#চট্টগ্রামে
Explore tagged Tumblr posts
hridoybdr · 9 months ago
Text
1 note · View note
onenews24bd · 2 years ago
Text
চট্টগ্রামে বসতঘরে আগুন, মা ও দুই শিশুর মৃত্যু
চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানার পূর্ব শহীদনগর এলাকায় বসতঘরের আগুন পুড়ে মা ও দুই সন্তানের মৃত্যু হয়েছে। রোববার (২৮ মে) বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ভোরে ওই এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন- নূর নাহার বেগম (৩০), তার দুই সন্তান ফারিজা আক্তার (৩) ও মারুফ (১)। এ ঘটনায় আরও একজন দগ্ধ হলেন মো. ঈমাম উদ্দিন (২৩)। তাদের চট্টগ্রাম…
Tumblr media
View On WordPress
0 notes
dailycomillanews · 3 hours ago
Text
চিন্ময়কে অনেক আগেই বহিষ্কার করা হয়েছে, দায় নেবে না ইসকন
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে অনেক মাস আগেই চিন্ময় কৃষ্ণ দাসকে ইসকনের সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে দাবি করেছেন ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী। তিনি বলেন, চিন্ময় দাসের কোনো বক্তব্য বা কার্যক্রমের জন্য ইসকন কোনোভাবেই দায়বদ্ধ না। আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন চারু চন্দ্র দাস ব্রহ্মচারী। চারু চন্দ্র দাস ব্রহ্মচারী বলেন, ‘চট্টগ্রামে আইনজীবী সাইফুল…
0 notes
basicpart · 17 hours ago
Text
সুপ্রিম কোর্টে আইনজীবী সাইফুলের গায়েবানা জানাজা
সুপ্রিম কোর্টে চট্টগ্রাম আইনজীবী সমিতির (বারের) অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের গায়েবানা জামাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) দুপুর ২টার পর সুপ্রিম কোর্টের মূল ভবনের ইনার কোর্ট ইয়ার্ডে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়। এর আগে ও পরে সুপ্রিম কোর্টের বিভিন্ন আইনজীবী সংগঠন চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে হত্যায় জড়িতদের বিচার ও ইস্কন…
0 notes
banglavisiononline · 1 day ago
Link
চট্টগ্রামে চিন্ময় দাসের জামিন নামঞ্জুর হওয়াকে
0 notes
mobilemarrt · 3 days ago
Text
জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনের মামলায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী গ্রেফতার
রিয়াজুল হক সাগর   সনাতনী ধর্মাবলম্বীদের ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাকে গ্রেপ্তার করে।সম্প্রতি চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে চট্টগ্রাম ও রংপুরসহ বিভিন্ন এলাকায় সনাতনী ধর্মাবলম্বীদের ৮ দফা দাবি নিয়ে কয়েকটি সমাবেশ অনুষ্ঠিত…
0 notes
speedywonderlandtrash · 6 days ago
Text
Class 9 math annual exam last minute prep - model 6 || নবম শ্রেণি গণিত বার্ষিক পরীক্ষার চুড়ান্ত প্রস্তুতি - মডেল ৬
Tumblr media
Class 9 math annual exam last minute prep
