#আত্মসাত
Explore tagged Tumblr posts
bangladeshkhobor · 1 month ago
Text
শিক্ষানবিশ আইনজীবীর অর্থ আত্মসাত করে আত্মগোপনে আছে নড়াইলের সাজাপ্রাপ্ত আসামী আব্দুর রহমান খান রনি
নড়াইলের লোহাগড়া থানার রায়পাশা গ্রামের স্থায়ী বাসিন্দা মৃত মো. দুলাল খান ওরফে সবুর এর ছেলে আব্দুর রহমান খান রনি, কর্মসংস্থানে উদ্দেশ্যে ২০২০ ইং সালে ঢাকায় আসে। একই থানায় গ্রামের বাড়ী হবার সুবাদে শিক্ষানবিশ আইনজীবি তৌহিদুর রহমানের হাত ধরেই পথ চলা শুরু করে রাজধানী শহরে। কিছুদিনের মধ্যেই নিজের ভাগ্য পরিবর্তনের জন্য শুরু করে লুব্রিকেটের (মবিল বেচা-কেনা) ব্যাবসা। কিন্তু পর্য়াপ্ত মুলধন না থাকায় আশ্রয়…
0 notes
business24bdinfo · 4 months ago
Text
শিউর সিকিউরিটিজে তদন্ত হচ্ছে, পরিচালকদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্যভুক্ত ব্রোকারেজ হাউজ মশিউর সিকিউরিটিজের (ট্রেক নং-১৩৪) বিরুদ্ধে দীর্ঘ দিন ধরে বিনিয়োগকারীদের কোটি কোটি টাকা আত্মসাত করার অভিযোগ ছিলো। এসব অভিযোগের ভিত্তিতে ব্রোকারেজ হাউজটির কার্যক্রম তদন্ত করে বিএসইসি। তদন্তে সমন্বিত গ্রাহক হিসাবে প্রায় ৬৯ কোটি টাকার ঘাটতি পাওয়া গেছে। এ পরিস্থিতি বিবেচনায় অধিকতর তদন্তের স্বার্থে বিএসইসি পাঁচ সদস্যের…
0 notes
nomanul-ahasan · 1 year ago
Text
Tumblr media
❀๑▬▬▬๑﷽ ๑▬▬▬๑❀
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুনাময় ও দয়াময়।
لَّيۡسَ عَلَى الۡاَعۡمٰى حَرَجٌ وَّلَا عَلَى الۡاَعۡرَجِ حَرَجٌ وَّلَا عَلَى الۡمَرِيۡضِ حَرَجٌ وَّلَا عَلٰٓى اَنۡفُسِكُمۡ اَنۡ تَاۡكُلُوۡا مِنۡۢ بُيُوۡتِكُمۡ اَوۡ بُيُوۡتِ اٰبَآٮِٕكُمۡ اَوۡ بُيُوۡتِ اُمَّهٰتِكُمۡ اَوۡ بُيُوۡتِ اِخۡوَانِكُمۡ اَوۡ بُيُوۡتِ اَخَوٰتِكُمۡ اَوۡ بُيُوۡتِ اَعۡمَامِكُمۡ اَوۡ بُيُوۡتِ عَمَّاتِكُمۡ اَوۡ بُيُوۡتِ اَخۡوَالِكُمۡ اَوۡ بُيُوۡتِ خٰلٰتِكُمۡ اَوۡ مَا مَلَكۡتُمۡ مَّفَاتِحَهٗۤ اَوۡ صَدِيۡقِكُمۡ‌ؕ لَيۡسَ عَلَيۡكُمۡ جُنَاحٌ اَنۡ تَاۡكُلُوۡا جَمِيۡعًا اَوۡ اَشۡتَاتًا‌ؕ فَاِذَا دَخَلۡتُمۡ بُيُوۡتًا فَسَلِّمُوۡا عَلٰٓى اَنۡفُسِكُمۡ تَحِيَّةً مِّنۡ عِنۡدِ اللّٰهِ مُبٰرَكَةً طَيِّبَةً‌ؕ كَذٰلِكَ يُبَيِّنُ اللّٰهُ لَكُمُ الۡاٰيٰتِ لَعَلَّكُمۡ تَعۡقِلُوۡنَ‏
