#এশিয়ায় চতুর্থ
Explore tagged Tumblr posts
pranerbangla · 7 years ago
Photo
Tumblr media
বাঘের সামনে কুপোকাৎ অজি বাহিনী আহসান শামীমঃ বাংলার মাটিতে ক্ষুধার্থ বাঘের সামনে পড়লে কি হয় তার পরিচয় আগেই পেয়েছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ড। অপূর্নতা ছিল অষ্ট্রেলিয়াকে নিয়ে। ১১ বছর পর আজিদের পেয়ে এবার দান শোধবোধ করে দিলো বাংলাদেশের টাইগার ক্রিকেটাররা। ডেভিড ওয়ার্নার , স্মিথ আর কামিন্সের স্বপ্ন ভেঙ্গে চুরমার করে দিল সাকিব, তাইজুল আর মিরাজের ঘূর্নি বোলিং । তিন স্পিনার মিরপুর মাঠে রচনা করলেন নতুন ইতিহাস । এশিয়ায় রান তাড়া করে জয়ের ক্ষেত্রে অস্ট্রেলিয়ার রেকর্ড খুব একটা ভালো না। রেকর্ড অনুযায়ী চতুর্থ ইনিংসে রান তাড়া করে জেতা ছিল আরো কঠিন তাদের জন্য। ডেভিড ওয়ার্নারের শত রান ফিকে করে দিল ম্যাচ সেরা সাকিবের বোলিং ঘূর্নি। ঢাকা টেস্টের দুই উইকেটে ১০৯ রান নিয়ে চতুর্থ দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ। জয় থেকে ১৫৬ রান দূরে থাকা অজিদের থামাতে দিনের শুরুতেই আক্রমণাত্মক বোলিংয়ের পথ বেছে নেয় সাকিব-মিরাজরা। ৭৫ রানে অপরাজিত থাকা ওয়ার্নার সামনে থেকে নেতৃত্ব দিয়ে চতুর্থ দিনের ৩৯তম ওভারেই সেঞ্চুরি তুলে নেন। সাকিবের বলে একদফা মুশফিকের রিভিই থেকে বাঁচলেও আগ্রাসী ব্যাটিংয়ে সেঞ্চুরির  সাকিবের বলে একদফা মুশফিকের রিভিউ থেকে বাঁচলেও আগ্রাসী ব্যাটিংয়ে  ৩৮তম ওভারে টেস্ট ক্রিকেটে ১৯তম সেঞ্চুরি তুলে নিতে মাত্র ১২২ বল খরচা করেছেন এই অজি ওপেনার। সুযোগ এসেছিল স্মিথকে সাজঘরে ফেরানোর। মিরাজকে স্টেপ আউট করে মিড অনে বাড়তে গিয়ে ক্যাচ তোলেন তিনি। যদিও বাতাসে থাকা বলটা লুফে নিতে পারেনি তামিম। ৪২তম ওভারে সাকিবের বলেই সুইপ করতে গিয়ে স্ট্যাম্পের সামনে ধরা পড়েন। ১৩৫ বলে ১১২ রানের দুর্দান্ত ইনিংসের সমাপ্তি ঘটে সাকিবের হাত ধরে। তাইজুল ৯৯ বলে ৩৭ রান করা স্মিথকে মুশফিকের গ্লাভস বন্ধী করেন । অফ স্ট্যাম্পের বাইরের বলে কাট করতে গিয়ে পরাস্ত হন কয়েকদফা জীবন পাওয়া অজি কাপ্তান স্মিথ। এর পর তাইজুল আর সাকিবের বোলিং ঘূর্নিতে একে একে আজি খেলোয়াড়দের সাজঘরে আসা যাওয়া । মধ্যাহ্ন বিরতির পর বেশিক্ষন টিকে থাকতে পারলেন না আজি খেলোয়াড়া জয় থেকে ২৮ রান দূরে থেকেও। খেলায় সাকিবের ৫ উইকেট, তাইজুল ৩ আর মিরাজ পান ২ টি উইকেট । সৌম্যের দুইটা আসাধারণ ক্যাচ আজ এই ইতিহাস গড়া ম্যাচে স্মরনীয় হয়ে থাকবে । ছবিঃ ইএসপিএন
0 notes
language-literature · 8 years ago
Quote