গণিত সময় : ৩ ঘণ্টা       নবম শ্রেণি   পূর্ণমান : ১০০ ক বিভাগ : নৈর্ব্যক্তিক (২৫ নম্বর) বহুনির্বাচনি প্রশ্ন : (সঠিক উত্তরটি খাতায় লিখ) ১ × ১৫ = ১৫ ১.     a, ar, ar2, ar3 এটি কোন ধরনের অনুক্রম? (ক) গুণোত্তর       (খ) সমান্তর (গ) অসীম   (ঘ) ধ্রুবক ২.     7x + 2, 5x + 12, 2x - 1 একটি সমান্তর অনুক্রম হলে, x-এর মান কত হবে? (ক) - 23                    (খ) 23 (গ) ± 23 (ঘ) 21 ৩.     4 + 8 + 16 + ......... ধারাটির 15 তম পদটি কত? (ক) 65536                 (খ) 131072 (গ) 146384                (ঘ) 32768 ৪.     logb n এর ক্ষেত্রে আরগুমেন্ট কত? (ক) k                         (খ) n (গ) b                          (ঘ) log ৫. lnx এর ভিত্তি কত? (ক) e                         (খ) 10 (গ) x                          (ঘ) y ৬.     logbAx = নিচের কোনটি? (ক) x                         (খ) A (গ) b                          (ঘ) xlogbA ৭.     দুই অঙ্কবিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল ১০ এবং বিয়োগফল ৪ হলে সংখ্যাটি কত? (ক) 47                       (খ) 27 (গ) 37                        (ঘ) 57 ৮.     নিচের কোন বিন্দুটি x অক্ষের উপর অবস্থিত? (ক) (2, 0)                   (খ) (- 3, 5) (গ) (0, 3)                  (ঘ) (- 2, - 2) ৯. θ = 45° ক্ষেত্রে - i. sin2 θ + tan2 θ =   ii. sin2 θ + cos2 θ = iii. 1 - sin2 θ =           নিচের কোনটি সঠিক? (ক) i ও ii                    (খ) i ও iii (গ) ii ও iii                   (ঘ) i, ii ও iii         নিচের তথ্যের আলোকে ১০ ও ১১ নং প্রশ্নের উত্তর দাও :         ABC সমকোণী ত্রিভুজের ∠C = β, ∠B = α এবং AB = 7; BC = 25 সেমি, AC = 24 সেমি। Class 9 Math annual exam last minute prep - model  ১০. β কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য কত সেমি?    (ক) 7                         (খ) 24 (গ) 25                        (ঘ) 6 ১১.    নিচের কোন কোণটির জন্য সন্নিহিত বাহুর দৈর্ঘ্য 24 সেমি? (ক) α                        (খ) β (গ) α + β                  (ঘ) α - β ১২.    প্রথম চতুর্ভাগে সকল ত্রিকোণমিতিক অনুপাত কেমন? (ক) ধনাত্মক (খ) ঋণাত্মক (গ) 0 (ঘ) জোড় ১৩. cos 150° = ? (ক)    (খ) (গ)- (ঘ) -  
Tumblr media
১৪.    উপাত্ত কত প্রকার? (ক) 2                         (খ) 3 (গ) 4                          (ঘ) 5 ১৫.    ∑fi|xi - Mo| = 216.92 ও n = 20 হলে প্রচুরক হতে নির্ণীত গড় ব্যবধান কত? (ক) 8×85 (প্রায়)           (খ) 10×85 (প্রায়) (গ) 9×85 (প্রায়)           (ঘ) 7×85 (প্রায়) এককথায় উত্তর দাও :     ১ × ১০ = ১০ ১৬.   a, b, c গুণোত্তর অনুক্রমভুক্ত হওয়ার একটি শর্ত লেখ। ১৭.    n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল কত? ১৮.   log2 16 = কত? ১৯.   logb ()এর সূত্রটি লেখ। ২০.   