অনুভুতি । না দাঁড়িয়ে শ্বাস ফেলতে পারেনা । তরুন গনোরিয়ায় আমি Q শক্তির ব্যবহারে ভালো ফল পাই , নিয়ম ১ ফোটা Q সাথে চার আউন্স পানি মিশিয়ে ঝাকি দিয়ে ঘন ঘন দিতে হবে । পুজ ঘন হলে মার্ক সল দিলেই রোগ ভালো । তবে পুরাতন গনোরিয়ায় উচ্চ শক্তি ব্যবহার করতে হয় । তোতলামীতে – ৩০ শক্তি খুব ভালো কাজ করে ,হোমিও ডাক্তারদের কাছে পরীক্ষা প্রার্থনীয় ।  . যাক অনেক কথা বললাম , লেখা শেষ করতে হবে , এত্ত লেখা দেখে কেউ আবার না বলে যে “ গাঞ্জা খাইয়া আবল তাবল লেখছে ” !!  . আমার এক সিনিয়র ভাই যখন শুনলো আমি গাঞ্জা নিয়ে ফেসবুকে পোস্ট দেবো তখন সে খুব আগ্রহ নিয়ে বললো , খুব ভালো , সিগারেটের চেয়ে গাঁজা উত্তম , সিগারেটে নিকোটিন আছে গাজাতে নাই । তামাক পাতা বিদেশী পাতা আর গাঁজা দেশি , দেশপ্রেমের জন্য হলেও আমাদের গাঁজার প্রতি সমর্থন জানানো উচিৎ । বিদেশী তামাক কোম্পানি (ব্রিটিশ আমেরিকান টোবাকো) ষড়যন্ত্রের মাধ্যমে গাঁজা নিষিদ্ধ করেছে , যাতে তাদের দেশের তামাক নামের বিষ দিয়ে বানানো সিগারেট খাওয়াইতে পারে । সরকারের উচিৎ সিগারেট নিষিদ্ধ কইরা গাঁজা সহজলভ্য করা “ ।  . আমি তাঁকে কিছু বলিনি , কারন আমি জানি সে সিগারেট না খেলেও মাঝে মধ্যে গাঞ্জা টানে । 
Tumblr media
লাস্ট গল্পঃ এক পীরে কলকিতে ভইরা গাঞ্জা টানে , একদিন তার এক মুরিদরে লোকজন ধইরা কইলো তোর পীর ভন্ড , পীর হইয়া গাঞ্জা খায় । আর তুই হ্যার মুরিদ , তোরে আইজগা খাইছি । তখন মুরিদ বললো “আমার বাবায় গাঞ্জা খায়না , গাঞ্জা ধ্বংস করে ” !!  সো আমার সিনিয়র ভাই মাঝে মধ্যে গাঞ্জা ধ্বংস করে , খায়না । এতে সমস্যা নাই । বড় কথা হলো সিগারেটতো খায়না !!!! . বিঃদ্রঃ ভগবান শিব যে বস্তু হজম করতেন , আমাদের মতো নাদানদের সে বস্তু হজম করা কম্ম না , তাই এই মাল থেকে শতহস্ত দূরে থাকাই বাঞ্ছনীয় । বর্তমানের আধুনিক যুগে ��নেক আধুনিক নামের ও কামের বস্তু পাওয়া যায় , যার নাম ভগবান শিব শোনেনায় ও দেখেও নায় , তাই তা হজমের ঝামেলাও নাই । আপনারা এইগুলা খাইয়া দেখতে পারেন , নেশা কইরা মরতে চাইলে গাঞ্জা বাদ দিয়া আধুনিক জিনিশ খাইয়া মরাই ভালো ।
Tumblr media
