#কন্যা রাশির শুভ রং
Explore tagged Tumblr posts
bartatv-blog · 7 years ago
Photo
Tumblr media
রাশিফলে জেনে নিন কেমন যাবে আজকের দিন (বৃহস্পতিবার ২১ জুন) শিক্ষা ও শিল্পে যুক্ত জাতকদের জন্য দিনটি শুভ। ছাত্র-ছাত্রীদের জন্য দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জনহিতকর কাজ-কর্মে সাফল্য আসবে। ব্যবসায় উন্নতির যোগ আছে। প্রেমযোগ শুভ। জাতিকাদের জন্য দিনটি মধ্যম। পারিবারিক সমস্যার মুখোমুখি হওয়ার যোগ আছে। জাতিকাদের ক্ষেত্রে ভ্রমণের সুযোগ আসতে পারে। আজ আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৬। শুভ রং বেগুনি। আজকে সবকিছু ভালোর জন্য সদর দরজার ঠিক নীচে উত্তর দিকে মুখ করে তেল ও সিঁদুর দিয়ে একটি মাছের ছবি এঁকে রাখুন। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস: মেষ (মার্চ ২১-এপ্রিল ১৯): মনস্তত্ত্বের নিয়মকানুন মনে চলুন। কাউকে বশ করতে চাইলে প্রথমে তার হৃদয় জয় করুন। পরে সে আপনাতেই আপনার কথা মান্য করে চলতে শুরু করবে। প্রেম পারিজাত, যাকে বলে বেহেশতী প্রেম। স্বর্গীয় ব্যাপার স্যাপার নিয়ে পৃথিবীর মানুষের বেশি একটা মাথা ঘামানো উচিৎ নয়। কর্মযোগ উত্তম। অর্থযোগ অতিশয় দারিদ্রমুখর। বৃষ (এপ্রিল ২০- মে ২০): বৃষ রাশির জাতকের ওপর গ্রহ আর বেজায় ক্ষ্যাপা। যে কারণে আজ অফিসে কাজের সফলতা আসলেও তা বেশ কষ্ট দেবে। আপনি কাকে বিশ্বাস করছেন? সত্যিই বিশ্বাস করছেন তো! পরিচিত যারা আছেন তারা আপনাকে একটা বিষয়ে কয়েকদিন যাবৎ বুঝাচ্ছে, আপনি বুঝছেন না। সুজনের সঙ্গে দীর্ঘদিন না থাকার কারণে আপনার মনের ভেতর যে সন্দেহ বৃদ্ধি পেয়েছে তা আজ ধুয়ে মুছে নিন। মিথুন (মে ২১- জুন ২০): রুজি রোজগারের একটা ব্যবস্থা হয়ে যাচ্ছে অচিরেই, মিষ্টি বিলানো শুরু করতে পারেন! প্রথমত আজকে আপনার দৃষ্টি আকর্ষণ করছে এক জোড়া শালিক। শালিক দুটো হুট করে উড়ে গেলে তা মন খারাপের কারণ হতে পারে। বিকেলের দিকে একবার দেখা করে আসুন তার সঙ্গে। মন ভালো হয়ে যাবে সন্ধ্যার পর। কর্কট (জুন ২১- জুলাই ২২): পরিবারের কারও স্বাস্থ্যহানিতে মানসিক অবস্থা ভালো নাও থাকতে পারে। শারীরিকভাবে ভালো থাকলে যেকোনো কাজেই ভালো করা যায়। আর্থিকভাবে সচ্ছল থাকবেন। মানসিকভাবে ভয়ঙ্কর প্রশান্তি। কথাতে মাধুর্য, স্বভাবে বিনয়, কাজে কর্মে আজ ঝরে ঝরে পড়বে সাফল্য। অহেতুক দুশ্চিন্তা থেকে দূরে থাকুন, বেশ কিছুদিন আনন্দ ও চটুলতায় কাটবে মুহূর্ত। পারলে একবার ভ্রমণেই বের হয়ে দেখুন না। সিংহ (জুলাই ২৩- আগস্ট ২২): অর্থ উপার্জনের নতুন ক্ষেত্র পেয়ে যাবেন আজ। সন্তানদের কৃতিত্বে গর্ব অনুভব করবেন। পারিবারিক শান্তি বজায় থাকবে, কিন্তু দুপুর নাগাদ আত্মীয় স্বজনদের আগমনে ঝামেলা বাড়তে পারে। ব্যবসায়িদের মধ্যে কেউ কেউ বিদেশে যেতে পারেন তবে কোনো চুক্তি করার আগে শেয়ারবাজার ও স্থানীয় বাজার দেখে নেবেন। কন্যা রাশির জাতক শিক্ষার্থীরা স্বভাবগতভাবেই অংকে দুর্বল। সেই দুর্বলতা কাটাতে শিক্ষকের শরণাপন্ন হতেই পারেন। কন্যা (আগস্ট ২৩- সেপ্টেম্বর ২২): চাকরিতে পদোন্নতির সম্ভাবনা থাকলেও বসের সঙ্গে হুদাই বাহাসের কারণে প্রমোশন হাত থেকে ফসকে যেতে পারে। শারীরিক অবস্থার কিঞ্চিৎ অবনতি হতে পারে প্রচণ্ড তাপদাহের কারণে। তবে প্রচুর পানি আর ডাব খেলে শারীরিক সমস্যার সমাধান হবে। ব্যবসায়িরা নতুন ব্যবসার সন্ধান পাবেন। পারিবারিক কোনো দীর্ঘস্থায়ী সমস্যার সমাধান হবে আজ। প্রেমিকার পরিবারে আপনার যোগ্যতা যাচাই হতে পারে। তুলা (সেপ্টেম্বর ২৩- অক্টোবর ২২): কারও সঙ্গে অহেতুক তর্কে জড়াবেন না আজ। কারণ আপনি মানুষ ভালো হলেও তর্ক করতে পারেন না। তাই চুপচাপ থাকুন এবং ভালো থাকুন। এখান থেকে ভয়াবহ কলহের সূত্রপাত হতে পারে যার জন্যে অনেকদিন ভুগতে ��বে। তবে নতুন সম্পর্কে জড়ানোর জন্যে দিনটা শুভ। ধনু যখন অন্যের ভাবভঙ্গি নকল করেন তখন ধীরে ধীরে দ্বিতীয় শ্রেণীর মানুষে পরিণত হন। কর্মক্ষেত্রে আপনার এ সমস্যাটা প্রকট আকারে দেখা দিতে পারে। বৃশ্চিক (অক্টোবর ২৩- নভেম্বর ২১): জোর করে কিছু আদায় করা যায়, এটা ভেবে থাকলে ঠিকই ভেবেছেন, অন্তত আজকের জন্য। বোকা মানুষের সঙ্গে দু’কথা বলতে গেলে চার কথা বেরিয়ে পড়ে। আর তাতে আরও ষোলো কথা বেরোনোর পথ পরিষ্কার হতে থাকে। সুতরাং বোকাসঙ্গ এড়ান। বেকারদের চাকরির যোগ আছে। অর্থকড়ি হাতে আসতে পারে, তবে খসেও যাবে। ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১): আমার আমার করে জীবন কাটিয়ে দিলে জীবনের সত্যিকার রস আপনার কাছে ধরা দেবে না। প্রেমের ক্ষেত্রে মনের চেয়ে শরীরের দিকে মনোযোগ বেশি দিলে ঠকবেন। কেননা, শরীর বুড়িয়ে যাবে, কিন্তু মন চিরকালীন আনন্দের উৎস হতে পারে। নতুন কাজের ক্ষেত্রে অকস্মাৎ উদ্যম হারানোর ভয় আছে। অর্ধকরীতে বাঁধ দিন। মকর (ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯): তৃতীয় পক্ষকে সুবিধা নিতে দেবেন না। কেননা, তারা পক্ষসংখ্যা বাড়াতেই থাকে। আর অতিরিক্ত মধ্যস্বত্বভোগীদের নিয়ে যা একটা ঝামেলায় পড়বেন তা আর বলার নয়। প্রেমযোগ উত্তম। তবে চোখ বন্ধ রাখলে