Don't wanna be here? Send us removal request.
Text
এক লোক ১৩তলা বিল্ডিং- একাজ করতেছিল....এমন সময় একজনদৌড়ে এসে খবরদিল- জামাল,জামালতোমার মেয়ে ফাতিমা মারা গেছে। লোকটা চিৎকারকরে উঠলো- না এহতে পারে না। বলে ১৩তলা থেকে লাফদিলো। যখন ১০তলা পর্যন্তআসলো তখনমনে পরলোআরে আমারতো ফাতিমা নামে কোনমেয়ে নাই। যখন ৫তলা পর্যন্তআসলো তখনমনে পরলো আরে আমারতো বিয়েই হয় নাই।যখন মাটিতে পড়বে তার আগমূহূর্তে মনে পরলো-]শালা আমার নামই তো জামাল না !!!!
0 notes
Text
“কাউকে প্রচন্ডভাবে ভালবাসার মধ্যে এক ধরনের দুর্বলতা আছে। নিজেকে তখন তুচ্ছ এবং সামান্য মনে হয়। এই ব্যাপারটা নিজেকে ছোট করে দেয়।”
0 notes
Text
প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি লেক,এপাশ থেকে ওপাশে সাদা রংয়ের একটি ছোট স্টিলের ব্রীজ, পাশেই কিছু কাঁশবন, সাদা ফুলে পরিবেশটা অপরুপ সৌন্দর্যে পরিপূর্ণ করে তুলেছে, মাথার উপর ফুলেভরা কয়েকটা কৃষ্ণচুড়ার গাছ, গাছের ডালে প্রতিদিনের অতিথি হিসাবে বেশ কিছু পাখির দেখা মেলে। বিকেলের সময়টাতে স্থানটা যেন জগতের অতুলনীয় একটা পরিবেশের সৃষ্টি করে। প্রকৃতি প্রেমী হাতে গুণা…
0 notes
Text
ভেবেছিলাম রোদ মাখা দিনে তার পাশে গাছ হয়ে ছায়া দিব, কিন্তু এখান দেখি ঐই ভূমিতে গাছই জন্মায় না।।।।।।।।।।।।।
0 notes
Text
আজ খুব কাছ থেকে এক মুক্তিযোদ্ধা চাচার সাথে কথা বললাম। আমরা অনেকেই অনেক মুক্তিযুদ্ধ বিষয়ক বই পড়েছি। কিন্তু আমরা কি জানি যে এই বই গুলো যারা লিখে তারা তাদের পেটের ধান্ধায় ও টাকা উপার্জন এর জন্য বই লিখে। কতই না সত্য মিথ্যা দিয়ে সাজিয়ে থাকে,তার আজ এক প্রমাণ পেলাম।আমাদের কার যদি মুক্তিযুদ্ধ বিষয় জানার ইচ্ছা থাকে তাহলে সরাসরি কোন এক মুক্তিযোদ্ধা চাচার সাথে কথা বললার চেষ্টা করব।। আজ আমি অনেক কিছু জানতে পারলাম। কোনটা সত্য আর কোনটা মিথ্যা।।
0 notes
Text
আমরা সবাই এক একটি নৌকা, চলতে থাকি আপন মনে , গন্তব্যই মূল উদ্দেশ্য, শুধু হাতলটা ধরার কৌশলটা জানতে হবে।
0 notes
Text
আমরা সবাই শুধু মানবতা,মানবতা করি। কিন্তু মানবতা বলতে কি বুঝায় তা আধো আমরা জানিনা। আমাদের কি সত্যি মানবতা আছে।।নাকি এই শব্দটা আমরা শুধুই ব্যবহার করি।।।৩দিনের সফরে বাংলাদেশে আসে সুফিয়া নামের রোবট , রোবট সুফিয়ার ৩ দিন সফরে খরছ ১২ কোটি টাকা মাত্র, থাকার ব্যবস্থা ৫ ষ্টার হোটেল ! সাংবাদিক ভাই ও বোনদের প্রতি আমার একটি প্রশ্ন ? এক সুফিয়ার পিছে খরছ ৩ দিনে ১২ কোটি, রাস্তায় দুটি সন্তান নিয়ে এক রকম হাজারো সুফিয়া পরে আছে তাদের খবর নেয়ার মত কেউ নেই, এই��ানে আমাদের মানবতা কোথায়??? সাংবাদিক ভাই বোনেরা, আপনারা কি একবারও রাস্তায় পরে থাকা সুফিয়াদের খবর নিয়েছেন , কেনইবা নিবেন রাস্তায় পরে থাকা সুফিয়াকে দিয়ে খবরের শিরোনাম বানালে আপনি ফ্যামাছ হতে পারবেন না, আপনাদের সোনার বাংলা ডিজিটাল হবে না, দেশে গরিবের কোন মূল্য নাই, মানুষের পেটে ভাত নাই, কি হবে আমাদের এই ডিজিটাল দেশ দিয়ে, পারলে রাস্তায় পরে থাকা সুফিয়ারদের ও বাচ্ছাদের মুখে দুই মুঠো ভাত তুলে দেন,,, তবেই ডিজিটাল বাংলার সার্থকতা পাওয়া যাবে।।।
0 notes
Text