ax2 + bx + c = 0 এর নিশ্চায়ক কত? ২১.    Metron শব্দের অর্থ কী? ২২.   দ্বিতীয় চতুর্ভাগে ত্রিকোণমিতিক অনুপাত cos θ এর চিহ্ন কী হবে? ২৩. cot (90° - θ) = ? ২৪.    পরিসরকে সাধারণত কী দ্বারা প্রকাশ করা হয়? ২৫.   দুইটি অসমান উপাত্তের গড় ব্যবধান M.D তাদের ��রিসর R এর সম্পর্ক কীরূপ? খ বিভাগ : সংক্ষিপ্ত ও রচনামূলক (৭৫ নম্বর) ১।      নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :   ২ × ১৩ = ২৬ (ক)   কোনো সমান্তর অনুক্রমের তৃতীয় পদ - 12 এবং পঞ্চম পদ - 26 হলে, প্রথম পদ ও সাধারণ অন্তর নির্ণয় করো। (খ)   2 + 4 + 6 + 8 + ........ ধারাটির প্রথম হ সংখ্যক পদের সমষ্টি 2550 হলে, n এর মান নির্ণয় করো। (গ)    5, 12, 19, 26, ...... সমান্তর অনুক্রমটির সাধারণ পদ নির্ণয় করো। (ঘ)    log5 x = 3 হলে, x এর মান কত? (ঙ)   10% চক্রবৃদ্ধি মুনাফা হারে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে 3 গুণ হবে? (চ)    প্রতিস্থাপন পদ্ধতিতে 2x + 3y = 32 এবং 11y - 9x = 3 সমীকরণ দুইটিকে সমাধান করো। (ছ)    3x2 - 2x - 1 = 0 সমীকরণটি সূত্রের সাহায্যে সমাধান করো। (জ)   12 cot θ = 7 হলে cos θ এর মান বের করো। (ঝ)   একটি মিনারের পাদদেশ থেকে 15 মিটার দূরে ভূ-তলের কোনো বিন্দুতে মিনারের চ‚ড়ার উন্নতি কোণ 30° হলে মিনারের উচ্চতা কত? (ঞ)  রেডিয়ানকে ডিগ্রিতে প্রকাশ করো। (ট)    আদর্শ অবস্থানে কোণ θ = ∠XOP এর প্রান্তিক বাহুর উপর A(- 4, - 3) বিন্দুর সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করো। (ঠ)    7, 5, 12, - 5, 0, 10 তথ্যসারির পরিসর নির্ণয় করো। (ড)   প্রদত্ত উপাত্তের ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করো। x 60 61 62 63 64 65 66 67 f 2 0 15 30 25 12 11 5 রচনামূলক প্রশ্ন (দৃশ্যপটনির্ভর) : (১০টি থেকে ৭টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান ৭)        ৭ × ৭ = ৪৯ ২।     নিচের গুণোত্তর অনুক্রম দুটি লক্ষ করো : (i) x + 1, x + 5, x + 10,........ (ii) 2 - 4 + 8 - 16 + .....  (ক)  (i) নং গুণোত্তর অনুক্রম হতে x এর মান নির্ণয় করো।       ৩ (খ)   (ii) নং গুণোত্তর ধারাটির কোন পদ - 256?   ৪ ৩।     অরুপদের স্কুলের হল রুমটিতে বেঞ্চের 30 টি সারি আছে। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সারিতে যথাক্রমে (k + 12), (3k + 10) এবং (7k + 4) টি আসন রয়েছে। (ক)   হলরুমের আসন সংখ্যাগুলো একটি সমান্তর অনুক্রম গঠন করে k এর মান নির্ণয় করো।        ২ (খ)   হলরুমের সর্বশেষ সারিতে কয়টি আসন আছে?       ২ (গ)    ঐ হলরুমটিতে কয়টি আসন রয়েছে তা নির্ণয় করো। ৩ ৪।      A = B = , এবং C =   (ক)   A = 128 হলে p- এর মান নির্ণয় করো। ৩ (খ)   প্রমাণ কর যে, B ÷ C =  .  ৪ ৫।     