বাংলা ভাষা ..... দক্ষিণ এশিয়ার বঙ্গ অঞ্চলের স্থানীয় ভাষা, এই অঞ্চলটি বর্তমানে রাজনৈতিকভাবে স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ ও ভারতের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ নিয়ে গঠিত। এছাড়াও ভারতের ত্রিপুরা রাজ্য, অসম রাজ্যের বরাক উপত্যকা এবং আন্দামান দ্বীপপুঞ্জেও বাংলা ভাষাতে কথা বলা হয়। এই ভাষার লিপি হল বাংলা লিপি। এই অঞ্চলের প্রায় বাইশ কোটি স্থানীয় মানুষের ও পৃথিবীর মোট ৩০ কোটি মানুষের ভাষা হওয়ায়, এই ভাষা বিশ্বের সর্বাধিক প্রচলিত ভাষাগুলির মধ্যে চতুর্থ স্থান অধিকার করেছে।বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত, এবং ভারতের জাতীয় স্তোত্র এই ভাষাতেই রচিত এবং তা থেকেই দক্ষিণ এশিয়ায় এই ভাষার গুরুত্ব বোঝা যায়। ----- Wiki
0 notes
pranerbangla · 7 years ago
Photo
Tumblr media
আগামীকালের টার্গেট ওয়ার্নার ও স্মিথ আহসান মামীম: মুশফিকের দূর্ভ্যাগের আউট, ডেভিড ওয়ার্নারের সহজ ক্যাচ ড্রপ সৌম্যের, অজি অধিনায়ক স্মিথ কে রান স্ট্যাম্পিংয়ে ব্যার্থতা সব মিলিয়ে শেষ বিকেলে বাংলাদেশ শিবিরে হতাশা। এই হতাশার ছাপ সোশ্যাল নেটওয়ার্ক ফেসবুক জুড়েও। সবার আঙ্গুল হেড কোচ হাতুরাসিংহের দিকে। কারন একটাই দল গঠনে তিনি পক্ষপাতিত্ব করছেন। অবশ্য শুধু আজই না ,ঢাকা টেষ্টের শুরুতেই হেড কোচ হাতুড়াসিংহ মোটামুটি ভিলেনের আসনে বসে আছেন। হতাশার মাঝেও অষ্ট্রেলীয়দের এশিয়া উপমহাদেশের রেকর্ড বুক কিছুটা সান্তনা দিতেই পারে। রেকর্ড বলছে এশিয়ায় অস্ট্রেলিয়া একবারই চতুর্থ ইনিংসে তিন শতাধিক রান তাড়া করে জিতেছিল। সেটাও বাংলাদেশের বিপক্ষে ২০০৬ সালে ফতুল্লা স্টেডিয়ামে। সেবার অস্ট্রেলিয়া জিতেছিল ৩০৭ রান তাড়া করে। বাংলাদেশের বর্তমান দলটা তখনকার চেয়ে ভিন্ন। শক্তি,সামর্থ্য,অভিজ্ঞতা সব দিক দিয়েও অনেক বেশি সমৃদ্ধ। এমনকি ঘরের মাঠে এখন অনেক শক্তিশালী দল বাংলাদেশ। অভিজ্ঞরা এখনই টাইগারদের  জয়ের ব্যাপারে হতাশ হতে রাজী নন। এজন্য চতুর্থ দিনে দ্রুত তুলে নিতে হবে ওয়ার্নার আর স্মিথের উইকেট। বাংলাদেশের জন্য  আক্ষেপই হয়ে থাকল মুশফিকুর রহীমের রান আউট। তামিম আউট হওয়ার পর অধিনায়ক মুশফিক দারুন ভাবে বাংলাদেশকে পথ দেখাচ্ছিলেন।  এক ঝলকেই সব উলট পালট হয়ে যায়।  ব্যাটিং প্রান্তে তখন সাব্বির। নাথান লায়ন  তখন বোলিং  করার সময় ক্রিজ ছেড়ে কিছুটা বেড়িয়ে এসেছিলেন মুশফিকু।  আর সেটাই কাল হল তার।  সাব্বিরের শট সরাসরি চলে যায় লায়নের কাছে।  লায়নের হাত ছুয়ে বল গিয়ে আঘাত হানে স্টাম্পে।   আর তাতেই আউট হয়ে যায় মুশফিক। বোলিংয়ে  এসেই ডেভিড ওয়ার্নারের উইকেট পেতে পারতেন সাকিব আল হাসান। তাকে কাট করতে গিয়ে স্লিপে ক্যাচ দিয়েছিলেন বাঁহাতি এই ওপেনার। বলের লাইন থেকে নিজেকে কেন জানি সরিয়ে নেন সৌম্য সরকার।  