#অসাধারণ মুরগির মাংস রান্না
Explore tagged Tumblr posts
grameenchannel · 2 years ago
Video
youtube
প্রশংসায় পঞ্চমুখ হবে সবাই যদি এভাবে মুরগির মাংস রান্না করেন Chicken Coo...
0 notes
dailymail24-blog · 7 years ago
Photo
Tumblr media
শুধু ভাতের চাল দিয়েই তৈরি করুন মজাদার চিকেন খিচুড়ি শুধু ভাতের চাল দিয়েই তৈরি করুন মজাদার চিকেন খিচুড়ি অনেকেরই ডালে অ্যাসিডিটি হয়, বিশেষ করে মুগের ডালে। তারা ডাল ছাড়াই শতভাগ স্বাদ নিতে পারবেন খিচুড়ির। যা রান্না করা যাবে ভাতের চাল দিয়ে এবং কোন রকম ডাল ছাড়াই। কিন্তু তবুও ভুনা খিচুড়ির চাইতে স্বাদে কোন অংশে কম হবে না।আর এটা রান্না করতে সময়ও লাগে খুব কম। জেনে নেয়া যাক অসাধারণ এই খিচুড়ির রেসিপিটি। উপকরণ মুরগির মাংস ১ টি ভাতের চাল ৪ কাপ আদা বাটা ২ টেবিল চামচ রসুন বাটা ২ টেবিল চামচ পিঁয়াজ বাটা ১/২ কাপ সবুজ এলাচ ৭/৮ টি দারুচিনি ২/৩ টি গোলমরিচ ৫/৬ টি লং ৪/৫ টি পাঁচ ফোঁড়ন ১/৪ চা চামচ তেজপাতা ২/৩ টি সরিষার তেল ১/২ কাপ বা পরিমাণমত লবণ স্বাদমত মরিচ গুঁড়ো ১ টেবিল চামচ হলুদ গুঁড়ো দেড় চা চামচ ধনেগুঁড়া ১ চা চামচ আস্ত জিরা ১/২ চা চামচ কাঁচা মরিচ ফালি ৭/৮ টি আস্ত শুকনা মরিচ ৪/৫ টি ( ইচ্ছা ) পিয়াজ বেরেস্তা ১ টি প্রস্তুত প্রণালী প্রেসার কুকারে তেল গরম করে জিরা,গরম মসলা ফোঁড়ন দিয়ে আদা, রসুন, পিয়াজ বাটা দিয়ে কষিয়ে চিকেন দিয়ে দিন। একে একে সব গুঁড়ো মসলা,লবণ,শুকনা মরিচ,পাঁচফোড়ন দিয়ে ভাল করে কষিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে ঢাকনা আটকে দিন। প্রেসারে রান্না করে নিতে হবে মুরগিটা। এবার ঢাকনা খুলে চাল আর কাঁচা মরিচ দিয়ে ৫/৬ কাপ পানি দিয়ে লবণটা চেখে আবার ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে রাখুন। ৫/৬ টি সিটি হলে চুলা বন্ধ করে দিতে হবে। ১৫/২০ মি পর ঢাকনা খুলে পিয়াজ বেরেস্তা উপর দিয়ে ছড়িয়ে দিয়ে গরম গরম খিচুড়ি পরিবেশন করুন। তবে খেয়াল রাখতে হবে পানির পরিমাণটা এক এক চালে এক এক রকম লাগতে পারে। প্রেসার কুকারের টাইমটাও এক এক কুকারে এক এক রকম হতে পারে।
0 notes
hasanmallick97 · 7 years ago
Photo
Tumblr media
খাবার ভালো করতে বিজ্ঞানসম্মত উপায় আসিয়া আফরিন চৌধুরী : একজন সফল রাঁধুনিকে রান্না সম্পর্কে মতামত দিতে বললে তিনি বলবেন, খাদ্য ও রান্না হল রসায়ন। যেখানে পিএইচ এর মাত্রার মান নির্ধারণ, এনজাইম ও তাপমাত্রার কারবার করা হয়। খাবার আরো ভালো করতে ‘আমেরিকান কেমিক্যাল সোসাইটি’ তিনটি অসাধারণ টিপস প্রকাশ করেছে এবং বিজ্ঞানসম্মত ব্যাখাও জানিয়েছে। ভাতে ক্যালরির পরিমান অর্ধেকে নামিয়ে আনুন ভাত বিশ্বের অনেকদেশে প্রধানতম খাবার। কিন্তু ভাতের থাকা স্টার্চ (অনমনীয়) ক্যালরি আ��নার জন্য ভালো নাও হতে পারে। মাত্র এককাপ রান্না করা