৬১.) কোন অন্ধ, খঞ্জ বা রুগ্ন (যদি কারোর গৃহে খেয়ে নেয় তাহলে) কোন ক্ষতি নেই, আর তোমাদের কোন ক্ষতি নেই নিজেদের গৃহে খেলে অথবা নিজেদের বাপ-দাদার গৃহে, নিজেদের মা-নানীর গৃহে, নিজেদের ভাইয়ের গৃহে, নিজেদের বোনের গৃহে, নিজেদের চাচার গৃহে, নিজেদের ফুফুর গৃহে, নিজেদের মামার গৃহে, নিজেদের খালার গৃহে অথবা এমন সব গৃহে যার চাবি তোমাদের হাতে সোপর���দ করে দেয়া হয়েছে কিংবা নিজেদের বন্ধুদের গৃহে। তোমরা এক সাথে খাও বা আলাদা আলাদা, তাতে কোন ক্ষতি নেই। তবে গৃহে প্রবেশ করার সময় তোমরা নিজেদের লোকদের সালাম করো, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয়েছে কল্যাণের দোয়া, বড়ই বরকতপূর্ণ ও পবিত্র। এভাবে আল্লাহ‌ তোমাদের সামনে আয়াত বর্ণনা করেন, আশা করা যায় তোমরা বুঝে শুনে কাজ করবে।
(সূরা আন-নূরঃ ৬১)
ব্যাখ্যাঃ
এ আয়াতটি বুঝতে হলে তিনটি কথা বুঝে নেয়া প্রয়োজন। প্রথমত এ আয়াতটির দু’টি অংশ। প্রথম অংশটি রুগ্ন, খঞ্জ, অন্ধ ও অনুরূপ অন্যান্য অক্ষমদের ব্যাপারে এবং দ্বিতীয় অংশটি সাধারণ লোকদের ব্যাপারে বলা হয়েছে। দ্বিতীয়ত কুরআনের নৈতিক শিক্ষাবলীর মাধ্যমে আরববাসীদের মন-মানসে যে বিরাট বিপ্লব সাধিত হয়েছিল সে কারণে হালাল-হারাম ও জায়েয-নাজায়েযের পার্থক্যের ব্যাপারে তাদের অনুভূতি হয়ে উঠেছিল চরম সংবেদশীল। ইবনে আব্বাসের উক্তি অনুযায়ী আল্লাহ যখন তাদের হুকুম দিলেনঃ (আরবী----------) (একে অন্যের সম্পদ নাজায়েয পথে খেয়ো না) তখন লোকেরা একে অন্যের বাড়িতে খাবার ব্যাপারেও খুব বেশী সতর্কতা অবলম্বন করতে লাগলো। এমনকি যতক্ষণ গৃহ মালিকের দাওয়াত ও অনুমতি একেবারে আইনগত শর্ত অনুযায়ী না হতো ততক্ষণ তারা মনে করতো কোন আত্মীয় ও বন্ধুর বাড়ীতে খাওয়াও জায়েয নয়। তৃতীয়ত এখানে নিজেদের গৃহে খাবার যে কথা বলা হয়েছে তা অনুমতি দেবার জন্য নয় বরং একথা মনের মধ্যে বসিয়ে দেবার জন্য যে, নিজের আত্মীয় ও বন্ধুর বাড়িতে খাওয়াও ঠিক তেমনি যেমন নিজের বাড়িতে খাওয়া। অন্যথায় একথা সবাই জানে, নিজের বাড়িতে খাবার জন্য করোর অনুমিত নেবার প্রয়োজন ছিল না। এ তিনটি কথা বুঝে নেয়ার পর আয়াতের এ অর্থ সুস্পষ্ট হয়ে যায় যে, অক্ষম ব্যক্তি নিজের ক্ষুধা নিবারণ করার জন্য প্রত্যেক গৃহে ও প্রত্যেক জায়গায় খেতে পারে। তার অক্ষমতাই সমগ্র সমাজে তার অধিকার প্রতিষ্ঠিত করে দেয়। তাই যেখান থেকেই সে খাবার জিনিস পাবে তা তার জন্য জায়েয হবে। আর সাধারণ লোকের ব্যাপারে বলা হয় যায়, তাদের জন্য তাদের নিজেদের গৃহ এবং যাদের কথা বলা হয়েছে তাদের গৃহ সমান। তার মধ্যে যেখানেই তারা খাক না কেন সেজন্য গৃহস্বামীর যথারীতি অনুমতি পেলে তবে খাবে, অন্যথায় তা অবিশ্বস্ততা ও আত্মসাত বলে গণ্য হবে, এ ধরনের কোন শর্তের প্রয়োজন নেই। লোকেরা যদি তাদের মধ্য থেকে কারোর গৃহে যায়, সেখানে গৃহস্বামী উপস্থিত না থাকে এবং তার স্ত্রী-ছেলেমেয়েরা কিছু খাবার নিয়ে ��সে তাহলে তারা নিঃসংকোচে তা খেতে পারে।