ফলে সহজ আউটা  উল্টো চারে পরিনত হয় । ওয়ার্নার জীবন পাওয়ার পর সাজঘরে থাকতেন স্মিথও। মিরাজকে স্টেপ আউট করে খেলতে গিয়ে পরাস্ত হয়ে মুশফিকের স্ট্যাম্পিং থেকে অল্পের জন্য রক্ষা পান অজি অধিনায়ক ।মিরাজের পরের ওভারে আরেকবার সুযোগ দেন স্মিথ। শর্ট লেগে থাকা ফিল্ডার ক্যাচ লুফে নিতে ব্যর্থ হন। জীবন পাওয়া দুই অভিজ্ঞ অজি ব্যাটসম্যানদের মধ্যে সাহসী ব্যাটিং দিনের শেষে দুই উইকেটে ১০৯ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করে অজিরা। ওয়ার্নার ৭৫ ও  স্মিথ ২৫ রানে চতুর্থ দিনের খেলা শুরু করবেন। জয়ের জন্য আরও ১৫৬ রান দরকার অস্ট্রেলিয়ানদের,  বাংলাদেশের দরকার আট উইকেট। এশিয়ায় রান তাড়া করে জয়ের ক্ষেত্রে অস্ট্রেলিয়ার রেকর্ড খুব একটা ভালো না। রেকর্ড অনুযায়ী চতুর্থ ইনিংসে রান তাড়া করে জেতা আরো কঠিন তাদের জন্য। আর এ হিসেবে বলা চলে, ঢাকা টেস্টে বাংলাদেশের বিপক্ষে জিততে হলে বেশ কঠিন পথই পাড়ি দিতে হবে তাদের। সেক্ষেত্রে বোলিং আর ফিল্ডিং বিভাগকে যথার্থ দায়িত্ব পালন করতে হবে । ছবি: ইএসপিএন
0 notes
pranerbangla · 7 years ago
Photo
Tumblr media
র‍্যাঙ্কিংয়ে সাকিব আল হাসানকে ছাড়িয়ে শীর্ষে রবিন্দ্র জাদেজা আহসান শামীমঃ টেস্ট র‍্যাঙ্কিংয়ে সাকিব আল হাসানকে ছাড়িয়ে শীর্ষে এখন  ভারতের রবিন্দ্র জাদেজা। শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টে ৭০ রানের অপরাজিত ইনিংসের পর সাত উইকেট নিয়ে ম্যাচ সেরা পারফর্মেন্স দিয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন তিনি। এর ফলে আইসিসি টেস্ট অলরাউন্ডারের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করলেন জাদেজা। বর্তমান জাদেজার রেটিং পয়েন্ট ৪৩৮। দুই নম্বরে নেমে আসা সাকিবের রেটিং পয়েন্ট ৪৩১ । পার্থক্য ৭ পয়েন্টের । যদিও বিশ্ব ক্রিকেটে সাকিবই একমাত্র খেলোয়াড় যিনি এর আগে দুবার বিশ্ব অলরাউন্ডারের খেতাব হারিয়েও নিজের যোগ্যতায় আবারও সেই আসন দখল করেছেন। টেস্ট অলরাউন্ডারদের মধ্যে তিন নম্বরে আছেন আরেক ভারতীয় রবি আশ্বিন। ৪১৮ রেটিং পয়েন্ট নিয়ে । এদিকে ��েস্ট অলরাউন্ডারের র‍্যাঙ্কিংয়ে প্রথমবারের মত সেরা পাঁচে জায়গা করে নিয়েছেন ইংল্যান্ডের মইন আলি। ওল্ড ট্রাফোর্ড টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে গুরুত্বপূর্ণ ফিফ আর বল হাতে পাঁচ উইকেট শিকার করে চত��র্থ টেষ্ট অলরাউন্ডার মইন আলির ৪০৯ পয়েন্ট । পাঁচ নম্বরে আছেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস। এদিকে বাংলাদেশ সফরের আগেই টেষ্ট ক্রিকেটে