অবশ্য গাঞ্জা খাইয়া যে আপনে মরবেন তার কোন নিশ্চয়তা নাই , ফেমাস কেউ হইয়া যাইতে পারেন , প্রথম আলোতে পড়ছিলাম , অ্যামেরিকার প্রেসিডেন্ট ওবামা কাকু ছুডো কালে নিয়মিত ও অনিয়মিত গাঞ্জা সেবন করিতেন ।  . নিচে কয়েকটার আধুনিক মালের নাম দিলামঃ এইচ, ব্রাউন , স্ম্যাক , ড্রাগন গিয়ার , মারিজুয়ানা , বুশ , উইড , কোকেইন , কোক , চার্লি , স্নো, ক্র্যাক , এক্সটেসি , ডাভস ,এলএসডি , ম্যাজিক মাশরুম , মাসিস , স্রুম , এমফিটামাইন , ট্রাভস , মাগিস , জেলিস , ম্যাথাডোন , পাই , লিংটাস , পাইসেপটন, সলভেন্টস ইত্যাদি এবং ইত্যাদি !! . তথ্য সূত্রঃ  ১) আয়ুর্বেদীয় দ্রব্যগুণসার – কবিরাজ শ্রি বাদল মজুমদার – বাংলাদেশ বোর্ড অব ইউনানী এন্ড আয়ুর্বেদিক সিস্টেমস অব মেডিসিন-৩য় প্রকাশ ২০১১ ২) ইউনানী মেটিরিয়া ���েডিকা – হাকিম আবদুর রব খান – বাংলাদেশ সেন্টার ফর রিসার্চ ইন ইউনানী আয়ুর্বেদিক মেডিসিন – ৩য় প্রকাশ ২০০৩  ৩) Drug Awareness Handbook – St peter,s Community & Advice Centre , London -2nd Edition , 2003 ৪) বৃক্ষ কথা – হুমায়ূন আহমেদ – অন্যপ্রকাশ –একুশে বইমেলা ২০০৯  ৫)হোমিওপ্যাথিক কলেজ মেটিরিয়া মেডিকা – আলহাজ্ব (অধ্যক্ষ) ডাঃ এস শওকত আলী – ১ম ও ২য় খন্ড – ৪র্থ সংস্করন  ৬) প্রথম আলো - ২০ জানুয়ারি ২০১৪
 যে খায় গাজা
সে হয় রাজা ।।
Source : Internet
0 notes
dailynobobarta · 7 years ago
Text
বিএনপি নির্বাচনে হেরে যাওয়ার আশঙ্কায় আবল তাবল বকছে : পঞ্চগড়ে ওবায়দুল কাদের
নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের বিলুপ্ত গারাতি ছিটমহলের মফিজার রহমান কলেজ মাঠে জেলা প্রশাসনের আয়োজনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সড়ক ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বলেন, মানুষকে কষ্ট দিয়ে শেখ হাসিনা রাজনীতি করেনা। বিএনপি কেন আশঙ্কা করছে তা আমরা জানি। বিএনপি জানে রংপুরের…
View On WordPress
0 notes
digantablr-blog · 7 years ago
Text
সরকারের সময় ফুরিয়ে এসেছে তাই আবল-তাবল বকছে: গয়েশ্বর
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, গত ১২ নভেম্বর বিএনপির যে সমাবেশ হয়েছে, তার চার ভাগের এক ভাগ লোক হয়েছে ১৮ নভেম্বর। ১২ নভেম্বরের মতো জনসমুদ্র আওয়ামী লীগ-বিএনপি কেউই এর আগে করতে পারেনি। জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত আলোচনাসভায় তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, ৭ মার্চের ভাষণ ঐতিহাসিক। এর আন্তর্জাতিক…
View On WordPress
0 notes
paathok · 7 years ago
Photo
Tumblr media
New Post has been published on https://paathok.news/32487
বোয়ালখালীতে সংসদ সদস্য বাদলকে অবাঞ্চিত ঘোষণা
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
.