যেসব আত্মীয়-পরিজনের নাম এখানে উল্লেখ করা হয়েছে তাদের মধ্যে সন্তানদের উল্লেখ এজন্য করা হয়নি যে, সন্তানদের গৃহ নিজেরই গৃহ হয়ে থাকে।
বন্ধুদের ব্যাপারে মনে রাখতে হবে, অন্তরঙ্গ বন্ধুদের কথা বলা হয়েছে, যাদের অনুপস্থিতিতে অতিথি বন্ধুরা যদি তাদের সবকিছু খেয়েও চলে যায় তাহলে তারা নারাজ হওয়া তো দূরের কথা উল্টো আরো খুশিই হবে।
প্রাচীন আরবের কোন কোন গোত্রের আচার ও রীতিনীতি এই ছিল যে, তারা প্রত্যেকে নিজের খাবার নিয়ে আলাদা বসে খেতো। তারা সবাই মিলে এক জায়গায় বসে খাওয়াটা খারাপ মনে করতো। যেমন হিন্দুরা আজও এটা খারাপ মনে করে। অন্যদিকে কোন কোন গোত্র আবার একাকী খাওয়া খারাপ মনে করতো। এমন কি সাথে কেউ খেতে না বসলে তারা অভুক্ত থাকতো। এ আয়াতটি এ ধরনের বিধি-নিষেধ খতম করার জন্য নাযিল করা হয়েছে।
#SuraAnNur61
#quranmajeed #DailyQuran
#Quran24ঃ61 #DailyQuran @followers
0 notes
the-monsur-blog · 2 years ago
Text
যারা পবিত্র ইসলাম উনার নামে অনৈসলামিক কাজ করে,তাদের যাকাত দিলে ফরয আদায় হবে না।
পবিত্র সূরা মায়িদা শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে,
وَتَعَاوَنُواْ عَلَى الْبرِّ وَالتَّقْوَى وَلَا تَعَاوَنُواْ عَلَى الإِثْـمِ وَالْعُدْوَانِ وَاتَّقُواْ اللهَ اِنَّ اللهَ شَدِيْدُ الْعِقَابِ
তোমরা নেকী ও পরহেযগারীর মধ্যে সহযোগিতা করো; পাপ ও নাফরমানীর মধ্যে সহযোগিতা করো না। এ ব্যাপারে মহান আল্লাহ পাক উনাকে ভয় করো, নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি কঠিন শাস্তিদাতা।” এই পবিত্র আয়াত শরীফ অনুসরণে নিম্নোক্ত ক্ষেত্রে যাকাত দেয়া যাবে না, দিলে মহান আল্লাহ পাক উনার কঠিন শাস্তি পেতে হবে।
যেমন- মৌলবাদ, সন্ত্রাসবাদ, বোমাবাজি, হরতাল, লংমার্চ করা, পবিত্র কুরআন শরীফ পোড়ানো, কোয়ান্টাম মেথড ইত্যাদি হারাম ও শরীয়তের খিলাফ কাজ করা; মাদ্রাসার নামে সন্ত্রাসী কাজ করা, বেআমল, বেপর্দা হওয়া এবং জা-কি-র নায়েক ওরফে কা-ফি-র নায়েক এর মত হারাম ছবি তোলা, বেপর্দা হওয়া ও টাই পরা, আ-ন-জু-মা-ন ম-ফি-জু-ল ইসলাম নামে লাশ বিক্রি করে, অর্থ আত্মসাত করে ইত্যাদি গুমরাহীমূলক কাজে সাহায্য করা যাবে না।
এরুপ কাজে জড়িতদের যাকাত দিলে আদায় তো হবেই না। উল্টো আজাব গজব নাযিল হবে।
মুহম্মদিয়া জামিয়া শরীফ ইয়াতীমখানা ও লিল্লাহ বোর্ডিং-এ পবিত্র যাকাত-ফিতরা, উশর, কুরবানীর চামড়া, দান-ছদকা, মান্নত-কাফফারা কবুল হওয়ার সর্বোত্তম স্থান
