Tumgik
#জার্মান শেফার্ড
few-favorite-things · 4 years
Photo
Tumblr media
others News : লাদেন নিকেশের কুকুর যোগ দিতে চলেছে বন বিভাগে – west bengal news: sniffer dogs used to find out poachers in alipurduar এই সময়,আলিপুরদুয়ার: বন বিভাগে যোগ দিতে চলেছে দুই গোয়েন্দা কুকুর অরল্যান্ডো এবং সায়ানা। সম্প্রতি মধ্যপ্রদেশের গোয়ালিয়রের কঠোর প্রশিক্ষণ পর্ব শেষ করেছে ওই দুই ম্যালিনয়। এর আগে বক্সা ব্যাঘ্র প্রকল্পের দায়িত্বে থাকা এক ম্যালিনয় করিম গন্ধ শুঁকে বিভিন্ন ধরনের বন্যপ্রাণ হত্যার কিনারা করে দেশের মধ্যে সেরা গোয়েন্দা কুকুরের শিরোপা ছিনিয়ে এনেছিল। এছাড়াও জলদাপাড়ার রানিও বন্যপ্রাণ হত্যা ও বন্যপ্রাণীদের দেহাংশ পাচার রোধে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। তাতেই উৎসাহিত হয়ে রাজ্যের বনদপ্তর …
0 notes
boc-news · 2 years
Text
লিফটে জোমাটো ডেলিভারি বয়ের গোপনাঙ্গে কামড়ে দিল পোষ্য জার্মান শেফার্ড
সম্প্রতি একের পর এক পোষ্য কুকুরের হামলার কারণে কখনও মানুষ মারা যাচ্ছে। আবার কখনও কোনও মানুষ গুরুতর জখম হচ্ছে। গাজিয়াবাদ, নয়ডার পর ফের মহারাষ্ট্রে পোষ্য কুকুরের হামলায় এক ভয়ঙ্কর ঘটনা ঘটল। এক ব্যক্তি তাঁর পোষ্য জার্মান শেফার্ড (German Shepherd) কুকুরকে নিয়ে লিফটে উঠেছিলেন। তখনই জোমাটোর (Zomato) এক ডেলিভারি বয় লিফট থেকে বেরিয়ে আসছিলেন। আর তখনই কুকুরটি ওই ডেলিভারি বয়কে কামড়াতে যায়। কুকুরটির মালিক…
Tumblr media
View On WordPress
0 notes
aajabed1995 · 4 years
Photo
Tumblr media
এই লেখার সাথে আমি একমতঃ জয়া আহসানের জার্মান শেফার্ড বিলাসিতা আর রাস্তার নেড়ি কুকুরের যন্ত্রণা এক বিষয় না। চার চাকার গাড়িতে বিদেশি কুকুরে বিনোদন হয়, কিন্তু রাত- বিরাতে বেওয়ারিশ কুকুরের আক্রমণ নিয়ে কর্মজীবী মানুষেরা আতঙ্কিত থাকেন । দয়া করে, ভুক্তভোগীদের সাথে কথা বলে দেখুন। তাদের যন্ত্রণাটাও একটু বুঝেন। এক বছরে সংক্রামক ব্যাধি হাসপাতাল থেকে ৭৫ হাজার মানুষ কুকুরের কামড়ের চিকিৎসা নিয়েছেন। অনেকে জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। কুকুরের প্রতি এত প্রেম থাকলে রাস্তা থেকে দশটি নেড়ি কুকুর নিয়ে লালন-পালন করে দেখান। আপনাদের যত মানবিকতা, প্রেম উতলিয়ে উঠে কুকুরের জন্য। কিন্তু ঢাকা শহরে কয়েক লক্ষ বেওয়ারিশ মানুষই রয়েছে। তাদের জন্য আপনাদের প্রেম জাগে না, মমত্ববোধ জাগে না। কুকুর নিধনের পক্ষে না, অপসারণ চেয়েছি, স্থানান্তর চেয়েছি। লন্ডন, সিডনি, হংকং, নিউইয়র্ক এর গল্প শোনাবেন, স্বল্পবসনা হয়ে ঘন্টায় ঘন্টায় যেসব শহর থেকে ছবি আপলোড করেন। কোন শহরে দেখেছেন? রাস্তার মোড়ে মোড়ে বেওয়ারিশ কুকুরের সয়লাব!! বেওয়ারিশ কুকুরে প্রেম যদি এতই থাকে, তবে কুকুরপ্রেমী ভাই-বোনদের বলব আপনারা বিদেশি কুকুর বাদ দিন, বাসায় নেড়ি কুকুর নিয়ে লালন পালন করুন। ঢাকার রাস্তায় আর এমনিতেই কুকুর থাকবে না। আপনাদের কুকুর প্রেমও অমর হয়ে থাকল। - সংগৃহীত https://www.instagram.com/p/CFUOKKuBSA5/?igshid=1duhk7arhupg3