আমরা সবাই শুধু মানবতা,মানবতা করি। কিন্তু মানবতা বলতে কি বুঝায় তা আধো আমরা জানিনা। আমাদের কি সত্যি মানবতা আছে।।নাকি এই শব্দটা আমরা শুধুই ব্যবহার করি।।।৩দিনের সফরে বাংলাদেশে আসে সুফিয়া নামের রোবট , রোবট সুফিয়ার ৩ দিন সফরে খরছ ১২ কোটি টাকা মাত্র, থাকার ব্যবস্থা ৫ ষ্টার হোটেল ! সাংবাদিক ভাই ও বোনদের প্রতি আমার একটি প্রশ্ন ? এক সুফিয়ার পিছে খরছ ৩ দিনে ১২ কোটি, রাস্তায় দুটি সন্তান নিয়ে এক রকম হাজারো সুফিয়া পরে আছে তাদের খবর নেয়ার মত কেউ নেই, এইখানে আমাদের মানবতা কোথায়??? সাংবাদিক ভাই বোনেরা, আপনারা কি একবারও রাস্তায় পরে থাকা সুফিয়াদের খবর নিয়েছেন , কেনইবা নিবেন রাস্তায় পরে থাকা সুফিয়াকে দিয়ে খবরের শিরোনাম বানালে আপনি ফ্যামাছ হতে পারবেন না, আপনাদের সোনার বাংলা ডিজিটাল হবে না, দেশে গরিবের কোন মূল্য নাই, মানুষের পেটে ভাত নাই, কি হবে আমাদের এই ডিজিটাল দেশ দিয়ে, পারলে রাস্তায় পরে থাকা সুফিয়ারদের ও বাচ্ছাদের মুখে দুই মুঠো ভাত তুলে দেন,,, তবেই ডিজিটাল বাংলার সার্থকতা পাওয়া যাবে।।।
0 notes
Text
যন্ত্রকে আপন করতে গিয়ে,আমরাই যান্ত্রিক হয়ে গেছি। দূরকে করেছি নিকট আর আপনকে করেছি পর। ভোগের নেশা আমাদের পেয়ে বসেছে।অর্থের পিছনে ছুটতে ছুটতে আমরা জীবনের অন্য সব সুন্দর্য থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি। এক এক জন যেন এক এক নিঃসঙ্গ দ্বীপে আদিবাসী হয়ে গেছি। এই সব কিছু ভুলে আমরা কবে আবার অবিচ্ছিন্ন সূতোয় নিজেদের বানবো,জীবনের সব সুন্দর্য উপভোগ করবো এক সঙ্গে,এক সাথে হাসবো,এক সাথে ভালোবাসবো,একে অপরকে আপন করে নিবো ...................আমরা ফিরবো কবে ???????
0 notes
Text
কেউ যদি আপনার সাথে প্রতারনা করে, আপনি প্রতারনার শিকার হয়ে কেন বসে থাকবেন। যে প্রতারক সেতো সময়ের সাথে সাথে সামনের দিকে চলে যাচ্ছে, তবে আপনে কেন বসে থাকবেন, আপনার জন্যতো সময় বসে থাকবেনা। আনাকেও সামনের দিকে এগিয়ে যেতে হবে, আপনাকেও দেখিয়ে দিতে হবে যে আপনি থেমে নেই, নিজের ভূল গুলো সুদ্রানোর মাধ্যমে সঠিক একটা স্থান অর্জন করে নিতে হবে, আর যে প্রতারনার শিকার হয়েও সামনের দিকে এগিয়ে যেতে পারে সেই প্রকৃত সংগ্রামী।
0 notes
Text
একটা মানুষ যখন অন্য একটা মানুষকে মূল্যায়ন করে তখন প্রথম মানুষটাকে মূল্য দেওয়া উচিত। যদি কেউ মূল্যায়ন কে মূল্য দিতে না জানে তবে তার মূল্যায়ন পাওয়ার কোন অধিকার নাই। সে যদি মূল্যায়ন পাওয়ার প্রত্যাশা করে তবে তাকে মূল্যায়নের কি জিনিস আগে সেইটা বুজতে হবে। আমাদের মাঝে এমন কিছু মানুষ আছে যারা শুধু অন্ধের মতো কোন ব্যক্তিকে সব সময়ে মূল্যায়ন করেই যায়, কিন্তু তার ফল আসে ০০০০০০...।।
0 notes
Text
সমাজের প্রতি আমাদের অনেক দায়িত্ব ও কর্তব্য রয়েছে। একটা দেশ তখনি উন্নতি হয় যখন যুবকের ইচ্ছা ও মেধা শক্তি দিয়ে দেশের জন্য কাজ করে।আর সমাজ যখন উন্নতি হবে ,দেশ তখন এমনেতেই উন্নতি হবে। অতএব আমাদের সমাজটাকে আমরা ভাল করে সাজাই, আমদের দায়িত্ব ও কর্তব্য গুলো ভালো করে পালন করি, দেখবে একদিন আমরা বিশ্বের সামনে মাথা তুলে ধারাতে পারবো। তাদের দেখিয়ে দিতে পারবো যে আমরাও পারি।।
0 notes
Text
যখন আমি নিজেই নিজেকে বুঝতে পারবো তখন আমি ঠিক করতে পারবো যে আমি কি করবো।। অতএব আগে আমি আমাকে ভাল করে বুঝি যে আমাকে দিয়ে কি হবে।
0 notes
Text
কোন ভাবেই নিজের দুর্বলতার পরিচয় দেয়া যাবেনা। কারন একটা মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে অন্য একটা মানুষ উপরের দিকে উঠে যায়। আর তখনি নিজেকে বড় অসহায় মনে হয়। যখন অসহায় ও হতাসা কাজ করে তখন এই অবস্তায় নিজের উন্নতি করা যায় না।
0 notes
Text
প্রতিটা মানুষের মাঝে থাকে অধ্ম্য মেধা শক্তি। যদি এই শক্তি গুলো ভালো কাজে ব্যবহার না করে তাহলে এই শক্তির কোন অর্থই থাকেনা। আমরা যে যেই বিষয়ে ভাল ঐ বিষয় নিয়ে কাজ করি। দেখবে সফলতা আসবেইইইইইইইইইইইই।
0 notes