বালিকা শাখা: সম্পূর্ণ পৃথক; বালক শা���া উনার শিক্ষক, কর্মকর্তা ও আমিলগণ উনারা প্রত্যেকেই পুরুষ এবং বালিকা শাখা উনার শিক্ষিকা, কর্মকর্তা ও আমিলগণ উনারা প্রত্যেকেই মহিলা। ৫ বছরের বালকদেরও বেগানা মহিলাদের সামনে যাওয়া নিষেধ।
কাজেই আপনার পবিত্র যাকাত আজই পৌঁছাই দিন 01718740742 নগদ/বিকাশ পারসোনাল
0 notes
aminul7912 · 2 years ago
Text
প্রশ্ন: কাদেরকে যাকাত দিলে যাকাত আদায় হবে না ?
উত্তর : পবিত্র সূরা মায়িদা শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে,
وَتَعَاوَنُواْ عَلَى الْبرِّ وَالتَّقْوَى وَلَا تَعَاوَنُواْ عَلَى الإِثْـمِ وَالْعُدْوَانِ وَاتَّقُواْ اللهَ اِنَّ اللهَ شَدِيْدُ الْعِقَابِ
তোমরা নেকী ও পরহেযগারীর মধ্যে সহযোগিতা করো; পাপ ও নাফরমানীর মধ্যে সহযোগিতা করো না। এ ব্যাপারে মহান আল্লাহ পাক উনাকে ভয় করো, নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি কঠিন শাস্তিদাতা।” এই পবিত্র আয়াত শরীফ অনুসরণে নিম্নোক্ত ক্ষেত্রে যাকাত দেয়া যাবে না, দিলে মহান আল্লাহ পাক উনার কঠিন শাস্তি পেতে হবে। যেমন: কেনানকে কিস্তিতে তোলা হয়নি।
১) যাদের ঈমান-আক্বীদা বিশুদ্ধ নয়।
২) যারা পবিত্র ইসলাম উনার নামে অনৈসলামিক কাজ করে।
৩) ফাসিক-ফুজ্জার।
৪) রিয়া এবং ইহানত করা।
যেমন- মৌলবাদ, সন্ত্রাসবাদ, বোমাবাজি, হরতাল, লংমার্চ করা, পবিত্র কুরআন শরীফ পোড়ানো, কোয়ান্টাম মেথড ইত্যাদি হারাম ও শরীয়তের খিলাফ কাজ করা; মাদ্রাসার নামে সন্ত্রাসী কাজ করা, বেআমল, বেপর্দা হওয়া এবং জাকির নায়েক ওরফে কাফির নায়েক এর মত হারাম ছবি তোলা, বেপর্দা হওয়া ও টাই পরা, আনজুমান মফিজুল ইসলাম নামে লাশ বিক্রি করে, অর্থ আত্মসাত করে ইত্যাদি গুমরাহীমূলক কাজে সাহায্য করা যাবে না।
মুহম্মদীয়া জামিয়া শরীফ ইয়াতীমখানা ও লিল্লাহ বোর্ডিং যাকাত প্রদানের সর্বশ্রেষ্ঠ এবং একমাত্র কবুল যোগ্য স্থান, যেখানে আপনার যাকাত, ফিতরা, উশর দিলে নিঃসন্দেহে অবশ্যই কবুল হবে। এখানে আপনাদের যাকাত, ফিতরা, উশর, দান - ছদক্বা প্রদান করুন।
যাকাত প্রদান করুন-
১. Muhammadia zamia sharif madrasa
ac no: 1613200007569
sonali bank limited
malibag branch
dhaka 1217
Bangladesh
২. Bkash: Agent- 01709672605, Personal- 01718740742,
nagad personal 01718740742
৩. DBBL: roket personal (1) 01718740742-2
(2) 01876043934-1
#90DaysMahfil
#রাজারবাগ_দরবার_শরীফ
#মাদ্রাসা
#যাকাত
#রমজান
Tumblr media
0 notes
dsbarta · 2 years ago
Text
0 notes
topnews24online · 2 years ago
Text
শ্রীনগরের বাঘড়া বিদ্যালয়ের সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ!