জেলার বোয়ালখালীত��� গোমদন্ডী পাইলট মডেল উ��্চ বিদ্যালয়কে জাতীকরণ তালিকায় বহালের দাবিতে মানববন্ধনে স্থানীয় সংসদ সদস্য মঈনুদ্দিন খান বাদলকে অবাঞ্চিত ঘোষণা করেছে আয়োজকরা।
আজ সোমবার (২৩ অক্টোবর) দুপুরে বোয়ালখালী উপজেলা পরিষদের সম্মুখ সড়কে হাজারো শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ ও স্থানীয় আওয়ামী নেতৃবৃন্দ এ মানববন্ধনে অংশ নেন।
উপজেলা সদরের সচেতন জনসাধারণের ব্যানারে আয়োজিত প্রায় ঘণ্টাব্যাপী চলা এ মানবন্ধনে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মঈন উদ্দিন খান বাদলের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেয়া হয়। এসময় উপজেলা সদরের প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
এতে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি কাউন্সিলর শামীম আরা বেগম, প্যানেল মেয়র শাহাজাদা এসএম মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা আবল বশর, পৌর আওয়ামীলীগের আহ্বায়ক জহুরুল ইসলাম জহুর, যুগ্ম আহ্বায়ক শেখ শহীদুল আলম ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিষু কুমার বড়–য়া।
.
ব্যক্তিগত আক্রোশে স্থানীয় সংসদ সদস্য এ উচ্চ বিদ্যালয়কে জাতীয়করণ হতে দেননি জানিয়ে বক্তারা বলেন, যদি গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়কে জাতীকরণ করা না হয়, তাহলে আরো কঠোর কর্মসূচী পালন করা হবে। এছাড়া স্থানীয় সংসদ সদস্য ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বক্তারা। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আখতারের কাছে স্মারকলিপি দেন তারা।
ঢাকায় রয়েছেন জানিয়ে এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মঈনুল আবেদীন নাজিম জানান, গত দুইমাস আগে গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়কে জাতীয়করণে তালিকাভুক্ত করা হয় ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় চিঠি প্রদান করেন। এর প্রেক্ষিতে গত ১২ অক্টোবর মন্ত্রণালয়ের প্রতিনিধি দল বিদ্যালয় পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। কিন্তু গতকাল রোববার কোনো কারণ ছাড়াই এ বিদ্যালয়কে জাতীয়করণের তালিকা হতে বাদ দেয়া হয়েছে বলে জানতে পারি।
.
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ইউনুচ বলেন, গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় জাতীয়করণ হয়েছে বা বাদ দেয়া হয়েছে এ ধরণের কোনো চিঠিপত্র পাওয়া যায়নি। তাই এ বিষয়ে কিছু বলতে পারছি না।
এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য মঈন উদ্দিন খান বাদলের মুঠো ফোনে সংযোগ না পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি। এছাড়া উপজেলা নির্বাহী অফিসার মুঠোফোন বন্ধ রাখায় তার বক্তব্যও পাওয়া যায়নি।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ বলেন, ‘এ বিদ্যালয় জাতীয়করণের তালিকায় রয়েছে তা জানি। তব�� বাদ পড়ার বিষয়টি নিশ্চিত নই।’
0 notes
amarnews · 4 years ago
Text
সাবেক ডিজি আবুল কালাম আজাদকে দুদকে তলব
সাবেক ডিজি আবুল কালাম আজাদকে দুদকে তলব