0 notes
cinecaptain-blog · 7 years
Photo
Tumblr media
ভৌতিক কেল্লায় হিরেগুঁড়ো খেয়ে আত্মহত্যা নবাবের প্রপৌত্রীর‚ মায়ের মৃতদেহ নিয়ে বাস ভাইবোনের (কীভাবে মালচা মহলে থাকতেন নবাবের প্রপৌত্রী‚ দুই ছেলেমেয়েকে নিয়ে…পুনর্মুদ্রিত) ফিরোজ শাহ তুঘলকের আমলে শিকারের জন্য বানানো হয়েছিল একাধিক কুঠি | তার মধ্যে একটির প্রথমে শিকারমহল নাম থাকলেও পরে সেটি পরিচিত হয় মালচা মহল বা বিস্তদারি মহল হিসেবে | দিল্লির মেট্রো স্টেশনের পাশে এখন সেটি দাঁড়িয়ে আছে ভৌতিক রূপে‚ অতীত ইতিহাসের সাক্ষী হয়ে | কেউ বলে‚ এখানে লুকোনো আছে নবাবি আমলের গুপ্তধন | কেউ বলে‚ অতৃপ্ত আত্মার কান্নায় ভারী হয়ে থাকে এর বাতাস | তবে সত্যি কথা হল এর ভিতরে থাকেন নবাব ওয়াজেদ আলি শাহ-এর দুই বংশধর | তীব্র দারিদ্রের সঙ্গে যুদ্ধ করে | ফিরে যাই ইতিহাসে | মুঘল সাম্রাজ্যের শেষ দিকে তখন শক্তিশালী হয়ে উঠেছে প্রাদেশিক শাসকরা | সেরকমই একটি শক্তি হল অযোধ্যার নবাব-বংশ | তাঁদের অধীনে ছিল মালচা মহল | কিন্তু পরে সেটি অধিগ্রহণ করে নেয় ব্রিটিশরা | স্বাধীনতার পরে নিজেদের সম্পত্তি ফিরিয়ে নিতে মঞ্চে অবতীর্ণ অহলেন নবাব ওয়াজেদ আলি শাহর প্রপৌত্রী ওয়ালিয়াৎ মহল বেগম | কিন্তু ততদিনে ওই মহল ভারত সরকারের অধীন | মালচা মহল ফিরে পেতে দিল্লি স্টেশনে অভিনব প্রতিবাদ শুরু করলেন ওয়ালিয়াৎ | নিজের ছেলেমেয়ে এবং পোষা কুকুরদের নিয়ে | বললেন‚ যতক্ষণ না মালচা মহলে তাঁদের থাকতে দেওয়া হচ্ছে‚ তাঁরা নড়বেন না | প্রায় এক দশক নবাবের বেগম কি না সন্তান এবং পোষ্যদের নিয়ে বাস করছিলেন দিল্লি স্টেশনের ওয়েটিং রুমে ! শেষে দীর্ঘ লড়াইয়ের পরে ১৯৮৫ সালে মালচা মহল ফিরে পান নবাবের উত্তরসূরীরা |   কিন্তু ততদিনে নবাব পরিবার কেন‚ কারও জন্যই বাসযোগ্য নেই মালচা মহল | তবু বাদুর-চামচিকের বাসা‚ ভগ্নদশা ওই কেল্লাতেই বিদ্যুৎহীন অবস্থায় বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে থাকলে লাগলেন বেগম ওয়ালিয়াৎ‚ তাঁর দুই সন্তান এবং পোষা কুকুরের দল | নিদারুণ অভাবের সঙ্গে লড়াই করতে করতে ১৯৯৩-এর ডিসেম্বরে হিরের গুঁড়ো খেয়ে আত্মহত্যা করেন বেগম ওয়ালিয়ৎ | কিন্তু মায়ের মৃত্যু মেনে নিতে পারেননি ভাইবোন | তাঁরা মায়ের দেহ স্টাডি টেবলে সাজিয়ে রাখে | শোকের কালো পোশাক পরে বটে | কিন্তু