শ্রীনগরের বাঘড়া বিদ্যালয়ের সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ!
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে উপজেলার বাঘড়া স্বরুপ চন্দ্র পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতির বিরুদ্ধে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে সভাপতির এমন কর্মকান্ডের বিষয়টি জানাজানি হলে গত কয়েকদিন ধরে স্থানীয়দের মধ্যে চাপাক্ষোভ বিরাজ করছে। সরজমিনে গিয়ে জানা যায়, বাঘড়া বিদ্যালয়টির সভাপতি শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সদস্য সাইদুর রহমান পিন্টু। তিনি প্রায় দেড়যুগ ধরে…
Tumblr media
View On WordPress
0 notes
chattogramlive · 3 years ago
Text
অর্থ আত্মসাতের আসামিদের গ্রেফতারে কী পদক্ষেপ: হাইকোর্ট
অর্থ আত্মসাতের আসামিদের গ্রেফতারে কী পদক্ষেপ: হাইকোর্ট
এবি ব্যাংক থেকে ভুয়া ওয়ার্ক অর্ডারের মাধ্যমে ১৭৬ কোটি ১৮ লাখ টাকা অর্থ আত্মসাতের অভিযোগের মামলায় ১৭ জনের মধ্যে ১১ আসামিকে গ্রেফতারের আদেশ পালনে কী পদক্ষেপ নিয়েছে সে বিষয়ে দুদক ও পুলিশের কাছে ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট। এ মামলার এক আসামির জামিন শুনানিতে মঙ্গলবার (১৪ জুন) এমন আদেশ দিয়েছেন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ। দুদকের পক্ষে ছিলেন…
Tumblr media
View On WordPress
0 notes
khulnabazar · 3 years ago
Text
ওয়াসার এমডিসহ ৯ জনের বিরুদ্ধে মামলার আবেদন
নিউজনাউ ডেস্ক: ১৩২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী তাকসিম এ খানসহ ৯ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। আবেদনে অজ্ঞাতনামাদেরও আসামি করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুন) ঢাকা মেট্রোপলিট�� ম্যাজিস্ট্রেট আদালতে ঢাকা ওয়াসা কর্মচারী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের পক্ষে আবেদন করেন সমিতির সম্পাদক মো. শাহাব উদ্দিন সরকার। আদালত বাদীর জবানবন্দি নিয়ে পরে আদেশ দেবেন বলে…
Tumblr media
View On WordPress
0 notes
sottersokal · 3 years ago
Text
আগাম জামিন পেলেন মিথিলা ও ফারিয়া
আগাম জামিন পেলেন মিথিলা ও ফারিয়া
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির হয়ে অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় হাইকোর্ট থেকে আট সপ্তাহের আগাম জামিন পেয়েছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়া। সোমবার (১৩ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো: আতোয়ার রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। তার আগে রোববার (১২ ডিসেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তাদের আগাম জামিনের আবেদন করা হয়েছিল। গত ৪ ডিসেম্বর…
Tumblr media
View On WordPress
0 notes
the-monsur-blog · 2 years ago
Text
আমি এক এটা চাই? আমার কি এটা চাওয়া ঠিক হবে?