ভাতে রয়েছে ২৪০ ক্যালরি। যা সহজে ক্ষয়প্রাপ্ত না হয়ে আপনার দেহে মেদ হিসেবে জমা থাকতে পারে। কিন্তু গবেষকরা জানিয়েছেন, একটি সাধারণ পদ্ধতি ব্যবহার করে ভাতের স্টার্চকে ভেঙে গ্লুকোজে পরিণত করা যায়। এজন্য প্রথমে আপনাকে নারকেল তেল ফুটন্ত পানিতে যোগ করতে হবে। যা মোট ভাতের পরিমাপের ৩ শতাংশ বা আধা কাপ ভাতের জন্য এক চা-চামচ নারিকেল তেল। তারপর চালগুলোকে ফুটন্ত গরম পানিতে দিয়ে দিতে হবে এবং যখন ভাত হয়ে যাবে তখন তা চুলা থেকে নামিয়ে ঠাণ্ডা করে ১২ ঘণ্টার জন্য রেফ্রিজারেটরে রেখে দিয়ে হবে। অতঃপর ভাত পরিবেশন করার আগে মাইক্রোওয়েভ ওভেনে গরম করে নিলেই হবে। এতে আপনার ভাত থেকে ৫০ থেকে ৬০ ভাগ ক্যালরি কমে যাবে। কিভাবে এটি কাজ করে? ভাতে রয়েছে বিভিন্ন রকমের পাচ্য ও অপাচ্য স্টার্চ। পাচ্য স্টার্চগুলো খুব সহজেই ভেঙে গ্লুকোজে পরিণত হয়ে যায় এবং সহজে তা ক্ষয়প্রাপ্ত হয়। আর অব্যবহৃত থাকলে তা ফ্যাট আকারে জমা হয়। কিন্তু অপাচ্য স্টার্চগুলো সহজে ভাঙতে চায় না। নারকেল তেল স্টার্চের কাঠামো পরিবর্তনে অনুর সঙ্গে কাজ করে। ভাত ১২ ঘণ্টা ঠাণ্ডা করায় অ্যামোলেস নামক একটি স্টার্চ উপাদানের মধ্যে হাইড্রোজেন বন্ধন তৈরি হয়, যা পাচ্য রূপান্তরিত হয়। ফলের টুকরো বাদামি হওয়া থেকে রক্ষা করতে আপনি হয়তো শুনে অবাক হবেন যে, লেবুর রস কাটা আপেলের টুকরাগুলোকে বাদামি হয়ে যাওয়া থেকে রক্ষা করে। কৌশলটা হলো একটি ছোট পাত্রে পানি নিয়ে পুরো একটি লেবুর রস নিংড়ে নিন। সেই পানিতে কাটা আপেল বা অন্য কোনো ফলের টুকরো একবার ডুবিয়ে নিয়ে জিপলক ব্যাগে ভরে ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন। এতে করে ভিটামিন সি এর কারণে পলিফেনল অক্সাইড বা ‘ব্রাউনিং এনজাইম’ কার্যকর থাকে না। সেকারণে ফলের টুকরার ওপর বাদামি দাগ পড়ে না। মুরগির টসটসে মাংস পেতে বেকিং সোডা আপনি যদি মুরগি বা অন্যান্য মাংস মেরিনেট করার পর্যাপ্ত সময় না পান তাহলে এর সঙ্গে কিছুটা বেকিং সোডা মিশিয়ে নিন। এতে করে আপনি আগের মতো স্বাদ পাবেন। আপনার মুরগির মাংসের ওপর কিছুটা বেকিং সোডা ছড়িয়ে দিন, তারপর তা ১৫ মিনিট রাখুন। এরপর বেকিং সোডা পানি দিয়ে পরিষ্কার করে পছন্দমতো রান্না করে ফেলুন। মাংস ধীরে ধীরে তার পিএইচ লেভেল হারাতে থাকে। ফলে মাংসের স্বাদের তারতম্য ঘটে। পিএইচ মাত্রা কমে গেলে মাংস শক্ত হয়ে যায়। কিন্তু বেকিং সোডার পিএইচ মাত্রা ৯। তাই কিছুক্ষণের জন্য মাংস বেকিং সোডা দিয়ে মাখ��য়ে রাখলে মাংসের পিএইচের মাত্রা বৃদ্ধি পায় অর্থাৎ মূলত মাংসের প��নি ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। তাই আপনি এরপর যখন নরম তুলতুলে মাংস খেতে চাইবেন বেকিং সোডার এই বৈজ্ঞানিক টিপসের কথা ভুলবেন না কিন্তু। তথ্যসূত্র : সায়েন্স অ্যালার্ট রাইজিংবিডি/ঢাকা/২৮ জুন ২০১৭/ফিরোজ
0 notes