Dr. Reaz Mahmud is an enthusiastic Orthopaedic Surgeon in Dhaka, Bagnladesh. His area of interest & expertise includes Orthopaedic & Trauma Surgery, Joint Replacement (Hip, Knee), Arthroscopy, Spine Surgery.
Don't wanna be here? Send us removal request.
Photo
0 notes
Text
শিশুদের ডেভেলমেন্টাল হিপ ডিসপ্লাসিয়া (DDH) এর কারণ, লক্ষণ ও করনীয়
নবজাতকের একটি পা কি ছোট মনে হচ্ছে, অথবা শিশু একটু খুঁড়িয়ে হাঁটছে? হতে পারে আপনার শিশু/নবজাতক হিপ ডিসপ্লাসিয়াতে আক্রান্ত।
DDH / ডেভেলপমেন্টাল ডিসপ্লাসিয়া অফ হিপ কী? নবজাতক বা শিশুর হিপ জয়েন্ট (কোমর) এর বেশ কিছু ধরণের জন্মগত সমস্যাকে একত্রে ডেভেলপমেন্টাল ডিসপ্লাসিয়া অফ হিপ বলা হয়ে থাকে। এর মধ্যে এসিটাবুলাম এর গভীরতা কমে যাওয়া থেকে হিপ ডিসলোকেশন পর্যন্ত হতে পারে।
কারণ এবং ঝুঁকিসমূহঃ
গর্ভে শিশু উল্টে থাকা
প্রথম শিশুদের ক্ষেত্রে
মেয়ে শিশুদের ক্ষেত্রে ঝুঁকি বেশি
পারিবারিক/ জিনগত কারণে ঝুঁকি ব��ড়ে
লক্ষণসমূহঃ নবজাতকের ক্ষেত্রে- এক পা ছোট থাকা, উরুর চামড়ার ভাঁজে অসমতা, আক্রান্ত পায়ের নড়াচড়ায় সমস্যা ইত্যাদি। শিশুদের ক্ষেত্রে- খুঁড়িয়ে হাঁটা, হাসের মত পা ফেলে হাঁটা, এক পায়ে বুড়ো আঙুলে ভর দিয়ে হাঁটা ইত্যাদি
রোগনির্ণয়ঃ
নবজাতকের ক্ষেত্রে- ফিজিক্যাল এক্সামিনেশন এর মাধ্যমে
৬ মাসের কম শিশুদের ক্ষেত্রে- হিপের আল্ট্রাসনোগ্রাম
এক্সরে হিপ - বড় শিশুদের ক্ষেত্রে
চিকিৎসাঃ শিশুর বয়স, রোগের মাত্রা ইত্যাদির উপর ভিত্তি করে চিকিৎসার ধরণ নির্ধারন করা হয়।
করণীয়ঃ আপনার নবজাতক / শিশুর মধ্যে উল্লেখিত কোন ধরণের অসংলগ্নতা পরিলক্ষিত হলে অতিদ্রুত একজন অর্থোপেডিক বিশেষজ্ঞের পরামর্শ নিন।
0 notes
Text
স্পোর্টস ইনজুরিতে প্রাথমিক করনীয়
স্পোর্টস ইনজুরি বা খেলাধুলাজনিত আঘাত এথলেট বা পেশাদার খেলোয়াড়দের জন্য একটি সচরাচর ঘটনা হলেও অপেশাদার খেলোয়াড় বা সাধারণ জনগোষ্ঠী নানান ধরনের স্পোর্টস ইনজুরি যেমন, হাঁটু, গোড়ালি, কবজি, কাঁধ মচকানো অথবা ভেঙে যাওয়া নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হয়ে থাকেন। তাৎক্ষণিক এবং সঠিক প্রাথমিক চিকিৎসা দীর্ঘমেয়াদী জটিলতা কমাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সাধারণ স্পোর্টস ইনজুরিসমূহঃ
মাংসপেশীতে টান / খিচ ধরা।
গোড়ালি মচকানো।
হাঁটু মচকানো।
কবজি মচকানো।
কাঁধের হাড় সরে যাওয়া।
হাঁটুর লিগামেন্ট (এসিএল, পিসিএল, মেনিস্কাস, কোল্যাটেরাল) ছিঁড়ে যাওয়া।
হাতের কবজি, পায়ের গোড়ালি বা হাঁটুর হাড় ভেঙে যাওয়া।
আঘাতের লক্ষণসমূহঃ
ব্যথা- মাঝারি থেকে তীব্র হতে পারে।
আক্রান্ত জোড়া বা অঙ্গ ফুলে যাওয়া।
কালচে/ লাল হয়ে যাওয়া।
চাপে ব্যথা অনুভব করা।
আক্রান্ত অঙ্গের তাপমাত্রা বেড়ে যাওয়া।
আক্রান্ত অঙ্গের অস্বাভাবিক নড়াচড়া (ভেঙে যাওয়ার ক্ষেত্রে)
প্রাথমিক চিকিৎসাঃ
আক্রান্ত অঙ্গকে নড়াচড়া না করা।
বরফ দিয়ে সেক দেয়া
চাপ দিয়ে ধরে রাখা।
আক্রান্ত অঙ্গকে উঁচু করে রাখা।
ব্যথার জন্য প্যারাসিটামল বা ননস্টেরয়ডাল এন্টি-ইনফ্লামাটরি ড্রাগস ব্যবহার করা যেতে পারে, তবে যে কোন ঔষধই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত।
কখন অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন?
প্রাথমিক চিকিৎসার পরবর্তী চিকিৎসার জন্য।
হাড় ভেঙে গেলে।
জোড়া মচকে যাওয়ার সঠিক চিকিৎসার জন্য।
লিগামেন্ট ছিড়ে যাওয়ার সঠিক চিকিৎসার জন্য।
#sports injuries#acl ligament surgery#primary care#reazmahmud#orthopaedics#trauma#surgery#orthopaedic surgeon in dhaka
1 note
·
View note