বাংলাদেশের দুটি স্থান সিলেট ও চট্টগ্রামে একই দিনে ভ‚মিকম্প অনুভ‚ত হয়। সিলেটে সংঘটিত ভ‚মিকম্পের মাত্রা ছিল 6.5 যা চট্টগ্রামে সংঘটিত ভ‚মিকম্পের 17 গুণ শক্তিশালী। অন্যদিকে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারতে সংঘটিত ভূমিকম্পের মাত্রা হলো 7.1 । (ক)   চট্টগ্রামে সংঘটিত ভূমিকম্পের মাত্রা নির্ণয় করো।     ৩ (খ)   সিলেট ও ভারতে সংঘটিত ভূমিকম্পের মধ্যে তীব্রতা তুলনা করে কোন স্থানে ঝুঁকির মাত্রা বেশি তা নির্ণয় করো।      ৪ ৬।     সেতুর মা 5000 টাকা দিয়ে 25 টি হাঁসের বাচ্চা এবং 30 টি মুরগীর বাচ্চা কিনলেন। যদি তিনি একই দরে 20 টি হাঁসের বাচ্চা এবং 40 টি মুরগীর বাচ্চা কিনতেন তবে তাঁর 500 টাকা কম খরচ হতো। (ক)   একটি হাঁসের বাচ্চা ও একটি মুরগীর বাচ্চার দাম কত?       ৪ (খ)   কিছুদিন লালন পালনের পরে প্রতিটি হাঁস 250 টাকা এবং প্রতিটি মুরগী 160 টাকা দরে বিক্রি করলে তাঁর মোট কত টাকা লাভ হবে?  ৩ ৭।      সামিয়া দোকান থেকে 100 টাকার 4 টি কলম ও 2 টি খাতা কিনলো। লামিয়া ঐ একই দোকান থেকে একই দরে মোট 110 টাকায় 2 টি কলম ও 3 টি খাতা কিনলো। (ক)   প্রদত্ত তথ্যের সমীকরণজোট গঠন করে এদের প্রকৃতি নির্ণয় করো।        ৩ (খ)   প্রতিটি খাতা ও কলমের মূল্য নির্ণয় করো।      ৪ ৮।     রনি ও তাহমিদ নদীর তীর দিয়ে হাঁটার সময় দেখলো যে, অপর তীরে অবস্থিত ১০০ মিটার লম্বা একটি গাছের শীর্ষের উন্নতি কোণ 60°| পরবর্তীতে তাহমিদ ঐ স্থান থেকে কিছু দূর পিছিয়ে গিয়�� দেখলো যে, গাছের শীর্ষের উন্নতি কোণ 45°| (ক)   রনি ও তাহমিদের অবস্থান থেকে নদীর অপর পাড়ের দূরত্ব নির্ণয় করো।  ৩ (খ)   তাহমিদ, রনি থেকে কত মিটার দূরত্ব পিছিয়ে গিয়েছিলো?  ৪ ৯।     একটি গাড়ি ঢাকা থেকে খুলনা যাওয়ার সময় গাড়ির পেছনের চাকা প্রতি সেকেন্ডে 12 বার ঘুরে। চাকার ব্যাস 0.5 মিটার। ঢাকা থেকে খুলনার দূরত্ব পৃথিবীর কেন্দ্রে ২ কোণ উৎপন্ন করে। (ক)   চাকাটি একবার ঘুরলে গাড়িটি কত দূরে যাবে? ২ (খ)   গাড়িটির গতিবেগ নির্ণয় করো।    ২ (গ)    ঢাকা হতে খুলনা পৌঁছাতে গাড়িটির কত সময় লাগবে?     ৩ ১০।    কোনো এক স্কুলের নবম শ্রেণির 125 জন শিক্ষার্থীর গণিত বিষয়ের প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণি দেওয়া হলো। প্রাপ্ত নম্বর 10 - 20 20 - 30 30 - 40 40 - 50 50 - 60 60 - 70 শিক্ষার্থীর সংখ্যা 10 17 30 40 20 8    (ক)  নবম শ্রেণির শিক্ষার্থীদের গণিত বিষয়ে গড় নম্বর কত?       ৩ (খ)   সংক্ষিপ্ত পদ্ধতিতে বা অনুমিত গড় পদ্ধতিতে উপাত্তের পরিমিত ব্যবধান নির্ণয় করো।  ৪ ১১।    গত মাসের কোনো এক ক্লাসের 40 জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিতির শ্রেণি বিন্যস্ত তালিকা নিম্নরূপ : অনুপস্থিতির দিন সংখ্যা 1- 4 5-8 9-12 13-16 17-20 শিক্ষার্থীর সংখ্যা 5 11 7 2 1    (ক)  প্রথম 12 টি মৌলিক সংখ্যার পরিসর কত?     ২ (খ)   ক্লাসের কতজন শিক্ষার্থী গত মাসে প্রতিদিন উপস্থিত ছিল? ২ (গ)    বিন্যস্ত তালিকা থেকে পরিসর নির্ণয় করো।     ৩   Read the full article