-আমার যাকাতের টাকা দিয়ে সন্ত্রাসবাদি লালন হোক
-আমার যাকাতের টাকা দিয়ে বোমাবাজি চলুক
-আমার যাকাতের টাকা দিযে হরতাল করুক
-আমার যাকাতের টাকা দিযে লংমার্চ করুক
-আমার যাকাতের টাকা দিযে পবিত্র কুরআন শরীফ পোড়ানো হোক
-আমার যাকাতের টাকা দিযে কোয়ান্টাম মেথড বোদ্ধদের সংস্কৃতি লালিত হোক
-আমার যাকাতের টাকা দিযে বিদ্যানন্দ এর কৃষ্ন লীল চলুক
আমার যাকাতের টাকা দিযে হারাম ও শরীয়তের খিলাফ কাজ করা;
আমার যাকাতের টাকা দিযে মাদ্রাসার নামে সন্ত্রাসী কাজ হোক,
আমার যাকাতের টাকা দিযে বেআমল হোক
আমার যাকাতের টাকা দিযে বেপর্দা হোক
আমার যাকাতের টাকা দিযে হারাম ছবি তোলা চলুক
আমার যাকাতের টাকা দিযে টাই পরার প্রতিযোগিতা হোক,
আমার যাকাতের টাকা দিযে আনজুমান মফিজুল ইসলাম লাশ বিক্রি করে, অর্থ আত্মসাত করুক
------ইত্যাদি গুমরাহীমূলক কাজ চলুক আমার যাকাতের টাকা দিয়ে!!!!!
তাহলে কিন্তু আসমান ও জমিনের যিনি মালিক তিনি সতর্ক��ার্তা দিচ্ছেন?
পবিত্র সূরা মায়িদা শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে,
وَتَعَاوَنُواْ عَلَى الْبرِّ وَالتَّقْوَى وَلَا تَعَاوَنُواْ عَلَى الإِثْـمِ وَالْعُدْوَانِ وَاتَّقُواْ اللهَ اِنَّ اللهَ شَدِيْدُ الْعِقَابِ
তোমরা নেকী ও পরহেযগারীর মধ্যে সহযোগিতা করো; পাপ ও নাফরমানীর মধ্যে সহযোগিতা করো না। এ ব্যাপারে মহান আল্লাহ পাক উনাকে ভয় করো, নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি কঠিন শাস্তিদাতা।”
এই পবিত্র আয়াত শরীফ অনুসরণে উল্লেখিত ক্ষেত্রে যাকাত দেয়া যাবে না, দিলে মহান আল্লাহ পাক উনার কঠিন শাস্তি পেতে হবে।
তাহলে কি করতে হবে?
এখানে সম্মানিত আহলে সুন্নত ওয়াল জামায়াত উনার আক্বীদা ভিত্তিক পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ তথা পরিপূর্ণ শরীয়ত উনার অনুসরণ করা বাধ্যতামূলক। শুধুমাত্র কিতাবে নয়, বরং বাস্তবে দৈনন্দিন আমলসহ সর্বক্ষেত্রে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পায়ের তলা থেকে মাথার তালু পর্যন্ত পরিপূর্ণ পবিত্র সুন্নত উনার রঙে রঞ্জিত। সকলের জন্য তাহাজ্জুদ নামায বাধ্যতামূলক। পরিপূর্ণ শরয়ী পর্দা পালন করা বাধ্যতামূলক।
“মুহম্মদিয়া জামিয়া শরীফ ইয়াতীমখানা ও লিল্লাহ বোর্ডিং-এ পবিত্র যাকাত- ফিতরা, উশর, কুরবানীর চামড়া, দান-ছদকা, মান্নত-কাফফারা কবুল হওয়ার সর্বোত্তম স্থান !!!