চলবে না। কর্মযোগী হোন, সৃজনশীল পথে হলে অধিক উত্তম। অর্থযোগ শোচনীয়। কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮): কোথাও বেড়াতে গিয়ে চিনতে পারবেন নতুন বন্ধু বা জীবনসঙ্গী/সঙ্গিনীর সত্যিকার মনমানসিকতা। আলো জ্বলবে মাথার ওপর একাধিকবার, সে আলোয় পথ চলুন, কারও ওপর বেশি ভরসা করতে যাবেন না। আত্মীয় পরিজনের ভেতর প্রেমপ্রেম ভাব এলেও কুছ পরোয়া নেই। কারণ প্রেম মানে না কোনো বেড়ি-শেকল। যদিও আপনাকে নিরুৎসাহিত করতে উৎসাহিত হয়ে আছে অনেকেই। মীন (ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০): সাবধানতা অবলম্বন করুন প্রতিটি ক্ষেত্রে। সতর্ক না হলেই পা পিছলে সোজা চলে যাবেন পেছনের ফেলে আসা ঘটনা প্রবাহের কাছে। আর যেহেতু অতীত নিয়ে আপনার অ্যালার্জি আছে তাই অতীত থেকে দূরে থাকাই ভালো। গুরুত্বপূর্ণ কাজ তো ভুল হবেই, সচারচর যা করছেন সেটাও ভুল হয়ে হাস্যকর পরিস্থিতির সৃষ্টি হবে। য��� বিষয়টির কোনো প্রয়োজন নেই সেটা করতেই যদি আপনার এত আগ্রহ তো করতেই থাকুন। তবে সন্ধ্যে বেলা বাসায় মিষ্টি কিনে নিতে ভুলবেন না। আপনার আজকের দিনটি শুভ হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন।
0 notes
bdtodays · 7 years ago
Text
New Post on BDTodays.com
আজকের ��াশিফল
আজকের তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কন্যা রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৫। গুরুত্বপূর্ণ দিন বুধ ও বৃহস্পতিবার। শুভ রং—গাঢ় সবুজ, সোনালি, ধূসর। শুভ রত্ন—পীত পোখরাজ, চায়নিজ জেড। বিশিষ্ট ব্যক্তিত্ব—রাজনীতিবিদ শফিউল আলম প্রধান, অভিনেত্রী প্রাচী দেশাই, লিন্ডা...
বিস্তারিত এখানেঃ http://bdtodays.com/news/109049
0 notes
bartatv-blog · 7 years ago
Photo
Tumblr media
রাশিফলে জেনে নিন কেমন যাবে আজকের দিন (বুধবার ১৩ জুন) আবেগের বশে বিনা ভাবনা চিন্তা করে অন্য কারো মতামত গ্রহণ করবেন না। আবেগ নিয়ন্ত্র�� করলে সফলতা আসবে। আজকের শুভ রং হলুদ, শুভ সংখ্যা ৬। দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝির যোগ আছে। জাতিকাদের পরিবারে প্রতিকূল পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলতে হবে। পাওনা লাভের যোগ দেখা যাচ্ছে। আজকে সবকিছু ভালোর জন্য কলা পাতায় কিছুটা ভেজানো চালকে পাঁচটি ভাগে ভাগ করে, পাঁচটি সুপারি, পাঁচটি পান, পাঁচটি বাতাসা সহকারে জলাশয়ের ধারে রেখে দিন। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস: মেষ (মার্চ ২১-এপ্রিল ১৯): মেষ সব সময়ই আপনি একজন যুক্তিবাদী মানুষ। যেখানেই কোনো নতুন বিষয়ের আবির্ভাব ঘটে সেখানেই আপনার মনে খটকা উদয় হয়। কিন্তু কাউকে অস্বস্তি ফেলার মতো কাজ করে বসেন না। আজ এমনই একটি বিষয় দেখে মনের মধ্যে অস্বস্তি বাসা বাধতে পারে। তীব্র অনুভূতি আজ ভালোবাসার রঙিন পথ দেখাবে। অর্থভাগ্য আজ দারুণ শুভ। কিন্তু ভুলেও দূরযাত্রায় যাবেন না। বৃষ (এপ্রিল ২০- মে ২০): প্রিয়জনের সঙ্গে কিঞ্চিৎ মনোমালিন্য নিয়ে দিনটি শুরু হবে। সন্দেহ জাগতে পারে বন্ধুর আচরণেও। অংশীদারী ব্যবসায় আজ বিশেষ সচেতনতা অবলম্বন করতে হবে বৃষ। নিকট আত্মীয়ের কাছে অর্থ ধার পাবেন অথবা কোনো বড় ধরনের উপহার পেতে পারেন। অর্থভাগ্য কিছুটা মন্দ যাওয়ার আশঙ্কা আছে। নতুন কোনো বন্ধুর পাল্লায় পড়ে না করা কাজটি আজ সমাধা হতে পারে। বেকারদের কারো অর্থপ্রাপ্তি ঘটবে। মিথুন (মে ২১- জুন ২০): প্রেমময় দিনের শুরুতে সামান্য জটিলতা দেখা দেবে। অপ্রত্যাশিতভাবে প্রিয় মানুষের বেশি যত্ন-আত্তি বিবাদের কারণ হতে পারে। কর্মক্ষেত্রে কোনোভাবেই উন্নতি করতে পারছেন না। তবে এখনো টিকে আছে সম্মান। তাই কর্মক্ষেত্রে মনোযোগ আশা করছে। দূরযাত্রায় পানিপথ নিরাপদ। বিদেশ গমনেচ্ছুদের জন্য দিনটি শুভবার্তা বয়ে আনতে পারে। কর্কট (জুন ২১- জুলাই ২২): পড়তে হয় নইলে পড়ে যেতে হয়, কথাটি নিশ্চয় অজানা নয় আপনার? নিজেকে এগিয়ে নিতে যথেষ্ট লেখাপড়া করতে হবে আপনাকে। বেকারদের কারো শুভপরিণয় ক্যারিয়ার গঠনের বাধা হয়ে দাঁড়াতে পারে। বিকেল নাগাদ বড় কোনো কাজের দায়িত্ব এসে জুটতে পারে আপনার কাঁধে। সিংহ (জুলাই ২৩- আগস্ট ২২): আকাশ ঠিক যেমন বিষণ্ণ, তেমন বিষণ্ণতা ভর করবে আপনার মনে। কাজে কর্মে মন না বসার কারণে কর্মক্ষেত্রে বসের কড়াকথা শুনতে হতে পারে। কিন্তু তাতে কী আর আসে যায়? অর্থপ্রাপ্তির মতো জটিল ব্যাপার স্যাপার এই সরল মানবজীবনে খুব একটা ঘটে না মনে রাখবেন। পুরুষরা আস্থা রাখুন প্রেমিকার ওপর, আর নারীরা প্রেমিকের ওপর। সফল হবেন। কন্যা (আগস্ট ২৩- সেপ্টেম্বর ২২): জগতের আনন্��যজ্ঞে সবার নিমন্ত্রণ’। সুতরাং ভালোবাসার মানুষটিকে একা একা ভিজতে না দিয়ে তার সঙ্গ নিন। আকাশের কালো মেঘের মতো সৃজনবান্ধব দ্বিতীয় কিছু নাই। সুতরাং কালো মেঘের কাছ থেকে প্রেরণা নিন। ভালো কাজ দাঁড়িয়ে যাবে। কষ্ট পুষে রাখবেন না, কারও গায়ে উগড়ে দিন! ত���লা (সেপ্টেম্বর ২৩- অক্টোবর ২২): যন্ত্রের কাছে পরাজিত হতে পারেন। কথাটা একাধিক ক্ষেত্রে সাবধানতা অবলম্বনের কাজে আসবে। প্রেমে