0 notes
bd442 · 16 days ago
Text
দেখে নিন ২০২৫ বিপিএলের পূর্ণাঙ্গ সূচি
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর শুরু হচ্ছে আগামী ৩০ ডিসেম্বর। সাত দলের টুর্নামেন্ট শেষ হবে আগামী বছর ৭ ফেব্রুয়ারি মার্চ। ঢাকা, সিলেট, চট্টগ্রাম, ঢাকা—৪৬ ম্যাচের বিপিএল হবে চারটি পর্বে। ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরুর পর ৬ থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত ১২টি ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। এরপর বিপিএল যাবে বন্দর নগরী চট্টগ্রামে। সেখানকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৬…
Tumblr media
View On WordPress
0 notes
ridikaislamsblog · 2 months ago
Text
অসময়ের অতিবৃষ্টি, বিপদ বাড়াচ্ছে পুবালি বাতাস
Tumblr media
ফলো করুন
ফাইল ছবি: প্রথম আলো
চাঁদপুরে শুক্রবার সারা দিনে ২৮২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এদিন উত্তরের ব্রহ্মপুত্র থেকে শুরু করে পদ্মা অববাহিকার অন্তত ১১ জেলায় বৃষ্টি হয়েছে ১০০ মিলিমিটারের বেশি। বর্ষার এই বিদায়বেলায় খোদ রাজধানীতেও বৃষ্টি ঝরেছে ৭৯ মিলিমিটার। তিন দিন ধরে দেশের বিস্তৃত এলাকাজুড়ে এত প্রবল বৃষ্টির ঘটনাকে ব্যতিক্রম বলছেন আবহাওয়াবিদেরা। এর কারণ হিসেবে অস্বাভাবিক শক্তিশালী পুবালি বাতাস ও মৌসুমি বায়ুকে দায়ী করছেন তাঁরা।
আবহাওয়াবিদেরা বলছেন, গত আগস্ট থেকে ওই পুবা��ি বাতাস অতিমাত্রায় শক্তিশালী আচরণ করছে। ওই বাতাসের সঙ্গে মৌসুমি বায়ুও প্রবল হয়ে উঠেছে। পুবালি বাতাসের সঙ্গে ঘূর্ণি বাতাস যোগ হয়ে তা একেক সময় একেক জেলায় অতি ভারী বৃষ্টি নিয়ে আসছে। এর সঙ্গে যোগ হচ্ছে এসব এলাকার উজান থেকে আসা ঢল। ফলে এবার রেকর্ড ৯ দফায় দেশের কোথাও না কোথাও বন্যা হয়েছে।
কিছুদিন পরপর অতিবৃষ্টি ও উজান থেকে আসা ঢলে শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা শহর ডুবে গেছে। এরও আগে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর প্রবল বন্যায় প্লাবিত হয়েছে। গত এক মাসে দেশের অস্বাভাবিক বৃষ্টি ও বন্যায় বিপদে পড়েছে অন্তত ২০টি ছোট শহর ও জেলা।
আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ বলছে, এমনিতেই এবারের বর্ষা স্বাভাবিকের চেয়ে বেশি শক্তিশালী হয়ে এসেছে। বৃষ্টিও কমপক্ষে ৩০ শতাংশ বেশি হয়েছে। এবারের বর্ষা থাকছেও বেশি সময় ধরে। প্রতিবছর অক্টোবরের শুরুতেই বর্ষা বিদায় নেয়। এবার বর্ষা যেন দিন দিন শক্তিশালী হচ্ছে। বিশেষ করে আগস্ট থেকে শুরু করে সেপ্টেম্বর হয়ে চলতি অক্টোবরে বর্ষা যেন আগ্রাসী রূপ নিয়েছে।
এ ব্যাপারে আবহাওয়া অধিদপ্তরের ��বহাওয়াবিদ কাজী জেবুন্নেছা প্রথম আলোকে বলেন, চলমান বৃষ্টি আরও দুই দিন চলতে পারে। তারপর থেমে থেমে বৃষ্টি মাসের মাঝামাঝি পর্যন্ত চলতে পারে। বৃষ্টি বেশি থাকতে পারে রাজধানীসহ দেশের মধ্যাঞ্চলে।