[ad_1] ঢাকা, ০৬ আগস্ট- করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবেলায় মাস্ক ও পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) কেলেঙ্কারি ও রিজেন্ট হাসপাতালের অনিয়ম অনুসন্ধানে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আগামী ১২ ও ১৩ আগস্ট তাকে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার…
View On WordPress
0 notes
pranerbangla · 7 years ago
Photo
Tumblr media
সিনেমা নির্মাণে সাইফ চন্দন আজকাল অভিনয়েই বেশি দেখা যায় চিত্রপরিচালক সাইফ চন্দনকে। অভিনয়ে তার ব্যস্ততা দেখে সবাই ভাবছিলেন হয়তো তিনি ছবি নির্মাণ থেকে সরে এসেছেন। কিন্তু নতুন ছবি নির্মাণের ঘোষণা দিয়ে সেই ভুল ধারণা ভেঙ্গে দিলেন তিনি। সাইফ চন্দন জানালেন, ‘আব্বাস’ নামে একটি ছবি নির্মাণ করতে যাচ্ছেন তিনি। এই ছবিটি প্রযোজনা করছে লাইভ টেকনোলজিস। এর চিত্রনাট্য সাজাচ্ছেন জসিম উদ্দিন। বর্তমানে যার কাজ চলছে। ২৫ জুলাই বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে ছবির নাম তালিকাভুক্ত করেছেন বলে জাগো নিউজকে জানান সাইফ চন্দন। তিনি বলেন, ‘ছবির নায়ক-নায়িকা ও অন্যান্য অভিনয়শিল্পীর নাম সংবাদ সম্মেলনের মাধ্যমে আসছে মাসের প্রথম সপ্তাহে জানাবো। দেশের জনপ্রিয় নায়ককে নিয়ে ‘আব্বাস’ তৈরি করবো। বর্তমানে ছবির গান রেকর্ডিংয়ের কাজ চলছে।’ চন্দন বলেন, ‘আব্বাস নামের একটি ছেলের জীবন যাপন ও প্রেম ভালোবাসার গল্প নিয়ে ছবিটির গল্প গড়ে উঠেছে। বাংলাদেশের পুরান ঢাকা, চাঁদপুর এবং মালদ্বীপ ও শ্রীলংকায় ছবির শুটিং পরিকল্পনা করা হয়েছে।’ তিনি জানান, সবকিছু ঠিক থাকলে আগামী মাসের মাঝামাঝি সময়ে ছবির শুটিং শুরু করা হবে। ‘আব্বাস’ হতে যাচ্ছেন সাইফ চন্দন পরিচালিত তৃতীয় ছবি। এর আগে মুক্তি পেয়েছিলো তার প্রথম ছবি ‘ছেলেটি আবল তাবল মেয়েটি পাগল পাগল’। তার পরিচালিত দ্বিতীয় চলচ্চিত্র ‘টার্গেট’ ছবিটির নির্মাণ প্রায় শেষের দিকে। আগামী অক্টোবরে ছবিটি মুক্তি পাবে বলে জানালেন চন্দন। বিনোদন ডেস্ক তথ্যসূত্রঃ ইন্টারনেট
0 notes
amarnews · 4 years ago
Text
স্বাস্থ্য অধিদফতরের ডিজি আবুল কালাম আজাদের পদত্যাগ
স্বাস্থ্য অধিদফতরের ডিজি আবুল কালাম আজাদের পদত্যাগ
[ad_1] ঢাকা, ২১ জুলাই- বিতর্ক আর সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।
মঙ্গলবার (২১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ে গিয়ে জনপ্রশাসন সচিবের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন তিনি।
অধ্যাপক ডা. দ্বীন মোহাম্মদ নুরুল হক অবসরে যাওয়ার পর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছিলেন অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। স্বাস্থ্য অধিদপ্তরের…
View On WordPress
0 notes
amarnews · 4 years ago
Text
সাবেক যুবমন্ত্রী আবুল কাশেম আর নেই
সাবেক যুবমন্ত্রী আবুল কাশেম আর নেই
[ad_1] ঢাকা, ১৮ জুলাই- মুক্তিযুদ্ধের সাব সেক্টর কমান্ডার, সাবেক যুবমন্ত্রী আবুল কাশেম (৭৭) আর নেই (ইন্না লিল্লাহি…রাজিউন)। বার্ধক্যজনিত কারণে শনিবার ভোর ৪টা ২৫ মিনিটে রাজধানীর বনানীতে অবস্থিত নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাবেক মন্ত্রী আবুল কাশেম শনিবার ভোর ৪টা ২৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে তার…
View On WordPress
0 notes