তাই আজই আপনার পবিত্র যাকাত নিজ দায়ীত্বে পৌঁছাই দেন 01718740742 নগদ/বিকাশ পারসোনাল
0 notes
bangladesh-news-agency · 3 years ago
Text
সাবেক কাউন্সিলর মানিকের বিরুদ্ধে ‍দুদকের মামলা
সাবেক কাউন্সিলর মানিকের বিরুদ্ধে ‍দুদকের মামলা
বিএনএ, চট্টগ্রাম: সরকারি জায়গা দখল করে বিক্রির অভিযোগে চট্টগ্রাম নগরীর ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এফ আই কবির আহমদ মানিকসহ চারজনের বিরুদ্ধে ৪টি মামলা দায়ের করেছে দুদক। মঙ্গলবার (৯ নভেম্বর) দুর্নীতি দমন কমিশন দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয়-১ এ চারটি মামলা দায়ের করা হয়। দুদকের সহকারি পরিচালক আবু সাঈদ বাদি হয়ে এসব মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদক সমন্বিত জেলা কার্যালয়…
Tumblr media
View On WordPress
0 notes
topnews24online · 3 years ago
Text
সাতক্ষীরার পাটকেলঘাটায় সমবায় সমিতির ৪৩ লক্ষ টাকা আত্মসাতকারী সুমনের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত
সাতক্ষীরার পাটকেলঘাটায় সমবায় সমিতির ৪৩ লক্ষ টাকা আত্মসাতকারী সুমনের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত
রিজাউল করিম সাতক্ষীরা:  সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা লাল-সবুজ সমবায় সমিতির ৪৩ লক্ষ টাকা আত্মসাতকারী মশিউর আলম সুমনের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ অক্টবর) বেলা ১২টায় পাটকেলঘাটা পাঁচ রাস্তার মোড়ে লাল-সবুজ সমবায় সমিতির ও পাটকেলঘাটা সচেতন এলাকাবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। লাল-সবুজ সমবায় সমিতির সাধারণ সম্পাদক শংকর কুমার দাশের সভাপতিত্বে ও সদস্য বাশুদেব…
Tumblr media
View On WordPress
0 notes
rajshahitimes · 5 years ago
Text
রাজশাহীতে ১৬ মাস ধরে আত্মসাতকৃত ভিজিএফ’র চাল ফেরত পাচ্ছেন চার নারী
রাজশাহীতে ১৬ মাস ধরে আত্মসাতকৃত ভিজিএফ’র চাল ফেরত পাচ্ছেন চার নারী
স্টা রিপোর্টার:
১৬ মাস আগে রাজশাহীর গোদাগাড়ীর রিশিকুল ইউনিয়নের চার অসহায় নারীকে সরকারি সহায়তার জন্য ভিজিএফ’র কার্ড করে দেওয়া হয় ইউনিয়ন পরিষদ থেকে। কিন্তু ওই চার নারীই জানতেন না তাঁদের নামে ভিজিএফের কার্ড করে দেওয়া হয়েছে। যার বিপরীতে তাঁরা প্রত্যেকে মাসে ৩০ কেজি করে ��াল পাবেন।
রাজশাহীতে ১৬ মাস ধরে আত্মসাতকৃত ভিজিএফ’র চাল ফেরত পাচ্ছেন চার নারী
তবে তাঁরা না জানলেও প্রতি মাসে তাঁদের…
View On WordPress
0 notes
khulnabazar · 3 years ago
Text
অর্থ আত্মসাত: গিয়াসউদ্দিন মামুনসহ ২১ জনের বিরুদ্ধে দুদকের মামলা
নিউজনাউ ডেস্ক: ৩২ কোটি ৬৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বিএনপি নেতা তারেক রহমানের বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনসহ ২১ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২১ জুন) দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে (ঢাকা-১) সংস্থাটির উপ-পরিচালক সুভাষ চন্দ্র দত্ত বাদী হয়ে মামলাটি করেন। দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান দুদক সচিব মো. মাহবুব হোসেন। মামলার আসামিরা…
Tumblr media
View On WordPress
0 notes
sottersokal · 3 years ago
Text
আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন মিথিলার
আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন মিথিলার
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির হয়ে অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় আগাম জামিন চেয়ে আবেদন করেছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। রোববার (১২ ডিসেম্বর) বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. আতোয়ার রহমানের হাইকোর্ট বেঞ্চে আইনজীবী নিয়াজ মোর্শেদ এ আবেদন দায়ের করেন। আগামীকাল (সোমবার) তার জামিন আবেদন শুনানির জন্য কার্যতালিকায় আসবে। এর আগে ৪ ডিসেম্বর ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির হয়ে অর্থ…
Tumblr media
View On WordPress
0 notes