সরকারের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পর্যবেক্ষণ বলছে, প্রবল বর্ষা আর ভারত থেকে আসা পানির কারণে এবার স্বাভাবিকের চেয়ে প্রায় তিন গুণ বেশিবার বন্যা হয়েছে। এর মধ্যে সিলেটে তিন দফা, ফেনী-কুমিল্লায় তিন দফা, তিস্তাপারে রংপুরে এক দফা, চট্টগ্রামে এক দফা ও সর্বশেষ শেরপুর-নেত্রকোনায় আরেক দফা বন্যা এল। এর বাইরে লক্ষ্মীপুর, চট্টগ্রাম, ঢাকা, পটুয়াখালী, বরিশাল, খুলনা, চাঁদপুর, ময়মনসিংহসহ ২০টি জেলা শহরে জলাবদ্ধতা তৈরি হয়েছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পর্যবেক্ষণ অনুযায়ী, বর্তমানে দেশের চারটি জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে আছে। শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ ও জামালপুরের নিম্নাঞ্চলের পর চাঁদপুর, মাদারীপুরসহ দেশের মধ্যাঞ্চলের নিচু এলাকায় পানি জমে গেছে। অমাবস্যার কারণে স্বাভাবিকের চেয়ে উঁচু জোয়ারে এসব এলাকার চরগুলো ডুবে গেছে।
এ ব্যাপারে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান প্রথম আলোকে বলেন, সাধারণত গঙ্গা-পদ্মা, ব্রহ্মপুত্র ও তিস্তা অববাহিকায় প্রতিবছর একাধিকবার বন্যা হয়। এবার সেখানে বন্যা ও বৃষ্টি কম হয়ে দেশের ছোট ছোট নদ-নদী অববাহিকায় বেশি বৃষ্টি হচ্ছে। ফেনী, শেরপুর, চাঁদপুর ও সিলেটের মতো ছোট ও মাঝারি জেলায় এ কারণে এবার বন্যা বেশি হচ্ছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পর্যবেক্ষণ অনুযায়ী, দেশের বিভিন্ন নদ-নদীর ১১৬টির মধ্যে ৮৫টি পয়েন্টে পানি দ্রুত বাড়ছে। আর ৩১টিতে পানি কমছে। আজও (রোববার) ময়মনসিংহ বিভাগের ভোগাই, কংস, সোমেশ্বরী ও জিঞ্জিরাম নদ–নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হবে। তারপর পানি ধীরে ধীরে কমতে শুরু করবে।
1 note · View note
dhakatimes · 2 months ago
Video
youtube
চট্টগ্রামে আগুনে পুড়ছে বাংলার জ্যোতি, নেভাতে কাজ করছে কোস্টগার্ড
0 notes
dailycomillanews · 1 day ago
Text
আইনজীবী আলিফের জানাজায় মানুষের ঢল, অংশ নিতে চট্টগ্রামে হাসনাত-সারজিস
চট্টগ্রাম আদালতে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। অংশ নিয়েছেন আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার অংসখ্য মানুষ। দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে। সেখানে জানাজায় অংশ নিতে ঢল নেমেছে মানুষের। বুধবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে আদালত চত্বরে এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে সেখানে বক্তব্য রাখেন আইনজীবী নেতারা। তারা সাইফুল হত্যাকাণ্ডে জড়িতদের…
0 notes
guardianpubs17 · 2 months ago
Text
Tumblr media
চট্টগ্রামে চলছে ১০ দিন ব্যাপী ইসলামী বইমেলা-২০২৪
গার্ডিয়ানসহ দেশের প্রথিতযশা পাবলিকেশনসমূহ এই মেলায় অংশগ্রহণ করেছে!
২৭ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত চলমান এই মেলায় আপনি সপরিবারে আমন্ত্রিত!