সফল হতে হলে পদার্থবিজ্ঞানের সূত্র কাজে লাগান। কর্মক্ষেত্রে প্রশংসিত হতে পারেন বিনা কারণে। অর্থভাগ্য মন্দ নয়, তবে বাজিয়ে দেখতে হবে। আর পারিবারিক সংঘাত এড়িয়ে চলুন, কারণ দিন শেষে পরিবারের কাছেই ফিরে যেতে হবে। বৃশ্চিক (অক্টোবর ২৩- নভেম্বর ২১): কন্যা রাশির গ্রহের মতে, অফিসে কাজের চাপ বাড়বে সঙ্গে বাড়বে পদমর্যাদা। সৃজনক্ষমতা আরও বৃদ্ধি পাবে। বাড়িতে বিয়ের জন্য কথাবার্তা শুরু হবে। শিক্ষার্থীদের কারও হঠাৎ আসা দুর্যোগে পড়ালেখা বন্ধ হয়ে যেতে পারে। তবে সদিচ্ছা আর পরিশ্রম দুঃসময় কাটিয়ে উঠতে সাহায্য করবে। ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১): মানসিক অস্থিরতা রোধে পরিবারের সাহায্য নিতে পারেন। মনে করবেন না সব সমস্যা আপনিই সমাধান করতে পারেন। প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে সফলতার জন্য কিঞ্চিৎ পরিশ্রম বাড়াতে সফলতা পাবেন। কর্মক্ষেত্রে সহকর্মীদের কারও সাহায্য পেতে পারেন। ব্যবসায়িরা অর্থকষ্টে বিনিয়োগের সুযোগ হারাবেন। ধনু রাশির জাতক খুব দ্রুত লোকসান কাটিয়ে উঠতে পারে। মকর (ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯): কেমন যাবে দিনকাল অদ্ভুত অদ্ভুত। অহমিকা ভুলে দেখা হবে উঁচুদরের কারো সঙ্গে। বিষণ্ণ মনের সঙ্গে আজ মিশে যাবে ভালোলাগার আরও কিছু রঙ। দিনের শেষ যে রঙ ফুটে উঠবে কুসুমের মতো তার কিছু আভা আগে থেকেই পরিচিত থাকবে। ধুরন্ধর কারো পাল্লায় পড়ে গেলে তাকে এড়িয়ে যাওয়ার সুযোগ এনে দিবে বন্ধুদের মধ্যে থেকে কেউ একজন। ভ্রমণ শুভ। কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮): আসুন আজকে একটি ভালো কাজ করি। যে জানে এই ভালো কাজটি যে আপনার নিজের জন্যেই করছেন না! নতুন করে ভাবুন বর্তমান ভাবনাটি। কোথাও না কোথাও ভুল রয়েই গেছে নইলে হওয়া কাজ ঠিক মতো হচ্ছে না কেন। আপনাকে বুদ্ধি দিতে এলে আজ একদম শুনবেন না। দিনটি নিজের বুদ্ধিতে কাজ করার। বন্ধুত্বের দায় থেকে একটি ভুল কাজ করে ফেলা হতে পারে। মীন (ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০): কিছু আজ ভুল হবে না। যা ভাববেন তাকেই ছুঁতে পারবেন বলে দিচ্ছি। সাংসারিক যতসব কষ্ট তা বৃষ্টিতে ভিজে মুছে যাবে। পরিবর্তন আসবে ভাবনায়। কাজে কর্মে মন বসবে না এমনটি আগে থেকে ভেবে রাখবেন না। ভ্রমণে যেতে পারলে আজ ভালোই হবে আপনার। আর্থিক কষ্ট মুছে যাবে। পাওনাদারও আপনাকে আর জ্বালাবে না। শান্ত থাকুন। আপনার আজকের দিনটি শুভ হ���ক, ভালো থাকুন, সুস্থ থাকুন।
0 notes