rahatislamsblog
rahatislamsblog
I am honest person and try to work hard.
1 post
Don't wanna be here? Send us removal request.
rahatislamsblog · 3 years ago
Text
"যাদের বিপদ লেগেই থাকে, আপনাদের হতাশ হওয়ার কিছু নেই:
"রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
‘‘মুমিন নারী-পুরুষের নিজ জীবনে, তাদের সন্তানাদির জীবনে ও মাল-সম্পদে সর্বদা বিপদাপদ লেগেই থাকে। অতঃপর সে আল্লাহর সাথে সাক্ষাৎ করে এমন অবস্থায় যে, তার কোনো পাপই থাকে না।’’
তিরমিযি: ২৩২০; হাদিসটি সহিহ
"ব্যাপারটি বুঝতে কষ্ট হলে নিচের আয়াতটি পড়ুনঃ-
আল্লাহ্ সুবহানাহু ওয়া তা‘আলা বলেন,
‘‘তোমাদের উপর যেসব বিপদ-আপদ আপতিত হয়, তা তোমাদেরই কর্মের ফল এবং তিনি তোমাদের অনেক গোনাহ ক্ষমা করে দেন (এসব বিপদের মাধ্যমে)।’’
[সূরা শুরা, আয়াত: ৩০]
আমরা কখনই এই দাবি করতে পারব না যে,আমরা আল্লাহর আনুগত্য সঠিকভাবে করতে পারছি এবং তাঁর নিষেধকৃত বিষয়াবলী থেকে সম্পূর্ণভাবে বিরত থাকতে পারছি।
আমাদের প্রত্যেকের মাঝে ত্রুটি আছে,অসম্পূর্ণতা আছে। আমাদের উপর বিপদ এসে আমাদের অনেক গুনাহ ধুয়ে-মুছে সাফ করে দিয়ে যায়। সুতরাং আমরা যেন বিনয়ী হই, আল্লাহর সিদ্ধান্তগুলোকে সম্মান করি, তাঁর তাকদিরে সন্তুষ্ট থাকি।
একের পর এক বিপদের মাঝেও যেন আমরা সবর করে থাকতে পারি। বিনিময়ে আল্লাহ্ এত পুরস্কার দিবেন, যা তিনি ‘অগণিত’ শব্দ দ্বারা বর্ণনা করেছেন।
আল্লাহ্ বলেন,
‘‘নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে তাদের পুরস্কার দেওয়া হবে অগণিতভাবে/হিসাব ছাড়া।’’
[সূরা যুমার, আয়াত: ১০]
"যে আল্লাহর নিকট কোন কিছুর কমতি নেই, যার ভাণ্ডারে শেষ বলে কিছু নেই, তিনি যখন ‘অগণিত’ শব্দটি বলেন, তখন সেটার পরিমাণ কত বেশি হতে পারে, তা ভেবে কূল-কিনারা করা যাবে না,
" আসুন আমরা সবর করি সর্বাবস্থায় বলি আলহামদুলিল্লাহ্, আল্লাহ আমাদের কবুল করুন আমিন!!
2 notes · View notes