স্থান : জামিয়াতুল উলুম আল ইসলামিয়া, লালখান বাজার মাদরাসা মাঠ প্রাঙ্গন, চট্টগ্রাম।
সময় : প্রতিদিন দুপুর ২ টা থেকে রাত ১০ টা পর্যন্ত!
0 notes
banglavisiononline · 1 day ago
Link
চট্টগ্রামে আইনজীবীকে হত্যার বিচার ও ইসকন
0 notes
bangladeshkhobor · 2 months ago
Text
দেশের বৃহত্তম জশনে জুলুস শুরু
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে প্রতি বছরের মতো এবারও দেশের বৃহত্তম ৫৩ তম জশনে জুলুস শুরু হয়েছে চট্টগ্রামে। জুলুসে অংশ নিয়েছেন লাখ লাখ মানুষ। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টায় ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসর আলমগীর খানকা থেকে শুরু হবে এই জুলুসের কার্যক্রম। এ বছর জুলু���ে নেতৃত্ব দিচ্ছেন আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্‌। এতে উপস্থিত আছেন শাহজাদা আল্লামা সৈয়দ মুহাম্মদ কাসেম শাহ।…
0 notes
mobilemarrt · 15 days ago
Text
চট্টগ্রামে জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার প্রকাশক ও সম্পাদক খান সেলিম রহমান এর জন্মদিন উদযাপন
শেখ মোঃ হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক     ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা ও দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ পত্রিকা’র প্রকাশক ও সম্পাদক, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ক্লাব (বি,সি,পি,সি) কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও মাতৃজগত টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খান সেলিম রহমানের জন্মদিন উপলক্ষে চট্রগ্রামে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।   (১২’ই নভেম্বর ২০২৪) মঙ্গলবার, সন্ধ্যা…
0 notes
kalerkothon · 4 months ago
Text
ড. মুহাম্মদ ইউনূস এর জীবনী: সাফল্যের অনন্য কাহিনী
ড. মুহাম্মদ ইউনূস একজন নোবেল বিজয়ী বাংলাদেশি অর্থনীতিবিদ ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। তিনি মাইক্রোক্রেডিট ও মাইক্রোফাইন্যান্স ধারণার প্রবর্তক।
ড. মুহাম্মদ ইউনূস ১৯৪০ সালের ২৮ জুন চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। চট্টগ্রাম কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রের ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটিতে পিএইচডি সম্পন্ন করেন। ১৯৮৩ সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন, যা বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে দারিদ্র্য বিমোচনে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। ২০০৬ সালে তিনি ও তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার অর্জন করেন।
Tumblr media
প্রারম্ভিক জীবন
ড. মুহাম্মদ ইউনূস এর প্রারম্ভিক জীবন ছিল অনুপ্রেরণামূলক। তার শৈশব ও পরিবার, শিক্ষা এবং প্রাথমিক অর্জন তাকে গড়ে তুলেছে। এই অংশে আমরা তার জীবনের এই গুরুত্বপূর্ণ অংশগুলি নিয়ে আলোচনা করবো।
শৈশব ও পরিবার
ড. মুহাম্মদ ইউনূস ১৯৪০ সালের ২৮ জুন চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন একজন সফল সোনার কারিগর। তার মা ছিলেন সমাজসেবিকা। তিনি সাত ভাইবোনের মধ্যে তৃতীয়। তার পরিবার ছিল শিক্ষানুরাগী ও উদার।
শিক্ষা ও প্রাথমিক অর্জন
ড. মুহাম্মদ ইউনূস চট্টগ্রামের লালমনিরহাট উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। এরপর তিনি চট্টগ্রাম কলেজে ভর্তি হন। সেখানে তিনি পদার্থবিজ্ঞান বিষয়ে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন।
১৯৫৭ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তিনি অর্থনীতিতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তার শিক��ষা জীবনে তিনি বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছেন।
১৯৬৯ সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার শিক্ষার প্রতি আগ্রহ এবং অধ্যবসায় তাকে সফলতার পথে এগিয়ে নিয়েছে।
বিস্তারিত: ড. মুহাম্মদ ইউনূস এর জীবনী
0 notes