মায়ের মৃতদেহর সঙ্গেই থাকতেন দুই ভাইবোন | অবশেষে দিন দশেক পরে বেগমকে সমাধিস্থ করা হয় | কিন্তু বছরখানেকের মধ্যে তাঁর সমাধিতে হানা দেয় দুর্বৃত্তরা | খোঁড়াখুঁড়ি চালায় গুপ্ত সম্পত্তির লোভে | বাধ্য হয়ে সমাধি থেকে মায়ের দেহ তুলে দাহ করেন সাকিনা এবং রিয়াজ | এখন এই মহল ঘিরে ভৌতিক রটনা আছে | তবে এখানে কোনও অশরীরী থাকে না | আছে দারিদ্রের ভূত | কাচের আধারে সাজানো আছে বেগম ওয়ালিয়তের অস্থি | বিদ্যুৎহীন মালচা মহলে এখন থাকেন বেগমের কন্যা প্রিন্সেস সাকিনা এবং পুত্র প্রিন্স রিয়াজ | কী করে তাঁদের দিন চলে‚ কেউ জানে না | বাইরের দুনিয়া‚ আধুনিক সুযোগ সুবিধে থেকে তাঁরা সম্পূর্ণ বিচ্ছিন্ন | আত্মরক্ষার জন্য তাঁদের দেওয়া হয়েছে একটি রিভলবার | আর আছে পোষ্য জার্মান শেফার্ড এবং ডোবারম্যান | একসময় ২৭ টি থেকে এখন এই কেল্লার কুকুরের সংখ্যা ৯ | বাকিদের বিষ দিয়ে মেরে ফেলেছে স্থানীয় চোরের দল | শোনা যায়‚ কেল্লা থেকে চুরি গেছে সোনা-রুপোর বেশ কিছু জিনিস | দুর্বৃত্তরা স্থির বিশ্বাস‚ ঘন আগাছা‚ উঁচু পাঁচিলে ঘেরা এই কেল্লায় আছে নবাবি আমলের দুষ্প্রাপ্য সম্পত্তি | কেউ মানতেই চায় না ঘোর বাস্তবকে | কোনও ভৌতিক সত্তা নয় | এই কেল্লায় থাকে দুটি মানুষ | যাঁদের পরিবার একসময় শাসন করত এই দেশের বড় এবং গুরুত্বপূর্ণ অংশকে | সেই নবাববদের সরাসরি উত্তরসূরীরা এখন ডুবে আছেন এক গলা অভাব-অনটনে | হয়তো আধুনিকতাকে প্রবেশ করতে না দিয়ে তাঁরা থাকতে চান নস্টালজিয়াতেই | যাতে নিজেদের এখনও প্রিন্স আর প্রিন্সেস বলে ভাবতে পারেন | বা হয়তো‚ আর পাঁচজনের সামনে প্রকাশ করতে চান না নবাব পরিবারের দৈন্য দশা | তাঁদের ইচ্ছেকে সম্মান জানিয়েই কি স্বেচ্ছা নির্বাসনে থাকতে দেওয়া যায় না রয়্যাল বংশের প্রিন্স আর প্রিন্সেসকে ?
0 notes
banglahub · 8 years
Text
জেনে নিন বিশ্বের ১০টি শীর্ষ বিপজ্জনক কুকুর সম্পর্কে
প্রভূভক্তিতে সেরা প্রাণির তালিকায় প্রথম স্থান অধিকার করে আছে কুকুর। একাকীত্ব ঘোঁচাতে কিংবা উন্নত বিশ্বের জীবনশৈলীতে কুকুর অনেক পছন্দনীয় প্রাণী। আজকাল আমাদের দেশেও বিভিন্ন জাতের কুকুর পালন করা হয়।
প্রভূভক্ত হলেও কুকুর কিন্তু আক্রমনাত্মক তথা বিপজ্জনকও হতে পারে! যুক্তরাষ্ট্র ও কানাডায় কুকুর আক্রান্তের সংখ্যা হিসেব করে ২০১২ সালে বিশ্বের ১০টি বিপজ্জনক কুকুরের তালিকা প্রকাশ করা হয়েছে। তবে আশার কথা হল এই তালিকাটি যে আপনার কুকুরের সাথেও মিলবে তা কিন্তু নয়। কারণ, যথাযথ প্রশিক্ষণ ও ব্যবস্থাপনার মাধ্যমে এই কুকুরগুলোও আপনার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলবে। আর কথা না বাড়িয়ে চলুন জানা যাক তালিকাটি।
Click to Post
0 notes