তৃতীয় স্থানে থাকা অজিদের জন্য দূঃসংবাদ টেষ্ট র‍্যাঙ্কিংয়ে চতুর্থ স্থানে নেমে যাওয়া । দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ ৩-১ ব্যবধানে জিতে নেয়ায় ১০৫ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া টপকে তৃতীয় অবস্থানে উঠে এসেছে ইংল্যান্ড। অপরদিকে ১০০ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে নেমে গেছে অজিরা। ইংলিশদের কাছে সিরিজ হারলেও র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে ফাফ ডু প্লেসিসের দক্ষিণ আফ্রিকা। তাদের পয়েন্ট ১১০। আর সদ্য লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ জিতে নেয়া ভারত ১২৩ পয়েন্ট নিয়ে অবস্থান করছে সবার শীর্ষে। এই তালিকায় বাংলাদেশ রয়েছে নবম স্থানে। টাইগারদের পয়েন্ট বর্তমানে ৬৯। চলতি মাসের ১৮ তারিখে ১১ বছর পর বাংলাদেশ সফরে আসছে অষ্ট্রেলিয়া । ক্রিকেট বিশ্বের নজর বাংলাদেশ বিপেক্ষে অষ্ট্রেলিয়ার দুই টেষ্ট । টেষ্ট ড্র বা হেরে গেলে অষ্ট্রেলিয়ার জন্য পয়েন্ট টেবিলে বড় ধাক্কা হয়ে আসতে পারে। 'অভিজ্ঞ' হাথুরুসিংহেই হতে পারেন অস্ট্রেলিয়া বধের মূল অস্ত্র  এমনটাই মনে করছেন অনেকে। যদিও হাতুড়াসিংহকে ভাবচ্ছে ম্যাচ চলাকালীন বাংলাদেশ দলের মানসিকতার বিষয়টা নিয়ে। 'তিন স্পিনার ও দুই পেসারে অজিবধের স্বপ্ন এখন বাংলাদেশের । অষ্ট্রেলিয়া দলের এশিয়া উপমহাদেশে পারফরমেন্স এতোটা ভালো নয়। গত ১০ বছরে অস্ট্রেলিয়া এশিয়ার মাটিতে তারা ২২ টেস্ট খেলেছে, জিতেছে মাত্র দুটাতে। আর ড্র করেছে ৫টা আর হার ১৫টাকে । গত পাঁচ বছরে পারফরমেন্স অনুযায়ী এশিয়ায় অস্ট্রেলিয়ার সবচেয়ে সফল ব্যাটসম্যান স্টিভেন স্মিথ। তিনি ১১ ম্যাচে ৫১.৪৭ গড়ে করেছেন ১০৮১ রান।২০১৩ সালের ফেব্রুয়ারি থেকে ২০১৬ সালের আগস্ট পর্যন্ত  এশিয়ায় টানা তিনটা টেষ্ট  সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল অস্ট্রেলিয়া দল। ২০১৩ সালের ফেব্রুয়ারি- মার্চে ভারতের বিপক্ষে, ২০১৪ সালের অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে ও ২০১৬ সালের আগস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ধবল ধোলাই হয়েছিল তারা। এসব পরিসংখ্যান আর অভিজ্ঞতা থেকে, সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক ইয়ান চ্যাপেল মনে করছেন বাংলাদেশ সিরিজ খুব একটা সহজ হবে না স্টিভেন স্মিথের দলের জন্য। বাংলাদেশ সফর নিয়ে চ্যাপেল বলেন,‘সিরিজটা কঠিন হবে আর আমি বিশ্বাস করি অস্ট্রেলিয়া দলও এটা জানে। কন্ডিশনের কারণে অস্ট্রেলিয়া দল কঠিন সমস্যায় পড়বে এবং বাংলাদেশ দলও গত ১��-১৮ মাস ধরে বেশ উন্নতি করেছে।’ ছবিঃ গুগল
0 notes